
প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির জন্য ভালো হয়—এমন সময়ে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি অসুস্থ রয়েছেন। এছাড়া রাজনৈতিক একটি সংকট রয়েছে। সার্বিক দিক বিবেচনায় নিয়ে যেন তফসিল ঘোষণা করা হয়—আমরা কমিশনকে এ কথা বলেছি।
তফসিল প্রসঙ্গে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, তফসিল কবে ইসি আমাদের সুস্পষ্টভাবে জানায়নি। তবে আগামী এক-দুই সপ্তাহের মধ্যে ইসি তফসিল দেবে। আমরা বলেছি, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যেন তফসিল ঘোষণা করা হয়।
তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে আমাদের উদ্বেগ এখনো রয়েছে। পুরনো প্রক্রিয়ায় নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা এটির বিরোধিতা করেছি। আমরা বলেছিলাম, সংস্কার প্রস্তাবনা অনুযায়ী কমিশন গঠিত হওয়া উচিত ছিল। কিন্তু আমরা তো নির্বাচনের পথেও এগোতে চাই। যেহেতু বিদ্যমান বাস্তবতা অনুযায়ী সরকার এটি করেছে, সেজন্য আমরা আর সে বিষয়ে কঠোর হইনি।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশনের ক্যাপাসিটি নিয়ে কিন্তু সবসময় উদ্বেগ জানিয়ে আসছি। বিগত বছরগুলোতে অনেক দুর্নীতিবাজ অফিসার কাজ করেছে, এই কমিশনেও তারা এখনো রয়ে গেছে। আমাদের কাছে বিভিন্ন প্রমাণও আছে। আমরা সে বিষয়টিও কমিশনকে বলেছি।
এনসিপির ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নিবন্ধিত দল হিসেবে এখন থেকে কাজ করছে। নিবন্ধন প্রক্রিয়ার শুরু থেকে দলের কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। অত্যন্ত কম সময়ে তারা সব শর্ত পূরণ করেছে। আমি এনসিপির নেতাকর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
নাহিদ ইসলাম আরও বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আমরা নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ পেয়েছি। শাপলা কলি প্রতীকে এবার এনসিপি নির্বাচনে অংশ নেবে, ইনশাআল্লাহ্। আশা করছি, শাপলা কলি প্রতীক নিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করে যেতে পারবো।
এনসিপির আহ্বায়ক বলেন, আমরা জোটের নির্বাচনেও দলীয় প্রতীকে ভোট করার বিধান রেখে আরপিও সংশোধনকে সাধুবাদ জানিয়েছি। আমরা মনে করছি, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চার জন্য এ নিয়মটি প্রয়োজন। প্রতিটি দলকে তার নিজস্ব প্রতীক ও আদর্শে রাজনীতি করা উচিত। ভোটে কোনো দলের সঙ্গে জোট বা সমঝোতা হলেও প্রতীক আলাদা হওয়া উচিত।
‘কিন্তু আমরা দেখে আসছি, এই বিধানটি বাতিল করার জন্য একটি দলের পক্ষ থেকে সরকার, নির্বাচন কমিশন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করা হয়েছে। কারণ, তারা জোটের সঙ্গীদের নিয়ে একটি মার্কায় নির্বাচন করতে চায়। আমরা এর বিরোধিতা করেছি’- বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আমরা প্রার্থীদের হলফনামার তথ্য যাচাই-বাছাই করতে এবং কোনো ভুল থাকলে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে বলেছি। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি যেন না হয় সে বিষয়ে কমিশনকে কঠোর হতে এবং আইন ভঙ্গকারীদের ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছি।
তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। সব দলের আরেকটি কমন চাওয়া হলো- নির্বাচনে যেন লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকে, যা নিয়ে বিভিন্ন দলের মতো আমাদেরও উদ্বেগ রয়েছে। ডিসি-এসপিদের বদলি বিষয়ে কমিশন যেন খেয়াল রাখে। সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি। এসব ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব থাকলে সেটা নির্বাচনেও প্রভাব বিস্তার করবে।
গণভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গণভোটের একটি প্রশ্ন ও চারটি ভাগ যেন সঠিকভাবে প্রচার করা হয় কমিশনকে আমরা সেটা বলেছি। এটি যদি প্রথম থেকেই প্রচারণা না করা হয় তাহলে জনগণের কাছে তথ্যটি পৌঁছাবে না।

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির জন্য ভালো হয়—এমন সময়ে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি অসুস্থ রয়েছেন। এছাড়া রাজনৈতিক একটি সংকট রয়েছে। সার্বিক দিক বিবেচনায় নিয়ে যেন তফসিল ঘোষণা করা হয়—আমরা কমিশনকে এ কথা বলেছি।
তফসিল প্রসঙ্গে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, তফসিল কবে ইসি আমাদের সুস্পষ্টভাবে জানায়নি। তবে আগামী এক-দুই সপ্তাহের মধ্যে ইসি তফসিল দেবে। আমরা বলেছি, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যেন তফসিল ঘোষণা করা হয়।
তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে আমাদের উদ্বেগ এখনো রয়েছে। পুরনো প্রক্রিয়ায় নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা এটির বিরোধিতা করেছি। আমরা বলেছিলাম, সংস্কার প্রস্তাবনা অনুযায়ী কমিশন গঠিত হওয়া উচিত ছিল। কিন্তু আমরা তো নির্বাচনের পথেও এগোতে চাই। যেহেতু বিদ্যমান বাস্তবতা অনুযায়ী সরকার এটি করেছে, সেজন্য আমরা আর সে বিষয়ে কঠোর হইনি।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশনের ক্যাপাসিটি নিয়ে কিন্তু সবসময় উদ্বেগ জানিয়ে আসছি। বিগত বছরগুলোতে অনেক দুর্নীতিবাজ অফিসার কাজ করেছে, এই কমিশনেও তারা এখনো রয়ে গেছে। আমাদের কাছে বিভিন্ন প্রমাণও আছে। আমরা সে বিষয়টিও কমিশনকে বলেছি।
এনসিপির ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নিবন্ধিত দল হিসেবে এখন থেকে কাজ করছে। নিবন্ধন প্রক্রিয়ার শুরু থেকে দলের কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। অত্যন্ত কম সময়ে তারা সব শর্ত পূরণ করেছে। আমি এনসিপির নেতাকর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
নাহিদ ইসলাম আরও বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আমরা নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ পেয়েছি। শাপলা কলি প্রতীকে এবার এনসিপি নির্বাচনে অংশ নেবে, ইনশাআল্লাহ্। আশা করছি, শাপলা কলি প্রতীক নিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করে যেতে পারবো।
এনসিপির আহ্বায়ক বলেন, আমরা জোটের নির্বাচনেও দলীয় প্রতীকে ভোট করার বিধান রেখে আরপিও সংশোধনকে সাধুবাদ জানিয়েছি। আমরা মনে করছি, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চার জন্য এ নিয়মটি প্রয়োজন। প্রতিটি দলকে তার নিজস্ব প্রতীক ও আদর্শে রাজনীতি করা উচিত। ভোটে কোনো দলের সঙ্গে জোট বা সমঝোতা হলেও প্রতীক আলাদা হওয়া উচিত।
‘কিন্তু আমরা দেখে আসছি, এই বিধানটি বাতিল করার জন্য একটি দলের পক্ষ থেকে সরকার, নির্বাচন কমিশন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করা হয়েছে। কারণ, তারা জোটের সঙ্গীদের নিয়ে একটি মার্কায় নির্বাচন করতে চায়। আমরা এর বিরোধিতা করেছি’- বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আমরা প্রার্থীদের হলফনামার তথ্য যাচাই-বাছাই করতে এবং কোনো ভুল থাকলে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে বলেছি। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি যেন না হয় সে বিষয়ে কমিশনকে কঠোর হতে এবং আইন ভঙ্গকারীদের ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছি।
তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। সব দলের আরেকটি কমন চাওয়া হলো- নির্বাচনে যেন লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকে, যা নিয়ে বিভিন্ন দলের মতো আমাদেরও উদ্বেগ রয়েছে। ডিসি-এসপিদের বদলি বিষয়ে কমিশন যেন খেয়াল রাখে। সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি। এসব ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব থাকলে সেটা নির্বাচনেও প্রভাব বিস্তার করবে।
গণভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গণভোটের একটি প্রশ্ন ও চারটি ভাগ যেন সঠিকভাবে প্রচার করা হয় কমিশনকে আমরা সেটা বলেছি। এটি যদি প্রথম থেকেই প্রচারণা না করা হয় তাহলে জনগণের কাছে তথ্যটি পৌঁছাবে না।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন উঠেছে। যদিও সম্প্রতি এক পোস্টে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত তার ‘একক নিয়ন্ত্রণাধীন নয়’ বলে দাবি করেছে
৫ ঘণ্টা আগে
নির্বাচন প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বলেন, ‘বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা নেই। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সামগ্রিক সক্ষমতা দরকার- ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা, ভোটবাক্স সুরক্ষা- সবকিছুতেই তারা ব্যর্থ। ফলে আগাম নির্বাচন নিয়েও গুরুতর সন্দেহ তৈরি হয়েছে।’
৫ ঘণ্টা আগে
মির্জা আব্বাস বলেন, ‘জামায়াতের জন্য আওয়ামী লীগই ভালো ছিল। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। এসব করে দেশের মানুষকে বোকা বানানো যাবে না।’
৭ ঘণ্টা আগে
রাজপ্রাসাদে থেকে রাজনীতি করেননি বেগম জিয়া। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি জনগণের অধিকার আদায় করেছেন। আর তাই জাতিও তার জন্য উদগ্রীব উৎকণ্ঠায় আছে বলে জানিয়ে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
৮ ঘণ্টা আগে