টাঙ্গাইলে বিএনপির ২ শতাধিক নেতার একযোগে পদত্যাগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপিতে হঠাৎ করেই দলীয় কোন্দল, চাপান-উতোর ও কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলা বিএনপির দুই শতাধিক নেতা পদত্যাগ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সদ্য পদত্যাগ করা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আ. বাসেদ মাস্টার।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ৫ আগস্টের পর থেকে সখিপুরের নেতা-কর্মীদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করছেন। তিনি শহিদ জিয়ার আদর্শ ও বিএনপির মূলনীতির বাইরে গিয়ে রাজনীতি করছেন। সংগঠনকে উপেক্ষা করে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। আমরা এর প্রতিবাদেই পদত্যাগ করেছি। এখন পর্যন্ত ২০০ জনের বেশি নেতা পদত্যাগ করেছেন।’

এদিকে বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন। তিনি বলেন, ‘যারা পদত্যাগ করেছেন তারা দলের মঙ্গল চায় না। ধানের শীষের জয় নিশ্চিত করতে তৃণমূল এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। তাদের এসব পদত্যাগ কোনো প্রভাব ফেলবে না। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।’

জেলা বিএনপিও ঘটনাটিকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘একটি মহল দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তারা কোনোভাবেই সফল হবে না। ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তৃণমূলের সমর্থন নিয়ে বড় ব্যবধানে বিজয়ী হবেন। বিএনপি এখন আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ।’

পদত্যাগের এ ঢেউয়ে সখিপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটিই এখন দেখার বিষয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শাহজাহান চৌধুরীকে জামায়াতের শোকজ

এর আগে গত শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি দায়িত্বশীল সম্মেলনে জামায়াতের নেতা শাহজাহান চৌধুরী বলেন, ‘যার যার নির্বাচনি এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করব

৭ ঘণ্টা আগে

নির্বাচন ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই: মির্জা ফখরুল

নির্বাচন ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে, বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে, সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনোরকম ঝামেলা ছাড়াই ২৬-এর নির্বাচন অনুষ্ঠিত হবে।

৯ ঘণ্টা আগে

নতুন রাজনৈতিক জোটে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন একটি তৃতীয় শক্তির রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

১০ ঘণ্টা আগে

বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজভী

ধর্মকে অতিরিক্ত ব্যবহার করা রাজনীতিতে উচিত নয়। ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে যারা রাজনীতি করছেন তাদের রায় জনগণ দিবে; রাজনীতিতে অতিরিক্ত ধর্মের ব্যবহার ক্ষতি বয়ে আনবে বলেও জানান তিনি।

১১ ঘণ্টা আগে