নুরের ওপর হামলায় নিন্দা জামায়াতের, বিক্ষোভ মিছিল এনসিপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাসপাতালে আহত নুরুল হক নুর। ছবি: রাজনীতি ডটকম

জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। একই ঘটনার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুটি দলই এ ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষে গুরুতর আহত হন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার রাতে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে জামায়াতের এই নেতা বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর বিজয়নগরে আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি অন্যতম জুলাই যোদ্ধা নূরুল হক নুরসহ অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। আমরা এ মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমরা আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদের পতনের পর এ হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা একটি গণতান্ত্রিক, শন্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করি। জাতি যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এ ধরনের হামলা ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়।

অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনি দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

এদিকে নুরুল হক নুরের গুরুতর আহত হওয়ার ঘটনায় শুক্রবার মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। দলের ঢাকা মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত পথ সমাবেশও করেছে দলটি।

সমাবেশে এনসিপি নেতারা বলেন, নুরুল হক নুরের ওপর এ হামলা ফ্যাসিবাদের প্রতিধ্বনির কথাই মনে করিয়ে দেয়। জুলাই অভ্যুত্থানের পর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা হামলায় জড়িত, ভিডিওতে তাদের স্পষ্ট দেখা যাচ্ছে। তাদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, এ হামলা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, জুলাই আন্দোলন এখনো শেষ হয় নাই। গত বছর জুলাই-আগস্টে আইনশৃঙ্খলা যেভাবে ছাত্র-জনতার ওপর হামলা করেছে, আজও একই কায়দায় তারা হামলা করেছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সমাবেশে বলেন, দিল্লিতে বসে ফ্যাসিস্ট হাসিনা এখনো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছেন। পুলিশ-প্রশাসন-গোয়েন্দা বাহিনীসহ সবখানে যেসব কর্মকর্তা সেই ফ্যাসিবাদী শক্তির দোসর হয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছিলেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি।

এনসিপির এই নেতা আরও বলেন, আমরা দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য নগ্নভাবে জনগণের টাকা দিয়ে কেনা বুট দিয়ে নগ্নভাবে নুরুল হক নুর ভাইকে তারই অফিসের নিচে তার বুকে লাথি মেরেছে। সেই লাথি বাংলাদেশের বুকে মারা হয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার হয়ে যান। নুরুল হক নুরকে যে সদস্য লাথি মেরেছেন, তাকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নুরের অবস্থা আশঙ্কাজনক, হামলাকারীদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ব্রিফিংয়ে রাশেদ খান বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তার খিঁচুনি হয়েছে। তিনি বাঁচবেন না মারা যাবেন সেটা আমরা এখন বলতে পারছি না।

১১ ঘণ্টা আগে

আসিফ নজরুলকে হাসনাত— ভণ্ডামি বাদ দেন, স্যার

আসিফ নজরুলের এ সংক্রান্ত ফেসবুক পোস্টে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন হাসনাত। এমনকি উপদেষ্টাকে ‘ভণ্ড’ বলেও অভিহিত করেছেন তিনি।

১১ ঘণ্টা আগে

জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ, রক্তাক্ত ভিপি নুর

নুরুল হক নুরের ফেসবুক পেজ থেকে অ্যাডমিনের দেওয়া স্ট্যাটাসে দাবি করা হয়েছে, জাতীয় পার্টিকে নিরাপত্তা দিয়ে নুরুল হক নুরকে পুলিশ ও সেনাবাহিনী রক্তাক্ত করেছে। তাৎক্ষণিকভাবে এ অভিযোগ নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

১৩ ঘণ্টা আগে

বিজয়নগরে মুখোমুখি জাপা-গণঅধিকার, আহত কয়েকজন

এদিকে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, কাকরাইলে জাপা কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীদের হামলায় পার্টির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ নিয়ে রাত সাড়ে ৮টায় জরুরি ব্রিফিং করা হবে বলে জানান তিনি।

১৫ ঘণ্টা আগে