কূটনীতিকদের সঙ্গে ইফতার বিএনপির, আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কূটনীতিকদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিল। ছবি: বিএনপি মিডিয়া সেল

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে ইফতার করেছেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারা বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আশাবাদী।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, চীন, নেদারল্যান্ডস, রাশিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, নেপালসহ বিভিন্ন দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ইউএনডিপি ও বিশ্বব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

ইফতারে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার ও মানবতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র ও উদার বাণিজ্য অংশীদারিত্বের মাধ্যমে সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করতে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। আগামী দিনে আমরা আরও বেশি যোগাযোগ বৃদ্ধির জন্য উন্মুখ।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ ছিল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, জুলাই-আগস্ট আন্দোলন হঠাৎ করে আবির্ভূত হয়নি। এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণের দীর্ঘ সংগ্রামের অংশ। বিএনপি ও অন্যান্য গণতন্ত্রপন্থি দল এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এই বিদ্রোহ গোটা জাতির সামগ্রিক স্বাধীনতার প্রতিনিধিত্ব করে।

বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণেই নির্ধারণ করবে— এমন প্রত্যয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে। আমরা আশা করি যে বন্ধুরাষ্ট্র ও অংশীদাররা গণতন্ত্রের সম্মিলিত বিকাশে আমাদের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক নিয়মগুলোর প্রতি সম্মান প্রদর্শন করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ ভয়, নিপীড়ন ও রাজনৈতিক অনিশ্চয়তামুক্ত একটি ভবিষ্যতের কথা চিন্তা করছে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তনে আশা করছে।

কূটনীতিকদের সম্মানে আয়োজিত এ ইফতার মাহফিলে ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ড. বদিউল আলম মজুমদার, কামাল আহমেদ, ড. তোফায়েল আহমেদ, ডা. জাহিদুর রহমান ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার অংশ নেন। উপস্থিত ছিলেন ড. মাহবুব উল্লাহ, শফিক রেহমান, ড. শাহিদুজ্জামান, মেজর জেনারেল মনিরুজ্জামান, ড. বোরহান উদ্দিন ও জন রোজারিও।

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজসহ আরও কয়েকজন সিনিয়র সাংবাদিক অংশ নেন ইফতার মাহফিলে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির নেতারা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

যে কারণে সবার কাছে ক্ষমা চাইলেন এবি পার্টির মঞ্জু

ছোট রাজনৈতিক দল হিসেবে নির্বাচনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়ায় ক্ষমা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

১৭ ঘণ্টা আগে

এমন একটা সংসদ চাই যেখানে প্রশংসার স্তুতিবাক্য থাকবে না: সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ বলেন, সামনে আর কোন গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আমরা এমন একটি জাতীয় সংসদ বিনির্মাণ করতে চাই,যে সংসদে আর শুধু নৃত্যগীত হবেনা, সেই সংসদে মানুষের কথা বলা হবে, সেখানে কোন রকম সন্ত্রাসীদের জায়গা হবে না। সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে এবং এদেশের গণতান্ত্রিক অধিকারের কথা ব

১৭ ঘণ্টা আগে

আ.লীগ আমলে এমপি নির্বাচিত একরামুজ্জামানকে দলে ফেরাল বিএনপি

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করার তথ্য জানানো হয়।

১৯ ঘণ্টা আগে

এবারের নির্বাচন দেশকে ৫০ বছর এগিয়ে নেবে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ দল ‘না’ এর পক্ষে কথা তুলছে। তবে আমরা বলতে চাই গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আপনারা যদি আমাদের ভোট নাও দেন, তবুও আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।

১৯ ঘণ্টা আগে