
প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৭ নভেম্বর দিবসটি উপলক্ষে এসব কর্মসূচি পালন করা হবে।
রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিনে সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে গৃহবন্দী জিয়াউর রহমান মুক্ত হন। সিপাহি-জনতা জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে আসেন—এই দিনটি আমাদের কাছে, জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিবসটির ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে।”
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:
১. ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।
২. সকাল ১০টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মহান স্বাধীনতার ঘোষক, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম–এর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
৩. ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে একই দিন বিকেল ৩টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে। জেলা ও উপজেলা পর্যায়েও র্যালি করা হবে।
৪. দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। এর মধ্যে ক) শ্রমিক দল-৫ নভেম্বর-আলোচনা সভা; খ) ছাত্রদল-৮ নভেম্বর-আলোচনা সভা (৭ ও ৮ নভেম্বর টিএসসি-তে আলোকচিত্র প্রদর্শনী); গ) ওলামা দল-৯ নভেম্বর-এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ঘ) তাঁতী দল-১০ নভেম্বর-আলোচনা সভা; ৫) কৃষকদল-১১ নভেম্বর-আলোচনা সভা ও চ) জাসাস-১৩ নভেম্বর-শহিদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
৫. ১২ নভেম্বর (বুধবার): চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির উদ্যোগে আলোচনা সভা।
৬. ৬ থেকে ১৩ নভেম্বর: দিবস উপলক্ষে ভিডিও, স্থিরচিত্র ও প্রামাণ্যচিত্র ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।
৭. দিবসটি ঘিরে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি।
যৌথ সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৭ নভেম্বর দিবসটি উপলক্ষে এসব কর্মসূচি পালন করা হবে।
রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিনে সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে গৃহবন্দী জিয়াউর রহমান মুক্ত হন। সিপাহি-জনতা জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে আসেন—এই দিনটি আমাদের কাছে, জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিবসটির ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে।”
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:
১. ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।
২. সকাল ১০টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মহান স্বাধীনতার ঘোষক, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম–এর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
৩. ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে একই দিন বিকেল ৩টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে। জেলা ও উপজেলা পর্যায়েও র্যালি করা হবে।
৪. দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। এর মধ্যে ক) শ্রমিক দল-৫ নভেম্বর-আলোচনা সভা; খ) ছাত্রদল-৮ নভেম্বর-আলোচনা সভা (৭ ও ৮ নভেম্বর টিএসসি-তে আলোকচিত্র প্রদর্শনী); গ) ওলামা দল-৯ নভেম্বর-এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ঘ) তাঁতী দল-১০ নভেম্বর-আলোচনা সভা; ৫) কৃষকদল-১১ নভেম্বর-আলোচনা সভা ও চ) জাসাস-১৩ নভেম্বর-শহিদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
৫. ১২ নভেম্বর (বুধবার): চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির উদ্যোগে আলোচনা সভা।
৬. ৬ থেকে ১৩ নভেম্বর: দিবস উপলক্ষে ভিডিও, স্থিরচিত্র ও প্রামাণ্যচিত্র ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।
৭. দিবসটি ঘিরে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি।
যৌথ সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাধারণত সূর্যাস্ত পর্যন্ত স্মৃতিসৌধ শ্রদ্ধা জানানোর জন্য খোলা থাকে। তারেক রহমান সময়ের সঙ্গে পেরে ওঠেননি। সে কারণে সূর্যাস্তের আগে আগে বিকেল ৫টা ৬ মিনিটে তার পক্ষে সিনিয়র নেতাদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেছে।
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ প্রায় দেড় যুগ পর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের শীর্ষ নেতাদের নিয়ে বাবার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি। পরে কিছু সময় বাবার কবরের সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন।
১৩ ঘণ্টা আগে
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল থেকেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট মহাসড়ক), বিমানবন্দর সড়ক ও সংলগ্ন এলাকা জুড়ে জমে থাকা সব ধরনের বর্জ্য পরিষ্কার করা হচ্ছে।
১৪ ঘণ্টা আগে
প্রায় দেড় যুগ পর দেশে ফিরে বাবার কবর জিয়ারতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে শেরে বাংলা নগর এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে ওই এলাকায় নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন।
১৫ ঘণ্টা আগে