
ডেস্ক, রাজনীতি ডটকম

দীর্ঘ প্রায় দেড় যুগ পর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের শীর্ষ নেতাদের নিয়ে বাবার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি। পরে কিছু সময় বাবার কবরের সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার কিছু আগে ঢাকার শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছান তারেক রহমান। আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।
এর আগে বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের পথে রওয়ানা হন তারেক রহমান। গতকাল তার দেশে ফেরার দিন যেমন যাত্রাপথের পুরোটা নেতাকর্মীদের উপস্থিতিতে লোকারণ্যে পরিণত হয়, একই চিত্র ছিল আজও। ফলে গুলশান থেকে রওয়ানা দিয়ে আগারগাঁওয়ে বাবার কবর পর্যন্ত পৌঁছাতে তার সময় লাগে প্রায় দুই ঘণ্টা।
তারেক রহমান বিকেলে জিয়া উদ্যানে পৌঁছালেও সকাল থেকেই ওই এলাকায় বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার নিয়ে সেখানে হাজির হন তারা। জুমার নামাজের পর গোটা এলাকা রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়। রাস্তার দুপাশ তো বটেই, গোটা রাস্তা দখল করে রেখে তারা স্লোগান দিতে থাকেন।
জিয়াউর রহমানের কবর জিয়ারতের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু; সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও আব্দুস সালাম, খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতারা মোনাজাতে অংশ নেন।
বাবার কবর জিয়ারতের পর তারেক রহমান রওয়ানা হয়েছেন সাভারে জাতীয় স্মৃতিসৌধের পথে। সেখানে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। ১৭ বছর লন্ডনে থাকার পর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরেছেন তিনি।
দেশে ফিরেই বিমানবন্দর থেকে বিশেষ বাসে করে সরাসরি পূর্বাচল ৩০০ ফিট সড়কে বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যান মা খালেদা জিয়াকে দেখতে। রাতে ফেরেন গুলশানের বাসায়।

দীর্ঘ প্রায় দেড় যুগ পর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের শীর্ষ নেতাদের নিয়ে বাবার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি। পরে কিছু সময় বাবার কবরের সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার কিছু আগে ঢাকার শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছান তারেক রহমান। আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।
এর আগে বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের পথে রওয়ানা হন তারেক রহমান। গতকাল তার দেশে ফেরার দিন যেমন যাত্রাপথের পুরোটা নেতাকর্মীদের উপস্থিতিতে লোকারণ্যে পরিণত হয়, একই চিত্র ছিল আজও। ফলে গুলশান থেকে রওয়ানা দিয়ে আগারগাঁওয়ে বাবার কবর পর্যন্ত পৌঁছাতে তার সময় লাগে প্রায় দুই ঘণ্টা।
তারেক রহমান বিকেলে জিয়া উদ্যানে পৌঁছালেও সকাল থেকেই ওই এলাকায় বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার নিয়ে সেখানে হাজির হন তারা। জুমার নামাজের পর গোটা এলাকা রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়। রাস্তার দুপাশ তো বটেই, গোটা রাস্তা দখল করে রেখে তারা স্লোগান দিতে থাকেন।
জিয়াউর রহমানের কবর জিয়ারতের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু; সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও আব্দুস সালাম, খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতারা মোনাজাতে অংশ নেন।
বাবার কবর জিয়ারতের পর তারেক রহমান রওয়ানা হয়েছেন সাভারে জাতীয় স্মৃতিসৌধের পথে। সেখানে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। ১৭ বছর লন্ডনে থাকার পর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরেছেন তিনি।
দেশে ফিরেই বিমানবন্দর থেকে বিশেষ বাসে করে সরাসরি পূর্বাচল ৩০০ ফিট সড়কে বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যান মা খালেদা জিয়াকে দেখতে। রাতে ফেরেন গুলশানের বাসায়।

এদিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়েছে, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমানের সপরিবারে দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশের মসজিদে মসজিদে আজ জুমার নামাজ শেষে দোয়া হবে।
৮ ঘণ্টা আগে
এতে আরো বলা হয়েছে, অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীকে তারেক রহমান আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এ ছাড়া অভ্যর্থনা জানাতে আসা ঢাকা মহানগরীসহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতা ও কর্মীদের তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
১ দিন আগে
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
১ দিন আগে
তিনি বলেন, তারেক রহমান এবং তার পরিবার রাজনৈতিক ভিন্ন মতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তাকে দীর্ঘ সময় নির্বাসিত থাকতে হয়েছে। হাজারো শহীদের রক্ত দানের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের ফলে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে তিনি ও তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছেন।
১ দিন আগে