
প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতিসংঘের প্রতিবেদনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ফ্যাসিস্ট প্রমাণিত হওয়ায়’ ভারত সরকার তাকে অবিলম্বে বাংলাদেশের কাছে ফেরত দেবে বলে আশা করছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, এর মাধ্যমে শেখ হাসিনাকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাসহ অন্যান্য অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রকাশিত প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছিলেন, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। তারা যে প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনকে আমি ধন্যবাদ জানাতে চাই এ কারণে যে তারা সঠিকভাবে বলেছেন— একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড ঘটেছে।
মির্জা ফখরুল বলেন, যে গণহত্যা হয়েছে তার নির্দেশে হয়েছে। যত মানবাধিকার লঙ্ঘন বা যা কিছু হয়েছে, সব তার নির্দেশে এখানে হয়েছে। গণতন্ত্রকে ধবংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া— আজ সেটাই রিপোর্টে এসেছে যে তার নির্দেশেই হয়েছে।
‘এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট। তিনি এ দেশের মানুষের ওপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, হত্যা করেছেন। আমাদের প্রত্যাশা, ভারত সরকার তাকে (শেখ হাসিনা) বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে। তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে... তাকে এবং তার সহযোগী যারা ছিল তাদের সবাইকে... এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা,’— বলেন বিএনপি মহাসচিব।
তিনি আরও বলেন, এই প্রতিবেদন প্রকাশ হওয়ায় আমরা স্বস্তি প্রকাশ করছি। যেসব ঘটনা ঘটেছে, সেগুলো আজ উদ্ঘাটন হয়েছে। প্রবলেমটা হচ্ছে, জাতিসংঘ যখন বলে তখন আমরা সেগুলো সবাই বিশ্বাস করি। যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন অনেকেই বিশ্বাস করতে চায় না।
আয়নাঘর বা আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে তোলা গোপন বন্দিশালা ও টর্চার সেল নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুম হওয়া, হত্যা করা এগুলো শুধু পার্টিকুলার কোনো দল নয়, এখানে (আয়নাঘরে) বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে নির্মমভাবে।
তিনি আরও বলেন, এই কথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি। যখন আয়নাঘরের রিপোর্টটা বেরোয় আল-জাজিরাতে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তখন কিন্তু এটা সরকার পুরোপুরি ডিনাই করেছে। তারা বলেছে যে এ ধরনের কিছু নেই। কিন্তু প্রথম থেকেই এই কাজগুলো হচ্ছিল।

জাতিসংঘের প্রতিবেদনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ফ্যাসিস্ট প্রমাণিত হওয়ায়’ ভারত সরকার তাকে অবিলম্বে বাংলাদেশের কাছে ফেরত দেবে বলে আশা করছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, এর মাধ্যমে শেখ হাসিনাকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাসহ অন্যান্য অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রকাশিত প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছিলেন, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। তারা যে প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনকে আমি ধন্যবাদ জানাতে চাই এ কারণে যে তারা সঠিকভাবে বলেছেন— একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড ঘটেছে।
মির্জা ফখরুল বলেন, যে গণহত্যা হয়েছে তার নির্দেশে হয়েছে। যত মানবাধিকার লঙ্ঘন বা যা কিছু হয়েছে, সব তার নির্দেশে এখানে হয়েছে। গণতন্ত্রকে ধবংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া— আজ সেটাই রিপোর্টে এসেছে যে তার নির্দেশেই হয়েছে।
‘এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট। তিনি এ দেশের মানুষের ওপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, হত্যা করেছেন। আমাদের প্রত্যাশা, ভারত সরকার তাকে (শেখ হাসিনা) বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে। তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে... তাকে এবং তার সহযোগী যারা ছিল তাদের সবাইকে... এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা,’— বলেন বিএনপি মহাসচিব।
তিনি আরও বলেন, এই প্রতিবেদন প্রকাশ হওয়ায় আমরা স্বস্তি প্রকাশ করছি। যেসব ঘটনা ঘটেছে, সেগুলো আজ উদ্ঘাটন হয়েছে। প্রবলেমটা হচ্ছে, জাতিসংঘ যখন বলে তখন আমরা সেগুলো সবাই বিশ্বাস করি। যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন অনেকেই বিশ্বাস করতে চায় না।
আয়নাঘর বা আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে তোলা গোপন বন্দিশালা ও টর্চার সেল নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুম হওয়া, হত্যা করা এগুলো শুধু পার্টিকুলার কোনো দল নয়, এখানে (আয়নাঘরে) বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে নির্মমভাবে।
তিনি আরও বলেন, এই কথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি। যখন আয়নাঘরের রিপোর্টটা বেরোয় আল-জাজিরাতে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তখন কিন্তু এটা সরকার পুরোপুরি ডিনাই করেছে। তারা বলেছে যে এ ধরনের কিছু নেই। কিন্তু প্রথম থেকেই এই কাজগুলো হচ্ছিল।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) উদ্যোগে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
১৪ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারে আগামী ২৪ জানুয়ারি কুমিল্লায় আসছেন। তারেক রহমানের আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়াবে।
১৫ ঘণ্টা আগে