২৩৭ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১৮: ৫৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দল মনোনীত সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছে বিএনপি। এরই মধ্যে জানানো হয়েছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনে প্রার্থী হবেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সব মিলিয়ে এখন পর্যন্ত ২৩৭টি আসনের জন্য দলীয় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাকি ৬৩টি আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর আগে দুপুর থেকে একই কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।

মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে, যেসব আসনে তারা নির্বাচন করতে আগ্রহী সেসব আসনে আমরা কোনো প্রার্থী দিইনি। আমরা আশা করছি তারা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

২৫ বছর পর প্রার্থী হচ্ছেন সালাহউদ্দিন

২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আর সালাহউদ্দিন আহমদ প্রার্থী হননি। সেবার প্রার্থী হন তার স্ত্রী হাসিনা আহমদ। তিনিও আওয়ামী লীগের সালাহ উদ্দিন আহমেদ সিআইপিকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

৪ ঘণ্টা আগে

প্রার্থী তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির ৪ সদস্য

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান

৪ ঘণ্টা আগে

টুঙ্গীপাড়া-কোটলীপাড়ায় শেখ হাসিনার আসনে লড়বেন জিলানী

ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসনামলে নিজ এলাকায় যেতে পারেননি এসএম জিলানী। এবার তিনি নির্বাচনে লড়বেন এই আসনে।

৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুল লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে

ঠাকুরগাঁও-১ আসনটি ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসন থেকে ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ওই বছরের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর প্রার্থী হননি।

৫ ঘণ্টা আগে