
প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও একই দিন জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি।
গণভোটকে স্বাগত জানালেও সব দলের ঐকমত্যের ভিত্তিতে প্রণীত যে জুলাই সনদে গত ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলো সই করেছে, তার ওপর গণভোট আয়োজনের আহ্বানর জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানানো হয়। ব্রিফিংয়ে স্থায়ী কমিটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে এ দিন দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করা হবে। সে দিন জুলাই সনদের চারটি বিষয় উল্লেখ করে গণভোটের একটি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে হবে ভোটারদের।
প্রধান উপদেষ্টা জানান, গণভোটে ইতিবাচক ফল মিললে জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যারা ১৮০ দিনের মধ্যে জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী সংবিধান সংস্কার করবে। এরপর পরিষদ বিলুপ্ত হবে। এরপর ৩০ দিনের মধ্যে ১০০ সদস্যের সদে উচ্চকক্ষ গঠন করা হবে সংসদে, যেখানে সদস্য নির্বাচন করা হবে সংসদের নিম্নকক্ষে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত তথা সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে।
বিএনপির স্থায়ী কমিটি লিখিত বক্তব্যে বলছে, আজ (বৃহস্পতিবার) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা তাকে ধন্যবাদ জানায়।
স্থায়ী কমিটির ওই সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় গত ১৭ অক্টোবর ঐক্যমতের ভিত্তিতে সই হওয়া জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট আয়োজনের এবং যত দ্রুতসম্ভব জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় স্থায়ী কমিটি।
বিএনপি আগে থেকেই জুলাই সনদের গণভোট জাতীয় নির্বাচনের দিন আয়োজনের পক্ষে অবস্থান জানিয়ে আসছিল। তবে তারা সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সদস্য নির্বাচনের বিরুদ্ধে। এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে, তা নিয়েও আপত্তি রয়েছে দলটির।
এর আগে এসব বিধান রেখে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারের কাছে জমা দেয় গত ২৮ অক্টোবর। সে সুপারিশের মাধ্যমে ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে বলেও উল্লেখ করেন বিএনপি নেতারা। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, জুলাই সনদের যে ভাষ্যে সব দল সই করেছে তার পরিবর্তে চাপিয়ে দেওয়া কোনো ভাষ্য বাস্তবায়ন করতে বলা হলে তা বিএনপি মেনে নেবে না।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভাষণ ও জারি করা জুলাই সনদ বাস্তবায়নের আদেশে সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি ও সংবিধান সংস্কার পরিষদের উল্লেখ থাকায় বিএনপির অবস্থান কী হবে— এ নিয়ে সাংবাদিকরা জানতে চাইলেও লিখিত বক্তব্য পাঠ করার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি। ‘সবাইকে ধন্যবাদ’ বলে বিদায় নেন তিনি।

আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও একই দিন জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি।
গণভোটকে স্বাগত জানালেও সব দলের ঐকমত্যের ভিত্তিতে প্রণীত যে জুলাই সনদে গত ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলো সই করেছে, তার ওপর গণভোট আয়োজনের আহ্বানর জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানানো হয়। ব্রিফিংয়ে স্থায়ী কমিটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে এ দিন দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করা হবে। সে দিন জুলাই সনদের চারটি বিষয় উল্লেখ করে গণভোটের একটি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে হবে ভোটারদের।
প্রধান উপদেষ্টা জানান, গণভোটে ইতিবাচক ফল মিললে জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যারা ১৮০ দিনের মধ্যে জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী সংবিধান সংস্কার করবে। এরপর পরিষদ বিলুপ্ত হবে। এরপর ৩০ দিনের মধ্যে ১০০ সদস্যের সদে উচ্চকক্ষ গঠন করা হবে সংসদে, যেখানে সদস্য নির্বাচন করা হবে সংসদের নিম্নকক্ষে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত তথা সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে।
বিএনপির স্থায়ী কমিটি লিখিত বক্তব্যে বলছে, আজ (বৃহস্পতিবার) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা তাকে ধন্যবাদ জানায়।
স্থায়ী কমিটির ওই সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় গত ১৭ অক্টোবর ঐক্যমতের ভিত্তিতে সই হওয়া জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট আয়োজনের এবং যত দ্রুতসম্ভব জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় স্থায়ী কমিটি।
বিএনপি আগে থেকেই জুলাই সনদের গণভোট জাতীয় নির্বাচনের দিন আয়োজনের পক্ষে অবস্থান জানিয়ে আসছিল। তবে তারা সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সদস্য নির্বাচনের বিরুদ্ধে। এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে, তা নিয়েও আপত্তি রয়েছে দলটির।
এর আগে এসব বিধান রেখে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারের কাছে জমা দেয় গত ২৮ অক্টোবর। সে সুপারিশের মাধ্যমে ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে বলেও উল্লেখ করেন বিএনপি নেতারা। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, জুলাই সনদের যে ভাষ্যে সব দল সই করেছে তার পরিবর্তে চাপিয়ে দেওয়া কোনো ভাষ্য বাস্তবায়ন করতে বলা হলে তা বিএনপি মেনে নেবে না।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভাষণ ও জারি করা জুলাই সনদ বাস্তবায়নের আদেশে সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি ও সংবিধান সংস্কার পরিষদের উল্লেখ থাকায় বিএনপির অবস্থান কী হবে— এ নিয়ে সাংবাদিকরা জানতে চাইলেও লিখিত বক্তব্য পাঠ করার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি। ‘সবাইকে ধন্যবাদ’ বলে বিদায় নেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘আজ অনেকে সংস্কারের কথা বলেন, পরিবর্তনের কথা বলেন। কিন্তু আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই- দেশে রাষ্ট্র মেরামতের সুনির্দিষ্ট কর্মসূচি প্রথম দিয়েছে বিএনপি।’
৭ ঘণ্টা আগে
গোলাম পরওয়ার বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের সংকটটা রয়েই গেল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান ও ঘোষিত আট দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে।
৭ ঘণ্টা আগে
শেখ হাসিনার ট্রাইব্যুনালের রায়ের তারিখ ঘোষণাকে আপনারা আসলে কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘এসবের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। দেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটতেই পারে। নির্বাচনের সময়সীমার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। প্রতিটি ঘটনা ভিন্নভাবে সরকার সমাধ
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার ভাষণের মধ্য দিয়ে নিজের সই করা জুলাই সনদ নিজেই লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
৯ ঘণ্টা আগে