দেশে ফিরে মির্জা ফখরুল— প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতি হতাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জুন ২০২৫, ১১: ৩৮
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

নির্বাচনের সময় ঘোষণা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যে কেবল বিএনপি নয়, গোটা জাতিই হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচনের কথা ঘোষণা করেছেন। নিঃসন্দেহে এতে শুধু আমরা নই, গোটা জাতি হতাশ হয়েছে। এ বিষয়ে আমাদের দলের আনুষ্ঠানিক বক্তব্য ও সিদ্ধান্ত পরে জানানো হবে।

শুক্রবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ব্যাংককে চোখের চিকিৎসা শেষে দেশে ফিরলেন তিনি।

বিএনপি বরাবরই এ বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে অন্তর্বর্তী সরকারের কাছে। এ সরকারের প্রধান অধ্যাপক ইউনূসও বারবারই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে আসছিলেন।

পাশাপাশি বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করছিল। এসব ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কে দূরত্ব তৈরি হয়। পরে দফায় দফায় বৈঠক হলেও বিএনপি ডিসেম্বরের মধ্যে এবং সরকার ডিসেম্বরের থেকে জুনের মধ্যে ভোটের বিষয়ে অনড় থাকে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেন, ‘আমরা সবসময় বলে এসেছি, আমরা দ্রুত নির্বাচন চাই। আমরা এটাই আশা করেছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’

এ সময় মির্জা ফখরুল দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান। তার আশু আরোগ্য কামনায় দোয়া করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে রাতে ১টা ২৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব। তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এবার এনসিপির মিডিয়া সেল প্রধানের পদত্যাগ

দলের সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে নীতিগত দ্বিমত পোষণ করে তিনি লেখেন, ‘সম্প্রতি আসন্ন জাতীয় নির্বাচনের সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটে অন্তর্ভুক্ত হওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সঙ্গে আমি নীতিগতভাবে একমত নই।’

২১ ঘণ্টা আগে

এনসিপি থেকে পদত্যাগ করলেন আরেক নেতা

তিনি ফেসবুকের এক পোস্টে লেখেন, আমি খান মুহাম্মদ মুরসালীন এতদিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। এছাড়াও পার্টির মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছি।

১ দিন আগে

জামায়াত আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক, খবরের শিরোনাম নিয়ে সারজিসের ক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠকের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের শিরোনাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

১ দিন আগে

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করেননি খালেদা জিয়া: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে বেগম খালেদা জিয়া কোনো আপস করেননি।

১ দিন আগে