বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে: সালাহউদ্দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে

জুলাই জাতীয় সনদ যেভাবে সেই হয়েছে, বিএনপি সেভাবে সনদটি পালন করবে বলে জানিয়েছেন দলটির স্থয়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ সইয়ের মাধ্যমে আইনি ভিত্তি হয়েছে। যেভাবে জুলাই সনদ সই হয়েছে সেভাবে এই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালনের জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

একই দিনে নির্বাচন ও গণভোটকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে। গণভোট দিয়ে সংবিধান সংশোধন হবে না, সে জন্যই সংসদ প্রয়োজন।

নাম উল্লেখ না করে জামায়াতের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটি দল আছে, যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতি করে। তারা জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে। তারা চায় নারীরা যেন বন্দি থাকে, তাই তারা নারীর কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলছে।

তিনি আরও বলেন, কিন্তু এতে যে নারীর কর্মসংস্থান কমে যাবে, কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের চাকরি দিতে চাইবে না অনেকে, সেটি তারা বলছে না। যারা এ বক্তব্য দিচ্ছেন তাদের উদ্দেশ্য খারাপ। তারা নারীদের উন্নয়ন, দেশের উন্নয়ন চায় না।

নারীদের অগ্রগতি বিএনপিঘোষিত সংস্কারের রূপরেখা ৩১ দফার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, নারীদের রাষ্ট্রীয়-সামাজিক-পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যেন নারীরা এগিয়ে যেতে পারে। ৩১ দফার মাধ্যমে নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, যার মাধ্যমে এগিয়ে যাবে নারী ও দেশ।

বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশে ধর্ম ও জাতির বিভাজন থাকবে না। সবাই সমান অধিকার ভোগ করবে। সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। এটাই হবে বাংলাদেশ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কুমিল্লা-৪ এনসিপির— মনোনয়ন ফরম নিয়ে বললেন হাসনাত

এ সময় কুমিল্লা-৪ এনসিপি নিশ্চিত করেছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে কুমিল্লা-৪ আসন নিশ্চিত করেছে এনসিপি। এখন শুধু নির্বাচনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা বাকি রইল।

১৭ ঘণ্টা আগে

জাতীয় নির্বাচনের দিন গণভোট যুগান্তকারী পদক্ষেপ: ১২ দল

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানিয়েছেন ১২ দলীয় জোটের নেতারা। তারা মনে করছেন, এই ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচন নিয়ে সব ধরনের সংশয় কেটে গেছে। জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদের গণভোট আয়োজনের সিদ্ধান্তকেও তারা ‘যুগান্তকারী পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।

১৮ ঘণ্টা আগে

সংসদ নির্বাচনকে স্বাগত, গোঁজামিলের গণভোট অগ্রহণযোগ্য: বাংলাদেশ জাসদ

দলটি জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালেও জুলাই সনদের জন্য যে গণভোটের প্রস্তাব করা হয়েছে তাকে ‘গোঁজামিলে পূর্ণ’ বলে অভিহিত করেছে। জাতীয় ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তার বাইরে যেকোনো প্রস্তাবই অনৈক্যের কারণ হতে পারে আশঙ্কা দলটির।

১৯ ঘণ্টা আগে

প্রধান উপদেষ্টার ভাষণে অংশগ্রহণমূলক নির্বাচনের রূপরেখা নেই: জাপা নেতা আনিসুল

বৈঠকে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টি সব সময়ই নির্বাচনমুখী দল। আমরা বিশ্বাস করি, নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে রাষ্ট্রক্ষমতা অর্জনের সুযোগ নেই। তাই আমাদের সব সময় নির্বাচনের প্রস্তুতি রয়েছে। তবে সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। কোনো কারণে নির্বাচন যদি অ

২১ ঘণ্টা আগে