
প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান ‘কঠিন সময়ে’ সারা দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর বিদেশ থেকে দেশে ফিরে তারেক রহমান জাতির সামনে যে বার্তা দিয়েছেন, তাতে মানুষ নতুন করে আশাবাদী হয়েছে। তিনি বলেন, “মানুষ বিশ্বাস করছে, এবার সত্যিকার অর্থেই দেশে একটি উদারপন্থি ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে।”
বক্তব্যের শুরুতে বিএনপি মহাসচিব দলের চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ২০২৪ সালে যেসব তরুণ, শিক্ষার্থী ও শিশুরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে, জাতি তাদের ঋণী।
সকাল ১১টায় হোটেল শেরাটনের বলরুমে অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান উপস্থিত সম্পাদক ও সাংবাদিকদের আসনে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান ‘কঠিন সময়ে’ সারা দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর বিদেশ থেকে দেশে ফিরে তারেক রহমান জাতির সামনে যে বার্তা দিয়েছেন, তাতে মানুষ নতুন করে আশাবাদী হয়েছে। তিনি বলেন, “মানুষ বিশ্বাস করছে, এবার সত্যিকার অর্থেই দেশে একটি উদারপন্থি ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে।”
বক্তব্যের শুরুতে বিএনপি মহাসচিব দলের চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ২০২৪ সালে যেসব তরুণ, শিক্ষার্থী ও শিশুরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে, জাতি তাদের ঋণী।
সকাল ১১টায় হোটেল শেরাটনের বলরুমে অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান উপস্থিত সম্পাদক ও সাংবাদিকদের আসনে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
১১ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, তাকে যেন ‘মাননীয়’ শব্দ বলে সম্মোধন না করা হয়। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা উল্লেখ করেন।
১২ ঘণ্টা আগে
শুনানি শেষে রাশেদ প্রধান বলেন, বিএনপি প্রার্থীদের ঋণখেলাপি, বিদেশি নাগরিকত্বসহ বড় ঘটনায় প্রার্থিতা টিকে যাচ্ছে। কিন্তু জামায়াত, জাগপাসহ ১১ দলের প্রার্থীদের প্রার্থিতা টিকছে না। এসব ঘটনায় লেভেল প্লেয়িং ফিল্ড থাকছে না। আমাদের শঙ্কা, নির্বাচনেও এ পরিবেশ থাকে কি না।
১৩ ঘণ্টা আগে
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি কর্মসংস্থান, জনশক্তি রপ্তানি এবং আইটি খাত নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।
১৩ ঘণ্টা আগে