নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে জনমনে শঙ্কা বাড়ছে: ফারুক

ডেস্ক, রাজনীতি ডটকম
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি- সংগৃহীত

'অনেকেই নাকি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে বলেছেন'- সম্প্রতি যুক্তরাষ্ট্রে আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে সমালোচনা করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, 'বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে একটি শঙ্কার সৃষ্টি হয়েছে। তিনি আসলে কী বার্তা দিতে চাচ্ছেন, সেটিই এখন প্রশ্ন। তিনি এই কথা বলে নির্বাচন নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছেন।'

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, 'যারা পাহাড়ে এই অশান্তি সৃষ্টি করছেন, যারা আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টির জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তারা মূলত জাতীয় নির্বাচন বানচালের প্রচেষ্টায় লিপ্ত। পাহাড়ি অঞ্চলে এই অশান্তি কারা সৃষ্টি করছে—তা খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, পাহাড়ে অশান্তি চলছে, 'দুর্গাপূজাকে ঘিরে অশান্তির পাঁয়তারা চলছে, এগুলোর পেছনে ষড়যন্ত্র স্পষ্ট। দেশে অশান্তি সৃষ্টির মূল শক্তি আওয়ামী লীগ এবং ভারত। তবে আমি মনে করি না, বাংলাদেশে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পেরেছে।'

প্রশ্ন রেখে ফারুক বলেন, 'পাঁচ বছর ক্ষমতায় থাকা বড় কথা নয়, আরও ২৫ বছর থাকাও বড় কথা নয়। শেখ হাসিনা তো ১৬ বছর ধরে ক্ষমতায় ছিলেন, দেশের মানুষ কীভাবে গ্রহণ করেছে, এটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ কী সুখে আছে? তারা কী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ক্ষমতার মধ্যে কিনতে পারছে? আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, ব্যাংকগুলোর অবস্থা—এসবই বিবেচনার বিষয়।'

শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে 'দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বৈরাচারী শাসনের" অভিযোগ এনে তিনি আরও বলেন, দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি।'

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সাবেক এই বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, 'এক বছর তিন মাস আপনি ক্ষমতায় আছেন। এই সময়ে আওয়ামী লীগ সরকার যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তা কতটুকু ফিরিয়ে আনতে পেরেছেন? ব্যাংকগুলোর করুন অবস্থা কেন? আপনি যদি বলেন, জনগণ আপনাকে পাঁচ বছর ক্ষমতায় রাখবে, তাহলে প্রশ্ন উঠবে— এই পাঁচ বছরও কি গত এক বছরের মতো চলবে? সামনের নির্বাচন আপনার (প্রধান উপদেষ্টার) জন্য কঠিন অগ্নিপরীক্ষা। আপনার আশেপাশে বহু ষড়যন্ত্রকারী আছে, তাদের ব্যাপারে সতর্ক থাকুন।'

আয়োজক ফোরামের সভাপতি লায়ন এবি এম ফারুকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন সেলিম প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আতঙ্ক ছড়িয়ে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনীতি এখন বিভ্রান্তির মধ্যে আছে। বর্তমান সময়টি জটিল সংকটে পড়ছে। একটি গোষ্ঠী, একটি দল দেশের রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাচ্ছে।

১২ ঘণ্টা আগে

গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচন করবে

সভায় আগামী নির্বাচনে সারা দেশে এককভাবে ট্রাক প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

১৩ ঘণ্টা আগে

মাসুদ তালুকদারের স্থগিতাদেশ প্রত্যাহার করলো বিএনপি

১৪ ঘণ্টা আগে

আজ আরও ১২টি দলের সঙ্গে বৈঠকে বসছে ইসি

১৫ ঘণ্টা আগে