মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন, থাকছে না শেখ মুজিবের নাম

ডেস্ক, রাজনীতি ডটকম

২০২৫ সালের জন্য ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ’-এর খসড়া প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, যার মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। এই খসড়ায় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা থেকে শেখ মুজিবুর রহমানের নাম বাদ দেওয়া হয়েছে, যা বর্তমানে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় অন্তর্ভুক্ত ছিল।

বর্তমানে, বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে যে সকল ব্যক্তি বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন’।

কিন্তু নতুন খসড়ায় বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন করে বলা হয়েছে, মুক্তিযুদ্ধে যাঁরা সরাসরি অংশগ্রহণ করেছেন এবং পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে লিপ্ত হয়েছেন, তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন। এতে ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত যেসব ব্যক্তি দেশের অভ্যন্তরে গ্রামে-গঞ্জে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন এবং বিভিন্ন বাহিনীর সাথে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন, তাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হবে।

এছাড়া, যেসব ব্যক্তি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেননি, তাদেরকে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে তালিকাভুক্ত করা হবে। এই ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ সংজ্ঞায় বলা হয়েছে, যারা মুক্তিযুদ্ধকে বেগবান করার জন্য, কূটনৈতিক সমর্থন, আন্তর্জাতিক জনমত গঠন এবং মনস্তাত্ত্বিক শক্তি অর্জনের জন্য ভূমিকা পালন করেছেন, তাদের ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে গণ্য করা হবে।

খসড়ায় উল্লেখ করা হয়েছে যে, যারা আগে বীর মুক্তিযোদ্ধা সনদ পেয়েছিলেন কিন্তু সরাসরি যুদ্ধে অংশ নেননি, তাদের সনদ বাতিল হয়ে যাবে এবং তারা ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে তালিকাভুক্ত হতে পারেন। তবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া এখনও চলমান।

যদি এই খসড়া চূড়ান্তভাবে অনুমোদিত হয়, তাহলে বেশ কয়েক হাজার মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়তে পারেন, যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেননি।

এ বিষয়ে জনসাধারণের মতামত নেওয়ার জন্য খসড়াটি ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনী ট্রেন লাইনে উঠে গেছে : মির্জা ফখরুল

তিনি বলেন, ‘অপশক্তি জনতার প্রতিরোধে এক বছর আগে পালিয়ে গেছে। মনে হচ্ছে এখন আমরা স্বাধীন। হাসিনার শাসনামলে আমরা বাড়িতে থাকতে পারিনি, ঘরে ঘুমাতে পারিনি। দেশে একটা বিভীষিকাময় পরিবেশ ছিল। হাসিনার পলায়নের মাধ্যমে মনে হচ্ছে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠি

২ দিন আগে

জাপার সমাবেশ ঘিরে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। এ সময় সমাবেশস্থলে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যায়। এছাড়াও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

২ দিন আগে

সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন কিম

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হোয়াসং-২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। তবে ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা নিয়ে এখনো কোনো পরীক্ষা করা হয়নি।

২ দিন আগে

পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে: খসরু

আমীর খসরু বলেন, যারা পিআর পদ্ধতির পক্ষে তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে আগামীর বাংলাদেশে কী হবে- তা ঠিক করতে মানুষ দায়িত্ব দেয় নাই। তাই সনদেরও ম্যান্ডেট লাগবে।

২ দিন আগে