নিষিদ্ধ হচ্ছে আ.লীগের ২ সহযোগী সংগঠন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠনকে সরকার নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তিনি কিছু বলেননি।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে উপদেষ্টা এক স্ট্যাটাসে এ তথ্য জানান। নিষিদ্ধ হতে যাওয়া সংগঠন দুটি হলো— যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চুড়ান্ত পর্যায়ে আছে।’

এর আগে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল সরকার। উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস অনুযায়ী সে তালিকায় যুক্ত হতে যাচ্ছে এর দুটি সহযোগী সংগঠন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো তথ্য না জানালেও এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আওয়ামী লীগের পতন ঘটানো জুলাই আন্দোলনের অন্যতম এই নেতা।

আসিফ মাহমুদ বলেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ ও রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার।’

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই জুলাই আন্দোলনের সংশ্লিষ্টরা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে। সঙ্গে জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবিও রয়েছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে কোনো দল বা সংগঠনকে বিচারের মুখোমুখি করার বিধান রাখা হয়নি।

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি শুরু থেকে জানিয়ে আসছে ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি)। বৃহস্পতিবারই দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়ে অভিযোগ করেছেন, বিচার কালক্ষেণের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে।

হাসনাত আরও অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতও তৎপর। ভারতীয় হাইকমিশন ও ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে কেবল এ মাসেই ২৩টি বৈঠক করেছে। হাসনাতের দেওয়া এ তথ্য অবশ্য রাজনীতি ডটকম স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

তিনি বলেন, ম্যাডামের চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো নিয়ে বোর্ডের পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

১৭ ঘণ্টা আগে

বাংলাদেশে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন আশা করে ভুটান: ফখরুল

বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ নভেম্বর) রাত ৮ টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান ও বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সাক্ষাতে

১৭ ঘণ্টা আগে

তুলির প্রার্থিতায় বিক্ষোভ, এস এ খালেকের ছেলে সাজুকে শোকজ

তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ায় কর্মী সমর্থকরা একাধিকবার বিক্ষোভ করেছে। এমন পরিস্থিতিতে সাজুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। তার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

১৮ ঘণ্টা আগে

ক্ষমতায় গেলে ইমাম-খতিবদের জন্য স্থায়ী ভাতা: তারেক রহমান

তিনি বলেন, বিএনপি সবসময় ইসলামবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার আছে। ইসলামের মৌলিক বিষয় নিয়ে বিএনপি কখনো আপোষ করেনি।

১৯ ঘণ্টা আগে