
প্রতিবেদক, রাজনীতি ডটকম

সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে, আজ শনিবার থেকেই গাজীপুরসহ সারা দেশে এই অভিযান শুরু হবে।
শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ‘সন্ত্রাসী’দের হাতে শিক্ষার্থীদের মারধরের শিকার হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েঝেছ সরকার।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, গতকাল (শুক্রবার) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভাতেই সিদ্ধান্ত হয়েছে, যৌথ বাহিনীর সমন্বয়ে আজ থেকেই সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হবে।
মন্ত্রণালয়ের জনসংযোগ শাখার পরিচালক ফয়সল হাসানের সই করা বার্তায় বলা হয়েছে, আজ থেকে অভিযান শুরু হলেও মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল রোববার (৯ ফেব্রুয়ারি) ব্রিফিং আয়োজন করেছে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঠেকাতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন। এদিকে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করা হয়, ওই বাড়িতে ডাকাত পড়েছে। পরে মাইকিং শুনে স্থানীয়রা উপস্থিত হয়ে সেখানে হামলা চালান।
ওই ঘটনায় ১৫ জনের মতো আহত হয়েছিলেন। তাদের প্রথমে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে গিয়ে বলেছেন, এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তাদের আইনের আওতায় আনতে কাজ করছে সরকার।

সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে, আজ শনিবার থেকেই গাজীপুরসহ সারা দেশে এই অভিযান শুরু হবে।
শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ‘সন্ত্রাসী’দের হাতে শিক্ষার্থীদের মারধরের শিকার হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েঝেছ সরকার।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, গতকাল (শুক্রবার) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভাতেই সিদ্ধান্ত হয়েছে, যৌথ বাহিনীর সমন্বয়ে আজ থেকেই সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হবে।
মন্ত্রণালয়ের জনসংযোগ শাখার পরিচালক ফয়সল হাসানের সই করা বার্তায় বলা হয়েছে, আজ থেকে অভিযান শুরু হলেও মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল রোববার (৯ ফেব্রুয়ারি) ব্রিফিং আয়োজন করেছে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঠেকাতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন। এদিকে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করা হয়, ওই বাড়িতে ডাকাত পড়েছে। পরে মাইকিং শুনে স্থানীয়রা উপস্থিত হয়ে সেখানে হামলা চালান।
ওই ঘটনায় ১৫ জনের মতো আহত হয়েছিলেন। তাদের প্রথমে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে গিয়ে বলেছেন, এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তাদের আইনের আওতায় আনতে কাজ করছে সরকার।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) উদ্যোগে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
৩ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
৪ ঘণ্টা আগে
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারে আগামী ২৪ জানুয়ারি কুমিল্লায় আসছেন। তারেক রহমানের আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়াবে।
৪ ঘণ্টা আগে