‘অনরার দুঃখ কষ্ট বুঝি লইবারলাই ও আইস্সে’

কক্সবাজার প্রতিনিধি
ইফতারের আগে রোহিঙ্গাদের উদ্দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বলেছেন, রোহিঙ্গাদের দুঃখ-কষ্ট বুঝতেই বাংলাদেশে ছুটে এসেছেন জাতিসংঘ মহাসচিব।

শুক্রবার (১৪ মার্চ) উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইফতারের আগে রোহিঙ্গাদের উদ্দেশে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন।

প্রধান উপদেষ্টার নিজ বাড়ি চট্টগ্রামে। আবার চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সঙ্গে রোহিঙ্গাদের মাতৃভাষারও কিছু মিল রয়েছে। এ কারণে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা রোহিঙ্গারা অনেকটাই বুঝতে পারেন।

প্রায় পাঁচ মিনিট ধরে প্রধান উপদেষ্টা আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘অনরার দুঃখ কষ্ট বুঝি লইবারলাই ও আইস্সে। ও বুঝি লই দুনিয়ার মাইনসরে জানাইব। অনরারে অনরার দেশত ফেরত পাঠাইবার লাই কি গরার দরকার ইন গরিব।’ (আপনাদের দুঃখ কষ্ট বোঝার জন্য মহাসচিব এসেছেন। তিনি বুঝে বিশ্ববাসীকে জানাবেন। আপনাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য যা করা দরকার, করবেন)

UNSG And CA Iftar With Rohingya 14-03-2025 (2)

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রায় এক লাখ রোহিঙ্গা ইফতারে অংশ নেন। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কেউ ওনাকে দাওয়াত দিয়ে আনতে পারেন না। উনি নিজ থেকে রোহিঙ্গা সমস্যা দেখতে এসেছেন। আশা করছি রোহিঙ্গা সমস্যার একটি সমাধান হবে।

সবসময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের সঙ্গে রয়েছেন জানিয়ে বলেন, ‘আমি আপনার সঙ্গে আছি। আপনার জন্য নিরাপদ স্বদেশ ফেরত পাঠানোর জন্য কাজ করে যাচ্ছি।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জাপার সমাবেশ ঘিরে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। এ সময় সমাবেশস্থলে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যায়। এছাড়াও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

১ দিন আগে

সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন কিম

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হোয়াসং-২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। তবে ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা নিয়ে এখনো কোনো পরীক্ষা করা হয়নি।

১ দিন আগে

পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে: খসরু

আমীর খসরু বলেন, যারা পিআর পদ্ধতির পক্ষে তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে আগামীর বাংলাদেশে কী হবে- তা ঠিক করতে মানুষ দায়িত্ব দেয় নাই। তাই সনদেরও ম্যান্ডেট লাগবে।

১ দিন আগে

কন্যাশিশুর স্বপ্নের পাশে রাষ্ট্রকে অংশীদার হতে হবে: তারেক রহমান

একজন কন্যাসন্তানের বাবা হিসেবে আমি জানি মেয়েদের ক্ষমতায়ন কোনো নীতি নয়, এটি ব্যক্তিগত দায়িত্ব ও অঙ্গীকার। বাংলাদেশের জন্য আমাদের স্বপ্ন হলো যেখানে প্রতিটি মেয়ের জন্য একই স্বাধীনতা, সুযোগ এবং নিরাপত্তা থাকবে, যা যেকোনো বাবা-মা তাদের সন্তানের জন্য কামনা করেন।

১ দিন আগে