‘অনরার দুঃখ কষ্ট বুঝি লইবারলাই ও আইস্সে’

সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার
ইফতারের আগে রোহিঙ্গাদের উদ্দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বলেছেন, রোহিঙ্গাদের দুঃখ-কষ্ট বুঝতেই বাংলাদেশে ছুটে এসেছেন জাতিসংঘ মহাসচিব।

শুক্রবার (১৪ মার্চ) উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইফতারের আগে রোহিঙ্গাদের উদ্দেশে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন।

প্রধান উপদেষ্টার নিজ বাড়ি চট্টগ্রামে। আবার চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সঙ্গে রোহিঙ্গাদের মাতৃভাষারও কিছু মিল রয়েছে। এ কারণে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা রোহিঙ্গারা অনেকটাই বুঝতে পারেন।

প্রায় পাঁচ মিনিট ধরে প্রধান উপদেষ্টা আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘অনরার দুঃখ কষ্ট বুঝি লইবারলাই ও আইস্সে। ও বুঝি লই দুনিয়ার মাইনসরে জানাইব। অনরারে অনরার দেশত ফেরত পাঠাইবার লাই কি গরার দরকার ইন গরিব।’ (আপনাদের দুঃখ কষ্ট বোঝার জন্য মহাসচিব এসেছেন। তিনি বুঝে বিশ্ববাসীকে জানাবেন। আপনাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য যা করা দরকার, করবেন)

UNSG And CA Iftar With Rohingya 14-03-2025 (2)

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রায় এক লাখ রোহিঙ্গা ইফতারে অংশ নেন। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কেউ ওনাকে দাওয়াত দিয়ে আনতে পারেন না। উনি নিজ থেকে রোহিঙ্গা সমস্যা দেখতে এসেছেন। আশা করছি রোহিঙ্গা সমস্যার একটি সমাধান হবে।

সবসময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের সঙ্গে রয়েছেন জানিয়ে বলেন, ‘আমি আপনার সঙ্গে আছি। আপনার জন্য নিরাপদ স্বদেশ ফেরত পাঠানোর জন্য কাজ করে যাচ্ছি।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এমন একটা সংসদ চাই যেখানে প্রশংসার স্তুতিবাক্য থাকবে না: সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ বলেন, সামনে আর কোন গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আমরা এমন একটি জাতীয় সংসদ বিনির্মাণ করতে চাই,যে সংসদে আর শুধু নৃত্যগীত হবেনা, সেই সংসদে মানুষের কথা বলা হবে, সেখানে কোন রকম সন্ত্রাসীদের জায়গা হবে না। সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে এবং এদেশের গণতান্ত্রিক অধিকারের কথা ব

১১ ঘণ্টা আগে

আ.লীগ আমলে এমপি নির্বাচিত একরামুজ্জামানকে দলে ফেরাল বিএনপি

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করার তথ্য জানানো হয়।

১২ ঘণ্টা আগে

এবারের নির্বাচন দেশকে ৫০ বছর এগিয়ে নেবে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ দল ‘না’ এর পক্ষে কথা তুলছে। তবে আমরা বলতে চাই গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আপনারা যদি আমাদের ভোট নাও দেন, তবুও আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।

১২ ঘণ্টা আগে

রাজনীতিবিদেরা জবাবদিহিতায় থাকলে দেশের গণতন্ত্র বেশি শক্তিশালী হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাজনীতিবিদেরা যত বেশি জবাবদিহির আওতায় থাকবেন, দেশের গণতন্ত্র তত বেশি শক্তিশালী হবে। সরকার ও রাজনৈতিক দলকে পার্লামেন্টারি কমিটি, সিভিল সোসাইটি এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।’

১৩ ঘণ্টা আগে