ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতা করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৯: ৩৫

কাশ্মিরে সন্ত্রাসী হামলার জের ধরে ভারত-পাকিস্তানের মধ্যে ছড়িয়ে পড়া উত্তেজনা যখন যুদ্ধের আশঙ্কাও দেখাচ্ছে, তখন দুই দেশের মধ্যে মধ্যস্থতার আগ্রহের কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, ভারত-পাকিস্তান দুই দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক বিদ্যমান। আমরা চাই, আলাপ-আলোচনার মাধ্যমে তারা চলমান সমস্যার সমাধান করুক। তারা দুই দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে।

রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। আমরা জানি, ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন সংঘাতময় সম্পর্ক চলছে। আমরা চাই না এখানে কোনো সংঘাত হোক, যা এই অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণ হয়।

দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, আমরা দেখেছি, দুয়েকটা দেশ থেকে এরই মধ্যে মধ্যস্থতার প্রস্তাব এসেছেও। এখন আলাপ-আলোচনা হোক, মধ্যস্থতা হোক, যেভাবেই হোক এই সংকটের সমাধান হোক।

ভারত-পাকিস্তানের চলমান এই উত্তেজনায় মধ্যস্থতার প্রস্তাব এসেছে ইরানের কাছ থেকে। দেশটি উভয়পক্ষের মধ্যে আলোচনার সূচনা করে উত্তেজনা প্রশমন ও শান্তি প্রতিষ্ঠার পক্ষে অবস্থানের কথা জানিয়েছেন।

বাংলাদেশও মধ্যস্থতাকারী হিসেবে এই সংকটের সমাধান করতে আগ্রহী কি না— জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাব পেলে ভেবে দেখব। তবে আগ বাড়িয়ে কিছু করতে আগ্রহী নই।

সম্প্রতি কাশ্মীরের পহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটক নিহত হন। এ ঘটনার জন্য পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলছে ভারত। দেশটি বলছে, পাকিস্তানের মদতেই সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।

তবে সব অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। তারা বলছে, ভারত উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের এ হামলায় জড়ানোর চেষ্টা করছে। এ অবস্থায় পাকিস্তান পহেলগাম হামলার স্বচ্ছ ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। বলেছে, এ ধরনের যেকোনো উদ্যোগে তারা পূর্ণ সহায়তা করবে।

এদিকে ভারত কেবল পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেই বসে থাকেনি, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিতসহ পাঁচটি ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা ছড়িয়েছে সিন্দু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিতের বিষয়টি। পরে ভারতের এক মন্ত্রীও বলেছেন, সিন্ধু দিয়ে এক ফোঁটা পানিও যেন পাকিস্তানে না যায় সে ব্যবস্থা তারা করবে।

পাকিস্তানও এই চুক্তি স্থগিতের ঘোষণাকে রীতিমতো যুদ্ধের আহ্বান হিসেবে অভিহিত করেছে। কারণ সিন্ধু নদীর পানিপ্রবাহ ভারত বন্ধ করতে পারলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কৃষিসহ অর্থনীতি ধসে পড়বে। দেশটির সরকার তো বটেই, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও ভারতকে হুঁশিয়ার করে দিয়েছেন। বলেছেন, সিন্ধুতে পানি না বইলে ভারতীয়দের রক্ত বইবে।

আরও পড়ুন-

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিগত নির্বাচনগুলোতে কথা বলতে পারিনি, শুধু কেঁদেছি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০০১ সালের নির্বাচনে জনসাধারণ বিশেষ করে মা-বোনেরা যেভাবে ডিম, মুরগি ও সবজি বিক্রি করে জমানো টাকা দিয়ে তাঁকে মালা উপহার দিয়েছিলেন, সেই ভালোবাসার ঋণ তিনি ভুলতে পারেননি। তিনি জানান, বিগত নির্বাচনগুলোতে তিনি কথা বলতে পারেননি, শুধু কেঁদেছেন। এবার একটি সুয

১১ ঘণ্টা আগে

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি: মাহদী আমিন

মাহদী আমিন বলেন, এই সংঘাত কি এড়ানো যেত কিনা, নির্ধারিত সময়ের আগে একটি দল কেন সব চেয়ার দখল করে রাখল? সেই দলের লোক কেন সেখানে লাঠিশোঠা জড়ো করল? সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে সেই দলের প্রার্থী কেন সংঘাতের পথ বেছে নিলেন, এসব বিষয় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।

১১ ঘণ্টা আগে

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে আশ্রয় নেওয়া দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র বাস্তব ও টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

১১ ঘণ্টা আগে

দুপুরে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

উদ্ভূত পরিস্থিতি এবং এসব ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

১৫ ঘণ্টা আগে