প্রতিবেদক, রাজনীতি ডটকম
আন্দোলনে বিজয়ী ছাত্র সমাজকে বীরোচিত অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সোমবার (৫ আগস্ট ২০২৪) এক অভিনন্দন বার্তায়, শহীদ ছাত্রনেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
একইসাথে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জিএম কাদের বলেন, কোটা সংস্কার করতে গিয়ে ছাত্ররা জাতিকে মুক্তি দিয়েছে। আন্দোলনের ছাত্ররাই আমাদের মুক্তির দূত। তাদের এই ত্যাগ জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণে রাখবে।
আন্দোলনে গ্রেফতার ও আটক রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তিও দাবি করেন তিনি।
দেশবাসীকে ধৈর্যের সাথে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আহবান আহবানও জানান জিএম কাদের।
আন্দোলনে বিজয়ী ছাত্র সমাজকে বীরোচিত অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সোমবার (৫ আগস্ট ২০২৪) এক অভিনন্দন বার্তায়, শহীদ ছাত্রনেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
একইসাথে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জিএম কাদের বলেন, কোটা সংস্কার করতে গিয়ে ছাত্ররা জাতিকে মুক্তি দিয়েছে। আন্দোলনের ছাত্ররাই আমাদের মুক্তির দূত। তাদের এই ত্যাগ জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণে রাখবে।
আন্দোলনে গ্রেফতার ও আটক রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তিও দাবি করেন তিনি।
দেশবাসীকে ধৈর্যের সাথে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আহবান আহবানও জানান জিএম কাদের।
তারেক রহমান বলেন, ‘গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয়; এটি মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করার নাম। শহীদ জেহাদের আত্মত্যাগ আমাদেরকে প্রেরণা দিতে হবে দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে এবং গণতন্ত্রকে দৃঢ় ভিত্তিতে পুনঃপ্রতিষ্ঠা করতে।’
১ দিন আগেকূটনীতিকরা কার বাসায় বৈঠক করবেন সেটা নিয়ে বিএনপি চিন্তা করে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কূটনীতিকরা কারো বাসায় বৈঠক করলে রাজনীতিতে কিছু যায়-আসে না। গুরুত্বপূর্ণ হলো আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা।
১ দিন আগেএর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে খালেদা জিয়া সর্বশেষ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন। এরপর কারাগারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে আওয়ামী লীগ সরকারের সময় শর্তসাপেক্ষে কারাগারের বাইরে নিজ বাড়িতে থাকার সুযোগ পেলেও হাসপাতাল ছাড়া বাইরে কোথাও যেতে পারেননি।
২ দিন আগে