'লন্ডনের বৈঠক পছন্দ হয়নি বলেই একটি দল নারাজ'

ডেস্ক, রাজনীতি ডটকম

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠক নিয়ে একটি দলের অসন্তুষ্টির কথা তুলে ধরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল জানান, যখন নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে মতানৈক্য তৈরি হচ্ছিল, তখন ড. ইউনূসের আমন্ত্রণে তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়। তিনি এটিকে একটি ‘ঐতিহাসিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, দুই নেতা শান্তিপূর্ণভাবে সমাধানের পথ বেছে নিয়েছেন, যা একটি রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত। বেশিরভাগ মানুষই এই বৈঠক ও সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দল শুধুমাত্র ওই বৈঠক পছন্দ হয়নি বলেই জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়নি।

তিনি বলেন, এখন তারা গুরুত্বপূর্ণ মনে হলেও নির্বাচন হলে তাদের গুরুত্ব কমে যাবে, আর এ কারণেই তারা নির্বাচন নিয়ে অনিচ্ছুক।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দলটির মহাসচিব বলেন, আওয়ামী লীগের মতো আচরণ, জোরপূর্বক অধিকার দখল, চাঁদাবাজি- এসব কর্মকাণ্ড চলবে না। যারা এমন কাজ করে, তারা আওয়ামী লীগের মতো হয়ে যাবে। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে- এ ধরনের কাজ করা যাবে না, জনগণের ভালোবাসা অর্জন করাই মূল লক্ষ্য।

দলীয় সদস্য সংগ্রহ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আওয়ামী লীগ নেব না, কিন্তু যারা ভালো মানুষ তাদের বাদও দেব না। আওয়ামী লীগের যারা প্রমাণিত খারাপ মানুষ, মাফিয়া, দখলদার, ডাকাত; তাদের দলে নেয়া যাবে না। তবে যারা রাজনীতি করেনি, খারাপ না, ভালো মানুষ; তাদের বাছাই করে দলে নিতে হবে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এবার এনসিপির মিডিয়া সেল প্রধানের পদত্যাগ

দলের সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে নীতিগত দ্বিমত পোষণ করে তিনি লেখেন, ‘সম্প্রতি আসন্ন জাতীয় নির্বাচনের সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটে অন্তর্ভুক্ত হওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সঙ্গে আমি নীতিগতভাবে একমত নই।’

১৮ ঘণ্টা আগে

এনসিপি থেকে পদত্যাগ করলেন আরেক নেতা

তিনি ফেসবুকের এক পোস্টে লেখেন, আমি খান মুহাম্মদ মুরসালীন এতদিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। এছাড়াও পার্টির মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছি।

১৯ ঘণ্টা আগে

জামায়াত আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক, খবরের শিরোনাম নিয়ে সারজিসের ক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠকের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের শিরোনাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

২১ ঘণ্টা আগে

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করেননি খালেদা জিয়া: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে বেগম খালেদা জিয়া কোনো আপস করেননি।

২১ ঘণ্টা আগে