নির্বাচনের কার্যক্রম স্থগিত চেষ্টার নিন্দা নাহিদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

হাইকোর্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটকে ‘আদালত ব্যবহার করার চেষ্টা’ হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায়সংগত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এনসিপির প্রতীক শাপলা কলির নিবন্ধন গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আমাদের নিজস্ব প্রতীকের ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানাই। তবে এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটি আমরা নিন্দা জানাচ্ছি। আইনগতভাবে আমরা নির্বাচন কমিশনকে লড়াই করতে বলেছি।’

তিনি বলেন, ‘নির্বাচনের সময়কালীন স্বচ্ছতা নিশ্চিত করতে কালো টাকার ব্যবহার বন্ধ করা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং প্রশাসনের প্রভাব থেকে নির্বাচন কমিশনকে স্বাধীন রাখা জরুরি।’

এনসিপি নেতা বলেন, ‘গণভোটের সঠিক প্রচারণা নিশ্চিত করতে প্রশ্নগুলো আগে থেকেই প্রচার করা উচিত। গণভোটের প্রক্রিয়া বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই নির্বাচন কমিশনকে সতর্ক হতে হবে এবং রাজনৈতিক প্রভাব মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।’

এছাড়াও, নির্বাচন কমিশনে এখনও অনেক দুর্নীতিবাজ অফিসার রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করে নাহিদ বলেন, ‘ডিসি ও এসপির বদলির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব রয়েছে। এটি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য হুমকি তৈরি করছে।’

নাহিদ ইসলাম রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির জন্য নির্বাচনের তফসিল ঘোষণার সময় এমন হওয়ার আহ্বান জানান যাতে রাজনৈতিক দলগুলো স্থিতিশীল অবস্থায় থাকে।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ‘ছোট ছোট দলকে ব্যবহার করে একটি মহল কোর্টের আশ্রয় নিয়ে নির্বাচনী সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করতে চাচ্ছে। আমরা এমন আচরণের তীব্র নিন্দা জানাই।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

তারেক রহমান দেশে প্রবেশের পর সর্বোচ্চ নিরাপত্তা পাবেন

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন উঠেছে। যদিও সম্প্রতি এক পোস্টে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত তার ‘একক নিয়ন্ত্রণাধীন নয়’ বলে দাবি করেছে

৫ ঘণ্টা আগে

'শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন'

নির্বাচন প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বলেন, ‘বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা নেই। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সামগ্রিক সক্ষমতা দরকার- ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা, ভোটবাক্স সুরক্ষা- সবকিছুতেই তারা ব্যর্থ। ফলে আগাম নির্বাচন নিয়েও গুরুতর সন্দেহ তৈরি হয়েছে।’

৫ ঘণ্টা আগে

ইসলামে বিশ্বাস করে না জামায়াত, দাবি মির্জা আব্বাসের

মির্জা আব্বাস বলেন, ‘জামায়াতের জন্য আওয়ামী লীগই ভালো ছিল। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। এসব করে দেশের মানুষকে বোকা বানানো যাবে না।’

৭ ঘণ্টা আগে

রাজপ্রাসাদে থেকে রাজনীতি করেননি বেগম জিয়া : মঈন খান

রাজপ্রাসাদে থেকে রাজনীতি করেননি বেগম জিয়া। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি জনগণের অধিকার আদায় করেছেন। আর তাই জাতিও তার জন্য উদগ্রীব উৎকণ্ঠায় আছে বলে জানিয়ে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

৮ ঘণ্টা আগে