কন্যার জন্মদিন পালন করলেন পরীমণি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৬: ১১

পরীমণি ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী। কখনো ব্যক্তিগত, কখনো পেশাগত— কোনো না কোনো বিষয় নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন। শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙার পর কাজে ফিরেছেন পরীমণি। সিঙ্গেল মাদার হিসেবে পুত্র পুণ্যকে (পদ্ম) বড় করছেন। কয়েক মাস আগে কন্যা সন্তান দত্তক নেন পরীমণি।

পরীমণি তার কন্যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। শুক্রবার (৫ জুলাই) প্রিয়মের বয়স দুই মাস পূর্ণ হলো। ঘরোয়াভাবে বেশ আয়োজন করে কেক কেটে কন্যার জন্মদিন পালন করেছেন পরীমণি। তার কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

একটি ছবিতে দেখা যায়, পরীমণির পরনে শাড়ি। টেবিলের সামনে ছোট্ট কন্যাকে কোলে নিয়ে বসে আছেন তিনি। আর পুত্র পূণ্য পরীমণিকে কেক খাইয়ে দিচ্ছেন। ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, ‘এটা এক প্রজাপতির সংসার। আজ আমার মেয়ের দুই মাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ। শুভ জন্মদিন আমার রাজকন্যা সাফিরা সুলতানা প্রিয়ম।’

ছবিগুলো পোস্ট করার ২ ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে লক্ষাধিক। মন্তব্য করেছেন ৭ হাজারের বেশি। ছবিগুলো দেখে পরীমণির ভক্ত-অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। প্রিয়া দত্ত লিখেছেন, ‘প্রজাপতিদের জন্য অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা।’ নাসির ইবনে ওহাব লিখেছেন, ‘মা-ছেলে, এখন আবার আসলো নতুন সদস্য, তোমাদের দেখলেই মনটা ভালো হয়ে যায়।’

পরীমণি ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব সিরিজের কাজ করছেন। এটি নির্মাণ করছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। এ ছাড়াও ওপার বাংলার একটি সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

মারা গেছেন ‘থ্রি ইডিয়েটস’ সিনেমার অধ্যাপক

অচ্যুত পোতদারের অভিনয়জীবন ছিল চার দশকেরও বেশি। তিনি ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি ছবিতে কাজ করেছেন। হিন্দি ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। বাস্তব জীবনেও তিনি ছিলেন নম্র, অমায়িক এবং বহুমুখী প্রতিভ

১ দিন আগে

থাইরয়েড সমস্যায় কোন কোন ফল খাওয়া উচিত

থাইরয়েড সমস্যায় ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসেরও বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে কিছু ফল আছে যেগুলো থাইরয়েড রোগীদের জন্য উপকারী হতে পারে। এসব ফলে থাকে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা থাইরয়েড গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। তবে অবশ্যই মনে রাখতে হবে, শুধুমাত্র ফল খেয়েই থাইরয়েড সারানো

১ দিন আগে

শরৎকালে কেন কাশফুল ফোটে

শরৎকালে দিন আর রাতের তাপমাত্রার ব্যবধান বাড়তে শুরু করে। দিনে থাকে হালকা রোদ, আর রাতে আসে শীতলতা। এই পরিবর্তিত আবহাওয়া কাশগাছের ভেতরে হরমোনের মতো কিছু রাসায়নিক প্রক্রিয়া চালু করে, যা ফুল ফোটার সংকেত দেয়। উদ্ভিদতত্ত্বের গবেষকরা বলেন, প্রতিটি গাছেরই একটা নির্দিষ্ট "ফোটার মৌসুম" থাকে। কাশফুলের জন্য সেই

১ দিন আগে

নিম্নচাপ কেন হয়, এর বৈজ্ঞানিক কারণ কী

আবহাওয়াবিদদের ভাষায় নিম্নচাপ হলো একটি এমন আবহাওয়াগত পরিস্থিতি যেখানে বাতাসের চাপ চারপাশের তুলনায় কম হয়ে যায়। সাধারণত পৃথিবীর যেকোনো স্থানে বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়।

১ দিন আগে