ডেস্ক, রাজনীতি ডটকম
যুক্তরাষ্ট্রে মারিস্সা তেইজো নামের ৭১ বছর বয়সী এক নারী সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। গত সপ্তাহে ‘মিস টেক্সাস ইউএসএ’ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেন এই নারী ।
প্রতিযোগিতাটির পরিচালক সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, এল পাসোর বাসিন্দা মারিস্সা তেইজো তাদের প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রতিযোগী হিসেবে রেকর্ড গড়েছেন।
মারিস্সা যখন দর্শকদের সামনে উপস্থিত হন করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান তারা।
মারিস্সা তেইজো বিবাহিত ছিলেন, তার সন্তান আছে এবং পূর্বে তার বিবাহ বিচ্ছেদও হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তিনি প্রতিযোগিতাটি অংশ নিতে পেরেছেন। কারণ গত বছরই এটির আয়োজকরা নিয়মে পরিবর্তন আনেন। আগে বিবাহিত অথবা ডিভোর্সী নারীরা প্রতিযোগিতাটিতে অংশ নিতে পারতেন না।
মারিস্সা ১৯৫২ সালে জন্ম নেন। তিনি উত্তরপশ্চিম টেক্সাসের ছোট শহর লাজবুদ্দির একটি খামারে বড় হন। তার বাবা মা মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এরপর যুক্তরাষ্ট্রেই তিনিসহ চার ভাইবোনের জন্ম হয়। তিনি এবং তার ভাইবোন নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলেন। অপরদিকে বাবা-মায়ের সঙ্গে স্প্যানিশ ভাষা ব্যবহার করতেন।
খামারে বড় হওয়ায় ছোটকাল থেকেই কঠিন পরিশ্রম করতেন এই নারী। তিনি জানিয়েছেন, তার বাবা খুব ভোরে তাদের ঘুম থেকে উঠিয়ে দিতেন এবং সারাদিন তারা কাজ করতেন।
বৃদ্ধ বয়সেও তিনি নিয়মিত দৌড়ান, ব্যায়াম করেন। এমনকি ৪০ বছর বয়স থেকে তিনি বডিবিল্ডিং প্রতিযোগিতাতেও অংশ নেওয়া শুরু করেন।
যুক্তরাষ্ট্রে মারিস্সা তেইজো নামের ৭১ বছর বয়সী এক নারী সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। গত সপ্তাহে ‘মিস টেক্সাস ইউএসএ’ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেন এই নারী ।
প্রতিযোগিতাটির পরিচালক সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, এল পাসোর বাসিন্দা মারিস্সা তেইজো তাদের প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রতিযোগী হিসেবে রেকর্ড গড়েছেন।
মারিস্সা যখন দর্শকদের সামনে উপস্থিত হন করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান তারা।
মারিস্সা তেইজো বিবাহিত ছিলেন, তার সন্তান আছে এবং পূর্বে তার বিবাহ বিচ্ছেদও হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তিনি প্রতিযোগিতাটি অংশ নিতে পেরেছেন। কারণ গত বছরই এটির আয়োজকরা নিয়মে পরিবর্তন আনেন। আগে বিবাহিত অথবা ডিভোর্সী নারীরা প্রতিযোগিতাটিতে অংশ নিতে পারতেন না।
মারিস্সা ১৯৫২ সালে জন্ম নেন। তিনি উত্তরপশ্চিম টেক্সাসের ছোট শহর লাজবুদ্দির একটি খামারে বড় হন। তার বাবা মা মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এরপর যুক্তরাষ্ট্রেই তিনিসহ চার ভাইবোনের জন্ম হয়। তিনি এবং তার ভাইবোন নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলেন। অপরদিকে বাবা-মায়ের সঙ্গে স্প্যানিশ ভাষা ব্যবহার করতেন।
খামারে বড় হওয়ায় ছোটকাল থেকেই কঠিন পরিশ্রম করতেন এই নারী। তিনি জানিয়েছেন, তার বাবা খুব ভোরে তাদের ঘুম থেকে উঠিয়ে দিতেন এবং সারাদিন তারা কাজ করতেন।
বৃদ্ধ বয়সেও তিনি নিয়মিত দৌড়ান, ব্যায়াম করেন। এমনকি ৪০ বছর বয়স থেকে তিনি বডিবিল্ডিং প্রতিযোগিতাতেও অংশ নেওয়া শুরু করেন।
অচ্যুত পোতদারের অভিনয়জীবন ছিল চার দশকেরও বেশি। তিনি ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি ছবিতে কাজ করেছেন। হিন্দি ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। বাস্তব জীবনেও তিনি ছিলেন নম্র, অমায়িক এবং বহুমুখী প্রতিভ
১ দিন আগেথাইরয়েড সমস্যায় ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসেরও বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে কিছু ফল আছে যেগুলো থাইরয়েড রোগীদের জন্য উপকারী হতে পারে। এসব ফলে থাকে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা থাইরয়েড গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। তবে অবশ্যই মনে রাখতে হবে, শুধুমাত্র ফল খেয়েই থাইরয়েড সারানো
১ দিন আগেশরৎকালে দিন আর রাতের তাপমাত্রার ব্যবধান বাড়তে শুরু করে। দিনে থাকে হালকা রোদ, আর রাতে আসে শীতলতা। এই পরিবর্তিত আবহাওয়া কাশগাছের ভেতরে হরমোনের মতো কিছু রাসায়নিক প্রক্রিয়া চালু করে, যা ফুল ফোটার সংকেত দেয়। উদ্ভিদতত্ত্বের গবেষকরা বলেন, প্রতিটি গাছেরই একটা নির্দিষ্ট "ফোটার মৌসুম" থাকে। কাশফুলের জন্য সেই
১ দিন আগেআবহাওয়াবিদদের ভাষায় নিম্নচাপ হলো একটি এমন আবহাওয়াগত পরিস্থিতি যেখানে বাতাসের চাপ চারপাশের তুলনায় কম হয়ে যায়। সাধারণত পৃথিবীর যেকোনো স্থানে বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়।
১ দিন আগে