কলকাতায় মুক্তি পেল 'তুফান'

ডেস্ক, রাজনীতি ডটকম

শাকিব-মিমি অভিনীত' তুফান' সিনেমা কলকাতায় আজ শুক্রবার (৫ জুলাই) মুক্তি পেয়েছে। তার আগে চিরাচরিত প্রথা মেনে শহরের সাউথ সিটি মলের আইনক্স সিনেমা হলে হয়ে গেছে তুফানের প্রিমিয়ার শো। মূলত কলকাতার নিয়ম অনুযায়ী ব্লকবাস্টার মুভির প্রিমিয়ার শো হয়ে থাকে বৃহস্পতিবার।

তবে প্রিমিয়ার শোর আগে দর্শকদের উদ্দেশে শাকিব বলেছেন, বাংলা সিনেমা এখন আর শুধুমাত্র বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। কৃষ্টি, কালচার, সভ্যতার কথা বলে। বাংলা সিনেমা একটা জাতির কথা বলে। সিনেমা জাতিকে তুলে ধরে। দুই বাংলার যৌথ উদ্যোগে বাংলা সিনেমা আর পিছিয়ে নেই। সব মিলিয়ে দর্শকদের আহ্বান জানান তুফান দেখার।

তিনি বলেন, আমি জানি আপনারা শুধু তুফানকে সাপোর্ট করতে আসেননি। এসেছেন বাংলা সিনেমাকে সাপোর্ট দিতে। এতক্ষণ অপেক্ষা করেছেন, ধৈর্য ধরে বসেছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি কৃতজ্ঞ।

এরপরই অভিনেতা বলেছেন, শুধু বাংলাদেশ নয়, আমেরিকা বা কলকাতা যেখানেই আমার প্রোগ্রাম থাকে, আমি সেখানে সব সময় ফিল করি যারা বাঙালি, আমরা একটা পরিবার। উই আর সেম। সেম ফ্যামিলি। আমরা একই পরিবারের মানুষ। শাকিব এ কথা বলা মাত্রই দর্শক ও সাংবাদিকদের মধ্যে হাতাতালির বন্যা বয়ে যায়।

এরপরই শহরবাসীর উদ্দেশে অভিনেতা বলেছেন, স্টোরিটা শুরু হয়েছে কোলাবারেশন থেকে। দুই বাংলার কোলাবারেশন। দুই বাংলার বড় প্রযোজকদের যৌথ উদ্যোগে। আমার কাছে বাংলা আলাদা নয়। আমি কখনোই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে আলাদা করতে পারি না। আমার যেমন পছন্দের শহর ঢাকা তেমন পছন্দের শহর কলকাতা। আমাদের একটাই পরিচয় হওয়া উচিত, আমরা বাঙালি। আমরা সেটা ফিল করি। অর্থাৎ এ ধরনের যৌথ প্রযোজনা বা কোলাবারেশন কাজ করে কিন্তু বাংলা চলচ্চিত্রের উন্নয়নের হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলা সিনেমা যাতে গোটা বিশ্বের ছড়িয়ে দেওয়া যায়, তার জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা সবাই জানি গোটা বিশ্বে ৪০ কোটি বাঙালি রয়েছেন। অর্থাৎ সংখ্যার দিক থেকে আমরা কিন্তু পিছিয়ে নেই। এর চাইতে ভাষাগত দিক থেকে যদি বলি, অনেক কম পপুলেশন নিয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য বা পাঞ্জাবি তাদের ফিল্ম ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। ফলে আমরা বাঙালিরা কেন পিছিয়ে থাকবো? এ ধরনের যৌথ প্রযোজনাগুলোই জানান দিচ্ছে আমরা কিন্তু আর পিছিয়ে নেই।

এরপরই মিমির দিকে তাকিয়ে শাকিব বলেন, বাংলার সুপারস্টার, বিউটিফুল মিমি চক্রবর্তী। তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। মিমিও বলেন, আমি সবার সঙ্গে কাজ করে মজা পাই না। আমার সহকারী অভিনেতার থেকে অভিনয়ের জন্য ওয়েব খুঁজি। সেটা যখন পাই তখন কাজ আরও ভালো হয়, যা আমি শাকিবের থেকে পেয়েছি। শাকিব অবশ্যই বড় অভিনেতা।

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

মারা গেছেন ‘থ্রি ইডিয়েটস’ সিনেমার অধ্যাপক

অচ্যুত পোতদারের অভিনয়জীবন ছিল চার দশকেরও বেশি। তিনি ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি ছবিতে কাজ করেছেন। হিন্দি ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। বাস্তব জীবনেও তিনি ছিলেন নম্র, অমায়িক এবং বহুমুখী প্রতিভ

১ দিন আগে

থাইরয়েড সমস্যায় কোন কোন ফল খাওয়া উচিত

থাইরয়েড সমস্যায় ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসেরও বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে কিছু ফল আছে যেগুলো থাইরয়েড রোগীদের জন্য উপকারী হতে পারে। এসব ফলে থাকে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা থাইরয়েড গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। তবে অবশ্যই মনে রাখতে হবে, শুধুমাত্র ফল খেয়েই থাইরয়েড সারানো

১ দিন আগে

শরৎকালে কেন কাশফুল ফোটে

শরৎকালে দিন আর রাতের তাপমাত্রার ব্যবধান বাড়তে শুরু করে। দিনে থাকে হালকা রোদ, আর রাতে আসে শীতলতা। এই পরিবর্তিত আবহাওয়া কাশগাছের ভেতরে হরমোনের মতো কিছু রাসায়নিক প্রক্রিয়া চালু করে, যা ফুল ফোটার সংকেত দেয়। উদ্ভিদতত্ত্বের গবেষকরা বলেন, প্রতিটি গাছেরই একটা নির্দিষ্ট "ফোটার মৌসুম" থাকে। কাশফুলের জন্য সেই

১ দিন আগে

নিম্নচাপ কেন হয়, এর বৈজ্ঞানিক কারণ কী

আবহাওয়াবিদদের ভাষায় নিম্নচাপ হলো একটি এমন আবহাওয়াগত পরিস্থিতি যেখানে বাতাসের চাপ চারপাশের তুলনায় কম হয়ে যায়। সাধারণত পৃথিবীর যেকোনো স্থানে বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়।

১ দিন আগে