সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম
মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, সৌদি আরবের কাছে এফ-৩৫ বিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্র এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা এফ-৩৫ বিমান বিক্রি করতে যাচ্ছি। তারা আমাদের দারুণ মিত্র।’

বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। এ দিনই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হোয়াইট হাউজে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সাত বছর আগে সাংবাদিক জামাল খাসোগজি হত্যাকাণ্ডের পর সালমান এই প্রথম হোয়াইট হাউজে আসছেন।

মোহাম্মদ বিন সালমান এর আগে ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। ওই বছরেই খাসোগজি ইস্তান্বুলে হত্যাকাণ্ডের শিকার হন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছিল, জামাল খাসোগজির বিরুদ্ধে অপারেশনের অনুমোদন দিয়েছিলেন যুবরাজ সালমান। তবে তিনি ওই হত্যাকাণ্ডে কোনো ধরনের ভূমিকা থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেন।

সালমান যুক্তরাষ্ট্রে না গেলেও গত মে মাসেই রিয়াদে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানেই যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে সম্মত হয়। এটিকে হোয়াইট হাউজ ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তির অংশ হিসেবে ‘অস্ত্র বিক্রিতে ইতিহাসের সবচেয়ে বড় সমঝোতা’ হিসেবে আখ্যায়িত করেছিলে।

সৌদি আরব যুক্তরাষ্ট্রের অস্ত্রের বড় ক্রেতা। তবে তাদের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের কর্মকর্তারা। দেশটির সামরিক কৌশলকে এটি ক্ষতিগ্রস্ত করবে বলে তারা যুক্তরাষ্ট্র ও স্থানীয় সংবাদ মাধ্যমে বলছেন।

ইসরায়েল আবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং ওই অঞ্চলে একমাত্র ইসরায়েলের হাতেই এফ-৩৫ যুদ্ধবিমান আছে।

মঙ্গলবারের বৈঠকে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য তার আব্রাহাম অ্যাকর্ডে সইয়ের জন্য সৌদি আরবকে চাপ দিতে পারেন। সৌদি আরব এ চুক্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্রের পথ খুঁজে বের করাকে শর্ত হিসেবে উল্লেখ করে আসছে।

নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তথ্য, একটি এফ-৩৫ যুদ্ধবিমানের গড় মূল্য প্রায় সাড়ে ৮২ মিলিয়ন ডলার। এ বিমানে আছে ‘স্টেলথ’ প্রযুক্তি, যার বদৌলতে এ বিমান ওড়ার সময় শত্রুপক্ষের রাডারে তার অস্তিত্ব ধরা পড়বে না। তা ছাড়া শত্রুপক্ষের বিমানের চোখে পড়ার আগেই সে নিজেই তাকে দেখতে পাবে।

বিমানটির পাইলটের হেলমেটে বসানো আছে একটি ডিসপ্লে সিস্টেম, যেখানে অন্যদিকে মুখ করে থাকা অবস্থাতেও শত্রু বিমানের দিকে গুলি করতে পারবে। পাইলট শত্রু লক্ষ্যবস্তুর গতিবিধি চিহ্নিত করতে পারবেন, শত্রু রাডার ‘জ্যাম’ বা অকার্যকর করে দিতে পারবেন এবং আক্রমণ প্রতিহত করতে পারবেন। তা ছাড়া এ বিমানের যাবতীয় তথ্য-উপাত্ত অপারেশন কমান্ডারের সঙ্গে শেয়ার করা যাবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের শুল্ক, তবু যুক্তরাষ্ট্রে ১৪ শতাংশ রপ্তানি বেড়েছে ভারতের

ভারতের ওপর আগস্টের শেষ দিকে ৫০ শতাংশ শুল্ক আরোপ করছিলেন ট্রাম্প। এর মধ্যে রাশিয়ান তেল কেনার জন্য ২৫ শতাংশ জরিমানাও ছিল। এরপর ভারতের বৃহত্তম বিদেশি বাজারটিতে রপ্তানি অনেকটা কমে গিয়েছিল।

১ দিন আগে

ক্লাউডফ্লেয়ার ডাউন, বিশ্বের বিভিন্ন সাইটে বিপর্যয়

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, চলচ্চিত্র পর্যালোচনাবিষয়ক সাইট লেটারবক্সডসহ অসংখ্য ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি ত্রুটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয়, ‘ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি’।

১ দিন আগে

কঙ্গোতে রানওয়েতে বিমানে আগুন, বাঁচলেন মন্ত্রীসহ ১৯ যাত্রী

১ দিন আগে

জাতিসংঘের গাজা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনাকে অনুমোদন দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের গোষ্ঠী হামাস। গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আহ্বান জানানো হয়েছে ওই প্রস্তাবে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

১ দিন আগে