
ডেস্ক, রাজনীতি ডটকম

১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অনুপস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন দেশটির জনগণ।
যুদ্ধ চলাকালীন তাকে বাংকারে নেওয়ার তথ্য পাওয়া যায় । তারপর থেকে সপ্তাহ পার হলেও জনসমক্ষে দেখা যায়নি তাকে।
মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুপস্থিতি নিয়ে ‘উদ্বেগ বৃদ্ধির’ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, খামেনিকে প্রায় এক সপ্তাহ ধরে জনসমক্ষে দেখা যায়নি বা তার কথা শোনা যায়নি। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও তিনি আর কোথাও আসেননি।
গত ১৩ জুন ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর বাংকারে আত্মগোপনে যান খামেনি। সংবাদপত্রটি বলছে, যুদ্ধবিরতির সময়ও জেরুজালেম তাকে হত্যার চেষ্টা করতে পারে- এ আশঙ্কায় তিনি সম্ভবত এখনো আত্মগোপনে রয়েছেন। তবে তার অবস্থা সম্পর্কে কোনো আপডেট দেওয়া হয়নি। তিনি এখনো সিদ্ধান্ত তদারকি করছেন কি না- তা স্পষ্ট নয়।
এমনকি মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়েও কোনো বক্তব্য দেননি খামেনি। তার ক্রমবর্ধমান অনুপস্থিতিতে এবং দেশটির সরকার থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা না দেওয়ায় চিন্তিত ইরানিরা।
একটি সাক্ষাৎকারে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে খামেনির আর্কাইভ অফিসের নেতৃত্বদানকারী একজন সহকারী হলেন মেহদি ফাজায়েলি। তিনি বলেন, ‘আমাদের সবার প্রার্থনা করা উচিত। সর্বোচ্চ নেতার সুরক্ষার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত, তারা তাদের কাজ ভালোভাবে করছেন। আল্লাহর ইচ্ছায় আমাদের জনগণ তাদের নেতার পাশে বিজয় উদযাপন করতে পারে।’
প্রতিবেদনে আরও বলা হয়, খামেনির অনুপস্থিতি এবং নীরবতার কারণে ইরানের রক্ষণশীল এবং মধ্যপন্থি শক্তির মধ্যে তেহরানের ভবিষ্যতে কী নীতি গ্রহণ করা উচিত- তা নিয়ে ক্ষমতার লড়াই শুরু হচ্ছে।
উল্লেখ্য, খামেনি তার মৃত্যুর পর দ্রুত ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে চান। এ জন্য খামেনি তার উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।

১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অনুপস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন দেশটির জনগণ।
যুদ্ধ চলাকালীন তাকে বাংকারে নেওয়ার তথ্য পাওয়া যায় । তারপর থেকে সপ্তাহ পার হলেও জনসমক্ষে দেখা যায়নি তাকে।
মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুপস্থিতি নিয়ে ‘উদ্বেগ বৃদ্ধির’ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, খামেনিকে প্রায় এক সপ্তাহ ধরে জনসমক্ষে দেখা যায়নি বা তার কথা শোনা যায়নি। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও তিনি আর কোথাও আসেননি।
গত ১৩ জুন ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর বাংকারে আত্মগোপনে যান খামেনি। সংবাদপত্রটি বলছে, যুদ্ধবিরতির সময়ও জেরুজালেম তাকে হত্যার চেষ্টা করতে পারে- এ আশঙ্কায় তিনি সম্ভবত এখনো আত্মগোপনে রয়েছেন। তবে তার অবস্থা সম্পর্কে কোনো আপডেট দেওয়া হয়নি। তিনি এখনো সিদ্ধান্ত তদারকি করছেন কি না- তা স্পষ্ট নয়।
এমনকি মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়েও কোনো বক্তব্য দেননি খামেনি। তার ক্রমবর্ধমান অনুপস্থিতিতে এবং দেশটির সরকার থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা না দেওয়ায় চিন্তিত ইরানিরা।
একটি সাক্ষাৎকারে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে খামেনির আর্কাইভ অফিসের নেতৃত্বদানকারী একজন সহকারী হলেন মেহদি ফাজায়েলি। তিনি বলেন, ‘আমাদের সবার প্রার্থনা করা উচিত। সর্বোচ্চ নেতার সুরক্ষার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত, তারা তাদের কাজ ভালোভাবে করছেন। আল্লাহর ইচ্ছায় আমাদের জনগণ তাদের নেতার পাশে বিজয় উদযাপন করতে পারে।’
প্রতিবেদনে আরও বলা হয়, খামেনির অনুপস্থিতি এবং নীরবতার কারণে ইরানের রক্ষণশীল এবং মধ্যপন্থি শক্তির মধ্যে তেহরানের ভবিষ্যতে কী নীতি গ্রহণ করা উচিত- তা নিয়ে ক্ষমতার লড়াই শুরু হচ্ছে।
উল্লেখ্য, খামেনি তার মৃত্যুর পর দ্রুত ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে চান। এ জন্য খামেনি তার উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।

মিয়ানমারের নির্বাচন কমিশনের এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ জান্তানিয়ন্ত্রিত সব শহর ও গ্রামাঞ্চলে আজ রোববার স্থানীয় সময় সকাল ৬ টা (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০মিনিট) থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। জাতীয় পার্লামেন্ট ও প্র
২ দিন আগে
আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) প্রথম ধাপের ভোট শুরু হবে মিয়ানমারে, দ্বিতীয় ধাপের ভোট শুরু হবে ১১ জানুয়ারি। এই দুই ধাপে দেশের ৩৩০টি প্রশাসনিক এলাকার মধ্যে ২০২টিতে ভোট নেওয়া হবে। আগামী বছর ২৫ জানুয়ারি তৃতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হবে।
৩ দিন আগে
মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনার পর জেলেনস্কি জানান, এই সংলাপে ‘নতুন কিছু ধারণা’ উঠে এসেছে যা সত্যিকারের শান্তির কাছাকাছি যেতে সহায়ক হতে পারে।
৩ দিন আগে
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধসহ সংখ্যালঘুদের বিরুদ্ধে যে নিরবচ্ছিন্ন বিদ্বেষ চলছে, তা গভীর উদ্বেগের বিষয়। আমরা ময়মনসিংহে এক হিন্দু যুবকের সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রত্যাশা করি।’
৩ দিন আগে