ইসরাইলের ক্ষতি করছেন নেতানিয়াহু: বাইডেন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১০: ০৮
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

গাজায় ফিলিস্তিনিদের জীবন রক্ষা না করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরং দেশের ক্ষতি করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি।

গাজায় ইসরাইলি আগ্রাসনে সাধারণ ফিলিস্তিনিদের হতাহতের প্রভাব উল্লেখ করে বাইডেন বলেন, নেতানিয়াহু যুদ্ধকে যেভাবে এগিয়ে নিচ্ছেন, তাতে করে গাজায় সাধারণ মানুষ হত্যা করে ইসরাইলের লাভ হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরাইলকে অকুণ্ঠ সমর্থন করেন বাইডেন। এমনকি নিজে ইহুদি না হলেও নিজেকে জায়নবাদী দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ফিলিস্তিন ইস্যুতে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তা তলানিমুখী হওয়ায় নেতানিয়াহুকে তিনি বলেছিলেন, অবশ্যই সাধারণ মানুষের জীবনরক্ষার দিকে নজর দিতে হবে।

এমনকি গাজায় হতাহতের বিষয়ে সতর্ক করে বাইডেন বলেন, এই হত্যাকাণ্ডের জন্য কয়েক মাস ধরে আন্তর্জাতিক সমর্থন হারানোর ঝুঁকিতে রয়েছে ইসরাইল।

মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসি’র সাংবাদিক জনাথন কেপহার্টকে বাইডেনের দেওয়া সাক্ষাৎকারে বাইডেনের সর্বশেষ মন্তব্যে নেতানিয়াহুর সঙ্গে তার উত্তেজনাপূর্ণ সম্পর্কের ইঙ্গিত উঠে এসেছে।

গাজার ক্রমবর্ধমান নিহতের সংখ্যা উল্লেখ করে বাইডেন বলেন, এই হত্যাযজ্ঞ ইসরায়েলের মূল্যবোধের সঙ্গে যায় না। এটি তাদের বড় ভুল। গাজার রাফাহ শহরে সম্ভাব্য ইসরাইলি আক্রমণ তার কাছে শেষ সীমা বা রেডলাইন। তবে এসব হুঁশিয়ারি দিলেও তিনি ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করবেন না।

তিনি বলেন, ইসরাইলের প্রতিরক্ষা এখনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কোনও রেডলাইন নেই। অস্ত্র দেওয়া বন্ধ করলে ইসরাইলিদের কাছে জীবন রক্ষা করার আয়রন ডোম থাকবে না, এমন কিছু আমরা করব না।

গত ৭ অক্টোবর হামাসের হামলার কয়েক সপ্তাহ পর বাইডেন ইসরাইল সফর করেছিলেন। তিনি বলেছেন, আরেকবার ইসরাইল সফর করে দেশটির পার্লামেন্ট নেসেটে সরাসরি নিজের অবস্থান তুলে ধরার আগ্রহ তার রয়েছে। তবে সেই সফর কবে ও কীভাবে হতে পারে তা সম্পর্কে বিস্তারিত জানানোর বিষয় এড়িয়ে গেছেন তিনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অধ্যাপক

নোবেল কমিটি তাদের বিবৃতিতে বলেছে, গত দুই শতাব্দীতে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব দেখেছে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। এর ফলে দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে বিপুলসংখ্যক মানুষ, আর এর ওপরই গড়ে উঠেছে আমাদের সমৃদ্ধির ভিত্তি। এ বছরের অর্থনীতিতে নোবেলজয়ী তিন বিজ্ঞানী—জোয়েল ময়কার, ফিলিপ এজিওঁ ও পিটার হাউইট—দে

১৭ ঘণ্টা আগে

হামাস যুক্তরাষ্ট্রের অনুমতিতেই সশস্ত্র রয়েছে: ট্রাম্প

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের অনুমতিক্রমেই গাজায় সশস্ত্র রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্পের দাবি, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে শৃঙ্খলা বজায় রাখার জন্য গোষ্ঠীটিকে ‘কিছু সময়ের জন্য’ সশস্ত্র থাকার জন্য যুক্তরাষ্ট্রই অনুমতি দিয়েছে। খবর আল

১৭ ঘণ্টা আগে

দ্বিতীয় দফায় জীবিত বাকি ১৩ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

প্রথম দফার ৭ জিম্মির পর এবার দ্বিতীয় দফায় ১৩ ইসরায়েলি জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। জানা গেছে, সোমবার (১৩ অক্টোবর) এসব ইসরায়েলি জিম্মিকে ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকা থেকে মুক্তি দেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প

জিম্মি মুক্তির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। সোমবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চলছে। প্রথম ধাপে মুক্তিপ্রাপ্ত সাতজন ইসরায়েলে প্রবেশ করেছেন। এরই মধ্যে সেখানে পৌঁছেছেন ট্রাম্প।

১৯ ঘণ্টা আগে