ট্রাম্পের অবিস্মরণীয় প্রত্যাবর্তন

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন। এই বিজয়ের মধ্যদিয়ে তিনি হতে যাচ্ছেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট।

সবশেষ তথ্য অনুযায়ি, ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৭টি। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট।

সবশেষ ফলাফলে দেখা যায়, ট্রাম্প পেয়েছেন ৭ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৫৩ ভোট। বিপরীতে কমলা পেয়েছেন ৬ কোটি ৫৮ লাখ ৮ হাজার ৬২৮ ভোট।

নির্বাচনের আগে প্রায় সব বুথফেরত সমীক্ষাই ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে এগিয়ে রেখেছিল। কিন্তু ভোট গণনায় দেখা যায়, প্রথম থেকেই এগিয়ে ট্রাম্প। সেই তুলনায় অনেকটাই পিছিয়ে ছিলেন কমলা।

ট্রাম্প ২০১৬ সালে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। 'আমেরিকাকে আবারও মহান করার' প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। বিশ্বব্যাপী করোনভাইরাস মহামারির সময় ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে যান তিনি। এর প্রায় দুই বছর পর আবারও প্রচারণার নামেন ট্রাম্প।

ফলাফল ঘোষণার আগেই ট্রাম্প ফ্লোরিডায় তার সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন ‘আমরা সবচেয়ে অবিশ্বাস্য রাজনৈতিক বিজয় অর্জন করেছি।’ এ সময় পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।

এদিকে সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে রিপাবলিকানস পার্টি। নিবার্চনের মূল ভোট গণনা শেষ হওয়ার আগেই দলটির প্রার্থীদের প্রাপ্ত ভোটের ব্যবধানে তাদের জয় নিশ্চিত হয়ে যায়।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, রিপাবলিকানসরা এখন পর্যন্ত সিনেটে ৫১টি আসনে জয়লাভ করেছে। অপরদিকে, ডেমোক্র্যাটসরা পেয়েছে ৪২টি আসন।

প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানসরা আরও কিছু রাজ্যে জয়ের আশা করছে। ফলে সিনেটে তাদের আসন আরও বাড়তে পারে।

অন্যদিকে হাউস অব রিপ্রেজেনটেটিভসে রিপাবলিকানস পেয়েছে ১৯৪টি আর ডেমোক্র্যাটস পেয়েছে ১৭৩টি আসন। সূত্র: সিএনএন

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৪ জনের মৃত্যু

অ্যাপার্টমেন্টগুলোর জানালা দিয়ে আগুনের শিখা বেরোতে দেখা গেছে। গোটা এলাকা ঢেকে গেছে ঘন কালো ধোঁয়ায়। দমকলকর্মীরা উঁচু মই ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকল বাহিনীর চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও পুরোপুরি নেভানো যায়নি।

১৯ ঘণ্টা আগে

বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা: জাতিসংঘ

জনবহুল শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও। তবে জাকার্তা এবং ঢাকার তুলনায় গত ২৫ বছরে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

১ দিন আগে

হংকংয়ে একাধিক ভবনে আগুন, বহু হতাহতের শঙ্কা

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট নামের বৃহৎ আবাসিক এলাকায় একাধিক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর এতে বহু হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে। দমকল ও জরুরি সেবা বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে

১ দিন আগে

থাইল্যান্ডে ৩০০ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ বৃষ্টি, নিহত ৩৩

থাইল্যান্ডে রেকর্ড বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে এই দুর্যোগের ফলে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক মানুষ গৃহহীন হয়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন।

১ দিন আগে