সর্বোচ্চ আদালতের রায় পক্ষে পেলেন ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ডোনাল্ড ট্রাম্পকে কোনো রাজ্য অযোগ্য ঘোষণা করতে পারবে না বলে রায় দিয়েছে কেন্দ্রীয় সুপ্রিম কোর্ট। রায়টি কলোরাডো রাজ্যের জন্য সুনির্দিষ্ট হলেও এটি অন্য রাজ্যগুলোর জন্যও প্রযোজ্য বলে জানিয়েছে মার্কিন সর্বোচ্চ আদালত।

স্থানীয় সময় সোমবার দেয়া সুপ্রিম কোর্টের এ রায়ে বলা হয়, সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের পদে প্রার্থী হতে কাউকে অযোগ্য ঘোষণা করতে পারবে না কোনো রাজ্য। সংবিধানের এই অনুচ্ছেদ প্রয়োগ করতে পারে শুধু কংগ্রেস। মঙ্গলবার (৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রায়কে আমেরিকার জন্য বড় বিজয় বলে উল্লেখ করেছেন ট্রাম্প। রায় ঘোষণার পর নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমেরিকার জন্য এটা বড় জয়।

তবে রায়ের পর অসন্তোষ প্রকাশ করেন কলোরাডোর সেক্রেটারি অব স্টেট জিনা গ্রিসওল্ড। এই রায়ের মধ্য দিয়ে সংবিধানের চতুর্দশ সংশোধনীর তৃতীয় অনুচ্ছেদ প্রয়োগে রাজ্যের কর্তৃত্ব কেড়ে নেওয়া হলো বলেও মন্তব্য করেন তিনি।

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গত ১৯ ডিসেম্বর ট্রাম্পকে কলোরাডোর রিপাবলিকান প্রাইমারিতে অযোগ্য ঘোষণা করেছিল রাজ্যের সুপ্রিম কোর্ট। কলোরাডো সুপ্রিম কোর্টের দাবি, মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী কোনও ব্যক্তি রাষ্ট্রবিরোধী তৎপরতায় উসকানি বা সমর্থন দিলে তাকে সরকারি পদে অযোগ্য ঘোষণার এখতিয়ার রাখে আদালত। এই অনুচ্ছেদের উল্লেখ করে একই ধরনের চেষ্টা নিয়েছিল ইলিনয় ও মেইনও।

কিন্তু সোমবারের রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন, কেবল কংগ্রেসই সংবিধানের ওই সংশোধনী অনুযায়ী নির্বাচনে কাউকে অযোগ্য ঘোষণা করার ক্ষমতা রাখে। রাজ্যগুলোর এই এখতিয়ার নেই। কলোরাডোর সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছিল, তা ভুল।

রায়ের ফলে কলোরাডোর প্রাইমারিতে ট্রাম্পের অংশ নেওয়ার পথ পরিষ্কার হল। মঙ্গলবার কলোরাডো প্রাইমারির ভোট অনুষ্ঠানের কথা রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোলে ট্রাম্পের ভাষণ বাধাগ্রস্ত

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল করেছেন কয়েকজন সংসদ সদস্য। এ সময় মার্কিন প্রেসিডেন্টের ভাষণ বাধাগ্রস্ত হয় এবং তিনি কিছুক্ষণের জন্য ভাষণ থামাতে বাধ্য হন। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

১৮ ঘণ্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অধ্যাপক

নোবেল কমিটি তাদের বিবৃতিতে বলেছে, গত দুই শতাব্দীতে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব দেখেছে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। এর ফলে দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে বিপুলসংখ্যক মানুষ, আর এর ওপরই গড়ে উঠেছে আমাদের সমৃদ্ধির ভিত্তি। এ বছরের অর্থনীতিতে নোবেলজয়ী তিন বিজ্ঞানী—জোয়েল ময়কার, ফিলিপ এজিওঁ ও পিটার হাউইট—দে

২০ ঘণ্টা আগে

হামাস যুক্তরাষ্ট্রের অনুমতিতেই সশস্ত্র রয়েছে: ট্রাম্প

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের অনুমতিক্রমেই গাজায় সশস্ত্র রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্পের দাবি, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে শৃঙ্খলা বজায় রাখার জন্য গোষ্ঠীটিকে ‘কিছু সময়ের জন্য’ সশস্ত্র থাকার জন্য যুক্তরাষ্ট্রই অনুমতি দিয়েছে। খবর আল

২০ ঘণ্টা আগে

দ্বিতীয় দফায় জীবিত বাকি ১৩ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

প্রথম দফার ৭ জিম্মির পর এবার দ্বিতীয় দফায় ১৩ ইসরায়েলি জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। জানা গেছে, সোমবার (১৩ অক্টোবর) এসব ইসরায়েলি জিম্মিকে ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকা থেকে মুক্তি দেওয়া হয়েছে।

২০ ঘণ্টা আগে