ঊষা সেকেন্ড লেডি হওয়ায় ভারতের যে গ্রাম উচ্ছ্বাসিত

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ে পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে রিপাবলিকান শিবিরে। উচ্ছ্বাস কম নেই হোয়াইট হাউস থেকে সাড়ে ১৩ হাজার কিলোমিটার দূরে ভারতের এক গ্রামে।

কেননা ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন জেডি ভ্যান্স। আর এ ভ্যান্সের স্ত্রী ঊষা চিলুকুড়ি ভ্যান্সের সঙ্গেও রয়েছে ভারতীয় যোগ। অনেকটা যেন বিরোধী ডেমোক্রেট নেত্রী তথা বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মতোই।

অন্ধ্রপ্রদেশে অবস্থিত ঊষার আদি গ্রাম ভাদলুরুর মানুষজন আশা করে আছেন, এবার নিশ্চয় যুক্তরাষ্ট্র থেকে কিছু সাহায্যের হাত এগিয়ে আসবে তাদের জন্য! আর তাই ডোনাল্ড ট্রাম্পের জয়ের সঙ্গে সঙ্গে আনন্দে মেতেছে ভারতের ছোট্ট গ্রাম ভাদলুরুও।

ক্যালিফোর্নিয়ার সানডিয়াগোতে জন্ম নেন ঊষা চিলুকুড়ি, বেড়ে ওঠা সেখানেই। ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন ঊষা। ইয়েল বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রযুক্তি জার্নালের ম্যানেজিং এডিটর এবং ইয়েল ল জার্নালের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট এডিটর হিসেবে কাজ করেন তিনি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তরও করেন। আইনি বিভাগেও কাজ করেছেন দীর্ঘদিন।

২০১৪ সালে কেন্টাকিতে জেডির সঙ্গে বিয়ে হয় তার। তিনটি সন্তানও রয়েছে। ২০১৪ পর্যন্ত ঊষা রেজিস্টার্ড ডেমোক্রেট ছিলেন। পরে ২০২২ সালে তিনি দল বদলে রিপাবলিকান হন। জেডি ভ্যান্সের বিশ্বাস, স্ত্রীর হিন্দু ধর্মের প্রতি আনুগত্যই তাকে রাজনৈতিকভাবে এতদূর এগিয়ে দিয়েছে।

জেডি যখন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হন, তখন ট্রাম্প-ভ্যান্সের বিজয়ের আশায় প্রার্থনায় বসেন অন্ধ্রের হিন্দু পুরোহিত আপাজি। গ্রামের জামাই জেডি ভ্যান্সের জয় কামনা করে তিনি বলেন, আশা করি আমাদের মেয়ে আমাদের গ্রামকে সাহায্য করবে। সে তার শেকড় নিশ্চয় মনে রাখবে এবং এ গ্রামের জন্য ভালো কিছু করবে।

ঊষা ভ্যান্সের বাবা চিলুকুড়ি রাধাকৃষ্ণান চেন্নাইয়ে বড় হন, পরে তিনি আমেরিকায় চলে যান পড়াশোনার জন্য। ঊষা ভ্যান্স অবশ্য কখনো ভারতের সেই গ্রামে যাননি। তবে তার বাবা বছর তিনেক আগে একবার ফিরে গিয়েছিলেন গ্রামে। বছর তিনেক আগে নিজেদের এলাকা ও মন্দির ঘুরে দেখে যান তিনি।

ট্রাম্পের চূড়ান্ত জয়ের পরে ঊষার ঠিকানা হতে চলেছে, ১ নম্বর, অবজারভেটরি সার্কেল। মার্কিন ভাইস প্রেসিডেন্টদের সরকারি বাসভবন এটিই। এতদিন কমলা হ্যারিস নিজে এ ঠিকানার মালিক ছিলেন। এবার সেখানে জায়গা পাবেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত কন্যা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধের দামামা, আফগান বাহিনীকে 'উপযুক্ত জবাব' দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনীর গুলিবর্ষণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন। পাকিস্তানের সাহসী বাহিনী দ্রুত ও কার্যকর জবাব দিয়েছে। কোনো উসকানি সহ্য করা হবে না।

১ দিন আগে

ইসরায়েলের সেনা প্রত্যাহার শুরু, নিজ ভূমিতে ফিরছে ফিলিস্তিনিরা

ইসরায়েলি বাহিনীর গত ২ বছরের অভিযানে গাজার ৯০ শতাংশ ভবন সম্পূর্ণ ধ্বস হয়ে গেছে। বাকি ১০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত। ধ্বংস ও ক্ষতিগ্রস্ত ভবনগুলোর একটি বড় অংশই ঘরবাড়ি।

১ দিন আগে

সুদানে ড্রোন হামলায় নিহত ৬০

বিবিসি জানিয়েছে, নিহতদের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, হামলার সময় আশ্রয়কেন্দ্রে বহু নারী ও শিশু অবস্থান করছিলেন।

১ দিন আগে

দেওবন্দে আফগান পররাষ্ট্রমন্ত্রী, ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত

মুতাকি বলেন, এত আন্তরিক অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। আমি আশাবাদী, ভারত-আফগানিস্তান সম্পর্ক আরও এগিয়ে যাবে। আমরা নতুন কূটনীতিক পাঠাব এবং আশা করি আপনাদের কেউ কেউও কাবুল সফরে যাবেন। দিল্লিতে যেভাবে আমাকে অভ্যর্থনা জানানো হয়েছে, তাতে আমি ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সম্পর্কের সম্ভাবনা দেখছি।

১ দিন আগে