ইরানি তেল স্থাপনায় হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক বাইডেনের

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে ইরানের তেল স্থাপনায় হামলা না চালানোর বিষয়ে পরামর্শ দিয়েছেন। বাইডেন বলেছেন, মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ঠেকাতে তিনি সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খবর এএফপির।

তবে বাইডেনের পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্প আরেক মেয়াদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে তার নির্বাচনি প্রচারণায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত বলে তার মনোভাব প্রকাশ করেছেন।

শুক্রবার (৪ অক্টোবর) চমক দেখিয়ে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে এসে জো বাইডেন সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তার পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে সেসব বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে কিনা তা মনে রাখা দরকার।

জো বাইডেন বলেন, ‘আমি যদি তাদের মতো করে চিন্তা করতাম, তাহলে ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলার আগে এর বিকল্প হিসেবে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা ভেবে দেখতাম। ইরানের তেল স্থাপনাগুলোতে হামলা চালাতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে যোগ দেবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।

গত মঙ্গলবার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল কী করবে সে বিষয়ে দেশটি এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানান বাইডেন। গত বৃহস্পতিবার বাইডেনের মন্তব্যের পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকে।

যদি দীর্ঘ মেয়াদে তেলের দাম বৃদ্ধি অব্যাহত থাকে তবে তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হওয়া ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লিবিয়া থেকে ১৭৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

বাংলাদেশ দূতাবাস (লিবিয়া) বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

১৪ ঘণ্টা আগে

গাজা সিটি দখলে ইসরায়েলি হামলা শুরু, নিহত ৮১

গাজায় খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া এবং লাগাতার সামরিক হামলার কারণে ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এসেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, ইসরায়েলের অবরোধ চলায় গাজায় অপুষ্টি মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। সংস্থাটি বলেছে, “এটি কেবল ক্ষুধা নয়, এটি হচ্ছে অনাহার।”

১৬ ঘণ্টা আগে

পুতিন চুক্তি করতে চাইবেন না— আশঙ্কা ট্রাম্পের

প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এই 'সংঘাত' এর সমাধান করা 'কঠিন একটি কাজ'। তিনি এটিও স্বীকার করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট সম্ভবত সংঘাতের ইতি টানতে আগ্রহী নন।

১ দিন আগে

স্পেনে ভয়াবহ তাপপ্রবাহে ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু

৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ে মোট ১ হাজার ১৫০ জনের বেশি মানুষ মারা গেছে। সংস্থার ধারণা, এই অতিরিক্ত মৃত্যু মূলত অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে ঘটেছে।

২ দিন আগে