মতপ্রকাশের অধিকারে হস্তক্ষেপ করলেই ভিসা নিষেধাজ্ঞা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ মে ২০২৫, ০০: ৪২
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: মার্কিন পররাষ্ট্র দপ্তর

যে কেউ মতপ্রকাশের অধিকারে হস্তক্ষেপ করলে তাকে আর যুক্তরাষ্ট্র ভিসা দেবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্র কাউকেই কোনো ছাড় দেবে না।

বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে মন্ত্রীর এ বক্তব্য প্রকাশ করা হয়েছে।

রুবিও বলেন, আমেরিকানরা কেবল তাদের মতপ্রকাশের অধিকারের চর্চার কারণে অনেক দিন ধরেই জরিমানা ও হয়রানি এবং এমনকি বিদেশি কর্তৃপক্ষের দ্বারা অভিযুক্ত হয়ে আসছে।

এ পরিস্থিতির অবসান ঘটাতেই যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করছে বলে জানান মার্কো রুবিও। বলেন, যুক্তরাষ্ট্র এমন এক নীতি গ্রহণ করছে, যার আওতায় বিশ্বের যেকোনো দেশের কোনো কর্মকর্তা বা ব্যক্তি যদি আমেরিকানদের সেন্সর করার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, ‘মতপ্রকাশের স্বাধীনতা আমেরিকান জীবনের অপরিহার্য অংশ। এটি একটি জন্মগত অধিকার, যার ওপর বিদেশি সরকারের কোনো কর্তৃত্ব নেই। যারা আমেরিকানদের অধিকার খর্ব করতে কাজ করে, তারা যেন আমাদের দেশে ভ্রমণের সুবিধা না পায়— সেটাই এখন থেকে আমাদের নীতি।’

‘লাতিন আমেরিকা হোক কিংবা ইউরোপ বা অন্য কোনো অঞ্চলই হোক— আমেরিকানদের অধিকার যারাই ক্ষুণ্ন করে থাকুক, তাদের প্রতি নিষ্ক্রিয়তার দিন শেষ,’— এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

রুবিওর এ ঘোষণা এরই মধ্যে আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, রুবিওর এই ঘোষণার মধ্যে এমন স্পষ্ট কূটনৈতিক বার্তা রয়েছে যে যুক্তরাষ্ট্র এখন থেকে শুধু মানবাধিকার নিয়ে বিবৃতি দিয়ে থেমে থাকবে না, বরং প্রয়োজন হলে নীতি নির্ধারণ ও সরাসরি ব্যবস্থা গ্রহণ করবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ নিষেধাজ্ঞা মূলত ওইসব দেশ বা দেশের কর্মকর্তা ও নাগরিকদের জন্য প্রযোজ্য হবে, যারা প্রবাসী মার্কিন নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের জন্য শাস্তি দেয়, কিংবা দূতাবাস বা কনস্যুলেট পর্যায়ে চাপ প্রয়োগ করে।

সাম্প্রতিক বছরগুলোতে যেসব দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নীতি এই প্রথম নয়। বিভিন্ন সময়েই দেশটি বিভিন্ন দেশ বা ওইসব দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। বিশেষ করে ২০২৩ সালের বিভিন্ন সময়ে বেশ কয়েকটি দেশের জন্য ভিসানীতি ঘোষণা করে দেশটি। বাংলাদেশের নামও এসেছে এই তালিকায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য বলছে, ২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তাতে বলা হয়, জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় যারা হস্তক্ষেপ করছে বা করবে, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দল বা বিরোধী দলের নেতাকর্মী— যে কেউই এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন। বাংলাদেশের শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

একই বছরের মে মাসে নাইজেরিয়ার সাধারণ নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানো, ভোট কারচুপি ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সে বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র তালেবান সদস্য ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে।

এদিকে ২০২৩ সালের এপ্রিলে জর্জিয়ার বিচার বিভাগে ‘গুরুতর দুর্নীতি’র অভিযোগে কয়েকজন বিচারপতি ও কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে ২০২৪ সালে ‘বিদেশি এজেন্ট’ আইন পাসের পর গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

২০২৩ সালেরই ডিসেম্বরে সুদানে সংঘাত ও মানবাধিকার লঙ্ঘনে জড়িত ব্যক্তিদের, জিম্বাবুয়েতে নির্বাচনি কারচুপি ও রাজনৈতিক সহিংসতায় জড়িতদের এবং উগান্ডায় গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

এ ছাড়াও ২০২৪ সালের এপ্রিলে সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিরোধী নেতাদের ওপর স্পাইওয়্যার ব্যবহার করে নজরদারি চালানোর অভিযোগে ১৩ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

ধারণা করা হয়, এই ব্যক্তিরা সম্ভবত ক্যানডিরু, এনএসও গ্রুপ, ইনটেলেক্সা ও সাইট্রক্সের মতো স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যে প্রতিষ্ঠানগুলোর ওপর ২০২১ ও ২০২৩ সালে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন সরকার।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আইন ভঙ্গ : যুক্তরাষ্ট্রের ৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

বিবিসি জানায়, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও ‘সন্ত্রাসবাদে সহায়তা’ বলতে কী বোঝানো হয়েছে তা পরিষ্কার করেনি স্টেট ডিপার্টমেন্ট।

১৫ ঘণ্টা আগে

ইসরায়েলি হামলা গাজায় নিহত ছাড়াল ৬২ হাজার

গাজায় উদ্ধার প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অথবা রাস্তায় পড়ে আছেন তবে ইসরায়েলি বোমাবর্ষণ এবং সরঞ্জামের অভাবে জরুরি দল তাদের কাছে পৌঁছাতে পারছে না।

১৫ ঘণ্টা আগে

এবার পুতিন-জেলেনস্কিকে মুখোমুখি নিয়ে বসবেন ট্রাম্প

এ বৈঠকের দিন-তারিখ নিয়ে অবশ্য কোনো তরহ্য মেলেনি। নির্ধারণ হয়নি বৈঠকের স্থানও। তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস আভাস দিয়েছেন, সপ্তাহ দুয়েকের মধ্যেই ত্রিপাক্ষিক বৈঠকটি হতে পারে।

১৭ ঘণ্টা আগে

বৈঠকে ট্রাম্প-জেলেনস্কি, যেসব শর্ত আলোচনায়

বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে অনেক অগ্রগতি হচ্ছে। এ সময় জেলেনস্কি বলেন, কূটনৈতিকভাবে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ইউক্রেনের সমর্থন আছে।

১ দিন আগে