
বিবিসি বাংলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্য নিয়ে দীর্ঘ এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি অ্যাসপিরিন খান এবং হাতের কালশিটে দাগ ঢাকতে মেকআপ ব্যবহার করেন। তিনি নিয়মিত ব্যায়ামও করেন না, কারণ এটা তার কাছে ‘বিরক্তিকর’ মনে হয়।
ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি গত অক্টোবর মাসে একটি সিটি স্ক্যান করিয়েছিলেন, যদিও এর আগে সাংবাদিকদের ভুলভাবে বলেছিলেন যে তিনি আরও বিস্তারিত এমআরআই স্ক্যান করিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি বয়সী মার্কিন প্রেসিডেন্ট। ৭৯ বছর বয়সী ট্রাম্পের শরীরে বয়সের ছাপ ক্রমেই স্পষ্ট হচ্ছে। মাঝে মাঝে তাকে বৈঠক চলার সময় ঘুমিয়ে পড়তে দেখা গেছে এবং প্রশ্ন শুনতে অসুবিধা হয়েছে তার।
দ্য জার্নাল জানিয়েছে, ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে জনপরিসরে যে আলোচনা-বিতর্ক, তা নিয়ে তিনি নিজে খুবই বিরক্ত। তিনি নিজের স্বাস্থ্যকে ‘সম্পূর্ণ নিখুঁত’ বলে মনে করেন। জার্নালের সঙ্গে কথোপকথনের শুরুতেই তিনি আচমকা বলে বসেন, ‘চলুন আবার স্বাস্থ্য নিয়ে কথা বলি, পঁচিশতমবারের মতো! আমার স্বাস্থ্য একেবারে নিখুঁত।’
ট্রাম্প বলেন, তিনি গত ২৫ বছর ধরে চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি মাত্রায় অ্যাসপিরিন খাচ্ছেন, যদিও এতে তার সহজেই কালশিটে পড়ে। তিনি বলেন, ‘তারা বলে অ্যাসপিরিন রক্ত পাতলা করার জন্য ভালো। আর আমি চাই না ঘন রক্ত আমার হৃদয়ের ভেতর দিয়ে প্রবাহিত হোক।’
চিকিৎসকরা কখনো কখনো ৮১ মিলিগ্রাম অ্যাসপিরিন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সেখানে ট্রাম্প প্রতিদিন অ্যাসপিরিন গ্রহণ করেন ৩২৫ মিলিগ্রাম। এ নিয়ে ট্রাম্পের বক্তব্য, তারা চায় আমি কম মাত্রায় (অ্যাসপিরিন) খাই। কিন্তু এত বছর পর আমি অভ্যাস বদলাতে চাই না। আমি একটু কুসংস্কারাচ্ছন্ন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারে যে মেডিকেল স্ক্যান করিয়েছিলেন, সেটি এমআরআই স্ক্যান ছিল না, যা তিনি আগে বলেছিলেন। তিনি বলেন, ‘এটি এমআরআই ছিল না। এটি তার চেয়ে কম ছিল। এটি ছিল একটি স্ক্যান।’
জার্নালকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পের চিকিৎসক নৌ বাহিনীর ক্যাপ্টেন শন বারবাবেলা বলেন, ট্রাম্প একটি সিটি স্ক্যান করিয়েছিলেন, যেন নিশ্চিতভাবে যাচাই করা যায় যে তার কোনো হৃদরোগজনিত সমস্যা আছে কি না। পরীক্ষায় কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।
এর মধ্যে ট্রাম্পের শিরায় এক ধরনের সমস্যা ধরা পড়ে, যা সাধারণত বয়স্কদের মধ্যে দেখা যায়। এরপর তাকে কম্প্রেশন মোজা পরার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্প তা মানেননি। তার সোজা উত্তর, ‘আমার ভালো লাগেনি।’
তবে ওই মোজা না পরার পরও তার পায়ের অবস্থা আগের তুলনায় ভালো বলে দাবি করেন ট্রাম্প। বলেন, তিনি এখন ডেস্ক থেকে বেশি ঘন ঘন উঠে দাঁড়ান, যা তার পায়ের ফোলাভাব কমিয়েছে।
তবে গলফ খেলা ছাড়া কোনো ধরনের নিয়মিত ব্যায়ামই করতে পছন্দ করেন না ট্রাম্প। তার সাফ কথা, ‘আমার ভালো লাগে না। এটা বিরক্তিকর। ট্রেডমিলে ঘণ্টার পর ঘণ্টা হাঁটা বা দৌড়ানো, যেমন কিছু মানুষ করে, সেটা আমার জন্য নয়।’
মাঝে মাঝে বৈঠকের সময় ঘুমিয়ে পড়তে দেখা গেলেও মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনি জনসমক্ষে বৈঠকের সময় ঘুমিয়ে পড়েন না, বরং মাঝে মাঝে চোখ বন্ধ করেন, কারণ তিনি এটিকে ‘আরামদায়ক’ মনে করেন।
কিছু ছবিতে তার হাতের কালশিটে দাগ দেখা যাওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, তিনি এখন মেকআপ ব্যবহার করেন, যেন তার হাত আরও বেশি আঘাতপ্রাপ্ত মনে না হয়। তিনি বলেন, ‘আমার কাছে এমন মেকআপ আছে যা সহজে লাগানো যায়, প্রায় ১০ সেকেন্ড লাগে।’
ট্রাম্প বলেন, তার শ্রবণশক্তিতে কোনো সমস্যা নেই। আর যখন ফটোগ্রাফাররা তাকে ঘুমন্ত মনে করে ছবি তোলেন, তিনি বলেন ‘কখনো কখনো তারা আমার চোখের পলক ফেলার ছবি তোলে। আর তারা পলকের মুহূর্তটাই ধরে ফেলে।’
জার্নালকে দেওয়া বিবৃতিতে বারবাবেলা বলেন, ট্রাম্প ‘অসাধারণ স্বাস্থ্যবান এবং প্রধান সেনাপতির দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ উপযুক্ত’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্য নিয়ে দীর্ঘ এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি অ্যাসপিরিন খান এবং হাতের কালশিটে দাগ ঢাকতে মেকআপ ব্যবহার করেন। তিনি নিয়মিত ব্যায়ামও করেন না, কারণ এটা তার কাছে ‘বিরক্তিকর’ মনে হয়।
ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি গত অক্টোবর মাসে একটি সিটি স্ক্যান করিয়েছিলেন, যদিও এর আগে সাংবাদিকদের ভুলভাবে বলেছিলেন যে তিনি আরও বিস্তারিত এমআরআই স্ক্যান করিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি বয়সী মার্কিন প্রেসিডেন্ট। ৭৯ বছর বয়সী ট্রাম্পের শরীরে বয়সের ছাপ ক্রমেই স্পষ্ট হচ্ছে। মাঝে মাঝে তাকে বৈঠক চলার সময় ঘুমিয়ে পড়তে দেখা গেছে এবং প্রশ্ন শুনতে অসুবিধা হয়েছে তার।
দ্য জার্নাল জানিয়েছে, ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে জনপরিসরে যে আলোচনা-বিতর্ক, তা নিয়ে তিনি নিজে খুবই বিরক্ত। তিনি নিজের স্বাস্থ্যকে ‘সম্পূর্ণ নিখুঁত’ বলে মনে করেন। জার্নালের সঙ্গে কথোপকথনের শুরুতেই তিনি আচমকা বলে বসেন, ‘চলুন আবার স্বাস্থ্য নিয়ে কথা বলি, পঁচিশতমবারের মতো! আমার স্বাস্থ্য একেবারে নিখুঁত।’
ট্রাম্প বলেন, তিনি গত ২৫ বছর ধরে চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি মাত্রায় অ্যাসপিরিন খাচ্ছেন, যদিও এতে তার সহজেই কালশিটে পড়ে। তিনি বলেন, ‘তারা বলে অ্যাসপিরিন রক্ত পাতলা করার জন্য ভালো। আর আমি চাই না ঘন রক্ত আমার হৃদয়ের ভেতর দিয়ে প্রবাহিত হোক।’
চিকিৎসকরা কখনো কখনো ৮১ মিলিগ্রাম অ্যাসপিরিন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সেখানে ট্রাম্প প্রতিদিন অ্যাসপিরিন গ্রহণ করেন ৩২৫ মিলিগ্রাম। এ নিয়ে ট্রাম্পের বক্তব্য, তারা চায় আমি কম মাত্রায় (অ্যাসপিরিন) খাই। কিন্তু এত বছর পর আমি অভ্যাস বদলাতে চাই না। আমি একটু কুসংস্কারাচ্ছন্ন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারে যে মেডিকেল স্ক্যান করিয়েছিলেন, সেটি এমআরআই স্ক্যান ছিল না, যা তিনি আগে বলেছিলেন। তিনি বলেন, ‘এটি এমআরআই ছিল না। এটি তার চেয়ে কম ছিল। এটি ছিল একটি স্ক্যান।’
জার্নালকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পের চিকিৎসক নৌ বাহিনীর ক্যাপ্টেন শন বারবাবেলা বলেন, ট্রাম্প একটি সিটি স্ক্যান করিয়েছিলেন, যেন নিশ্চিতভাবে যাচাই করা যায় যে তার কোনো হৃদরোগজনিত সমস্যা আছে কি না। পরীক্ষায় কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।
এর মধ্যে ট্রাম্পের শিরায় এক ধরনের সমস্যা ধরা পড়ে, যা সাধারণত বয়স্কদের মধ্যে দেখা যায়। এরপর তাকে কম্প্রেশন মোজা পরার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্প তা মানেননি। তার সোজা উত্তর, ‘আমার ভালো লাগেনি।’
তবে ওই মোজা না পরার পরও তার পায়ের অবস্থা আগের তুলনায় ভালো বলে দাবি করেন ট্রাম্প। বলেন, তিনি এখন ডেস্ক থেকে বেশি ঘন ঘন উঠে দাঁড়ান, যা তার পায়ের ফোলাভাব কমিয়েছে।
তবে গলফ খেলা ছাড়া কোনো ধরনের নিয়মিত ব্যায়ামই করতে পছন্দ করেন না ট্রাম্প। তার সাফ কথা, ‘আমার ভালো লাগে না। এটা বিরক্তিকর। ট্রেডমিলে ঘণ্টার পর ঘণ্টা হাঁটা বা দৌড়ানো, যেমন কিছু মানুষ করে, সেটা আমার জন্য নয়।’
মাঝে মাঝে বৈঠকের সময় ঘুমিয়ে পড়তে দেখা গেলেও মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনি জনসমক্ষে বৈঠকের সময় ঘুমিয়ে পড়েন না, বরং মাঝে মাঝে চোখ বন্ধ করেন, কারণ তিনি এটিকে ‘আরামদায়ক’ মনে করেন।
কিছু ছবিতে তার হাতের কালশিটে দাগ দেখা যাওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, তিনি এখন মেকআপ ব্যবহার করেন, যেন তার হাত আরও বেশি আঘাতপ্রাপ্ত মনে না হয়। তিনি বলেন, ‘আমার কাছে এমন মেকআপ আছে যা সহজে লাগানো যায়, প্রায় ১০ সেকেন্ড লাগে।’
ট্রাম্প বলেন, তার শ্রবণশক্তিতে কোনো সমস্যা নেই। আর যখন ফটোগ্রাফাররা তাকে ঘুমন্ত মনে করে ছবি তোলেন, তিনি বলেন ‘কখনো কখনো তারা আমার চোখের পলক ফেলার ছবি তোলে। আর তারা পলকের মুহূর্তটাই ধরে ফেলে।’
জার্নালকে দেওয়া বিবৃতিতে বারবাবেলা বলেন, ট্রাম্প ‘অসাধারণ স্বাস্থ্যবান এবং প্রধান সেনাপতির দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ উপযুক্ত’।

সুইজারল্যান্ডের ক্রান্স মনটানা এলাকায় সুইস স্কাই রিসোর্টে বিস্ফোরণ-পরবর্তী অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। নতুন বছর পালনের জন্য সেখানে কমপক্ষে শতাধিক লোক উপস্থিত ছিলেন বলে জানায় পুলিশ।
১ দিন আগে
মামদানির ব্যক্তিগত ও সরকারি—দু’টি শপথ অনুষ্ঠানের জন্য মোট তিনটি বিশেষ কোরআন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা জারা রহিম।
১ দিন আগে
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় এসে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
২ দিন আগে
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানিয়েছে চীন। দেশটির আশা, নির্বাচন হবে নিরাপদ, স্থিতিশীল ও সুষ্ঠু।
৩ দিন আগে