বুধবারের মধ্যে পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্সে নেওয়া হতে পারে: ভ্যাটিকান

বিবিসি বাংলা
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০১: ২৮

৮৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। তার মৃত্যুতে সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। ভ্যাটিকান বলছে, শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য পোপ ফ্রান্সিসের মরদেহ আগামী বুধবার নেওয়া হতে পারে সেন্ট পিার্ট ব্যাসিলিকায়।

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি জানান, কার্ডিনালদের একটি দল বুধবার একত্রিত হয়ে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

মাত্তেও আরও জানান, পোপ ফ্রান্সিসের মরদেহে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর দিনক্ষণের সিদ্ধান্ত আরও আগেও হতে পারে। সেক্ষেত্রে সাধারণ মানুষজন বুধকবারের আগেও শ্রদ্ধা নিবেদনের অনুমতি পেতে পারে।

তবে ভ্যাটিক্যানের সিদ্ধান্তের অপেক্ষায় বসে নেই পোপ ফ্রান্সিসের অনুরাগীরা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে না পড়তেই অসংখ্য মানুষ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যেতে শুরু করেছেন।

এর আগে সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। ২০১৩ সাল থেকে তিনি এ দায়িত্ব পালন করছিলেন।

৭৪১ সালে সিরিয়ান বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর রোমের সব পোপই ছিলেন ইউরোপিয়ান। প্রায় ১৩ শ বছর পর প্রথম নন-ইউরোপিয়ান পোপ হিসেবে নির্বাচিত হন ফ্রান্সিস। দায়িত্ব নিয়ে ক্যাথলিক গির্জায় সংস্কার চালু রাখলেও তিনি ছিলেন সবার কাছে জনপ্রিয়।

ধর্মযাজকের হাতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তি ও কানাডার আদিবাসীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ করতে রোমান ক্যাথলিক যাজকদের অনুমতিও দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সমকামী, উভকামী ও রূপান্তরকামীদের (এলজিবিটি) জন্যও ক্যাথলিক গির্জার দরজা খোলা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে বিক্ষোভে নিহত ৩ হাজারের বেশি: এইচআরএএনএ

ইরানে চলমান সরকারবিবোধী বিক্ষোভে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সহিংসতায় আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। শনিবার (১৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএর বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

২১ ঘণ্টা আগে

‘উপযুক্ত সময়ে’ ভেনেজুয়েলায় নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদোর

তিনি বলেন, ‘এটা একটা মিশন, আমরা ভেনেজুয়েলাকে উন্নত ও সমৃদ্ধ ভূমিতে পরিণত করতে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি, যখন সময় আসবে তখন আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হবো, প্রথম নারী প্রেসিডেন্ট।’

১ দিন আগে

কূটনীতি নাকি রাজনীতি— ভারতের পররাষ্ট্রনীতি কার হাতে?

ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. এস জয়শঙ্কারই নরেন্দ্র মোদি সরকারের পররাষ্ট্রনীতির প্রধান মুখ। অভিজ্ঞ ও চৌকস এই কূটনীতিক আন্তর্জাতিক অঙ্গনে তার দৃঢ় বক্তব্য ও স্পষ্ট অবস্থানের জন্য পরিচিত। তবে সাম্প্রতিক কিছু ঘটনায় প্রশ্ন উঠছে— সাউথ ব্লকে আদৌ সিদ্ধান্ত নিচ্ছেন কে?

১ দিন আগে

সৌদি আরবের ৪ খনিতে মিলল ২ লাখ ২১ হাজার কেজি সোনা

মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, ‘এই ফলাফল দেখাচ্ছে কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে কার্যকর। চারটি এলাকায় খননকাজের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি সোনা উত্তোলন আমাদের সম্ভাবনাকে প্রতিফলিত করছে। এটি ভবিষ্যতে নগদ অর্থ প্রবাহ বৃদ্ধিতেও সহায়ক হবে।’

১ দিন আগে