ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা রাশিয়ার

ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে কয়েক দফা আলোচনার চেষ্টার পর ইউক্রেনের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ইউক্রেনপন্থি অবস্থানের পর ক্রেমলিন ঘোষণা করেছে যে, তাদের সামনে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। ট্রাম্প রাশিয়াকে ‘কাগজের বাঘ’ হিসেবে অভিহিত করার পর মস্কোর পক্ষ থেকে এ প্রতিক্রিয়া আসলো।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া দেশের স্বার্থ রক্ষায় ও নির্ধারিত লক্ষ্য অর্জনে ইউক্রেনের ওপর আক্রমণ অব্যাহত রাখবে। আরবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এটি করছি আমাদের বর্তমান ও ভবিষ্যতের জন্য, আগামী বহু প্রজন্মের জন্য। তাই আমাদের কাছে আর কোনো বিকল্প নেই।’

জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প প্রকাশ্যে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, দেশটি লড়াই করে পুরো ইউক্রেনকে পুনরুদ্ধারের অবস্থানে রয়েছে। একই সঙ্গে তিনি রাশিয়াকে লক্ষ্য করে বলেন, ‘রাশিয়া সাড়ে তিন বছর ধরে লক্ষ্যহীনভাবে যুদ্ধ চালাচ্ছে। এমন একটি যুদ্ধ, যেখানে আসল সামরিক শক্তি থাকলে এক সপ্তাহেরও কম সময়ে জয়লাভ করা সম্ভব ছিল।’

ট্রাম্প আরও দাবি করেন, যুদ্ধের কারণে রাশিয়াকে এখন একটি ‘কাগজের বাঘ’ এবং ব্যর্থ অর্থনীতির দেশের মতো দেখাচ্ছে।

এর পাল্টা জবাবে পেসকভ বলেন, রাশিয়াকে ‘কাগজের বাঘ’ বলা ভুল, রাশিয়া আসলে ‘ভাল্লুক’। যদিও তিনি স্বীকার করেন যে গত তিন বছরের প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির পর অর্থনীতি ধীরগতিতে চলছে এবং কিছু প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইউক্রেনের পক্ষে মস্কোর সেনাবাহিনীর দখল করা জমি পুনরুদ্ধার করা সম্ভব নয়।

ট্রাম্পের পুনর্মিলন প্রচেষ্টার সমালোচনা করে পেসকভ আরও জানান, গত মাসে আলাস্কায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের ফলাফল ছিল ‘প্রায় শূন্য’।

অন্যদিকে, বুধবার রাশিয়ার অর্থ মন্ত্রণালয় প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় বাড়ানোর জন্য মূল্য সংযোজন কর (ভ্যাট) ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২২ শতাংশ করার প্রস্তাব দিয়েছে। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, গত বছরের ৪.৩ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি এ বছর কমে প্রায় ১ শতাংশে নেমে আসতে পারে।

ইউরোপে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। আলাস্কা সম্মেলন এবং হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, তিনি সরাসরি আলোচনার উদ্যোগ নিচ্ছেন। তবে পুতিন জেলেনস্কির সঙ্গে সাক্ষাতে কোনো আগ্রহ দেখাননি, বরং মস্কো ইউক্রেনে হামলা আরও তীব্র করেছে, যেখানে আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

সম্প্রতি এস্তোনিয়া জানিয়েছে, তিনটি রুশ যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। এর কিছুক্ষণ আগে ২০টি রুশ ড্রোন প্রবেশ করেছিল পোল্যান্ডের আকাশসীমায়। এসব ঘটনায় ইউরোপের ন্যাটো দেশগুলোর মধ্যে ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গতকাল মঙ্গলবার ন্যাটো রাশিয়াকে সতর্ক করে দিয়ে জোটের প্রতিষ্ঠাতা চুক্তির ৫ নম্বর অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দেয়। তাতে বলা হয়েছে, কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর হামলা হলে সবাইকে সম্মিলিতভাবে প্রতিরক্ষায় নামতে হবে।

একইদিন স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলসকে বহনকারী সামরিক বিমানটি লিথুয়ানিয়ায় যাওয়ার পথে রাশিয়ার কালিনিনগ্রাদ সীমান্তের কাছে জিপিএস বিঘ্নের শিকার হয়। এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত মাসেও একই ধরনের ঘটনা ঘটে, যখন ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেয়েনকে বহনকারী বিমানের জিপিএস ব্যবস্থা বুলগেরিয়ার আকাশে ব্যাহত হয়। বুলগেরীয় কর্তৃপক্ষ তখন জানিয়েছিল, রাশিয়ার হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে।

এদিকে, ইউক্রেন বুধবার মধ্য রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের গ্যাজপ্রম নেফতেখিম সালাভাত পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে ড্রোন হামলা চালিয়েছে। এতে আগুন ধরে যায়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাশিয়ার বড় কোনো শিল্প স্থাপনায় এটি দ্বিতীয় হামলা। গত সপ্তাহেও একই কমপ্লেক্সে ইউক্রেন হামলা চালিয়েছিল।

কিয়েভ সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার তেল ও গ্যাস অবকাঠামোর ওপর ড্রোন হামলা জোরদার করেছে। রপ্তানিমুখী পাইপলাইন ও শোধনাগারগুলো এখন হামলার মূল লক্ষ্য। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় নভোরোসিস্ক শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ক্রাসনোদারস্কি ক্রাইয়ের আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কনড্রাটিয়েভ।

সূত্র: আল-জাজিরা

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গাজায় যুদ্ধ নয়, গণহত্যা চলছে: এরদোয়ান

১২ ঘণ্টা আগে

সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে নিহত ১৪, নিখোঁজ ১২৪

১৩ ঘণ্টা আগে

সৌদি গ্র্যান্ড মুফতি শেখ আবদুলআজিজ আল-শেখ মারা গেছেন

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। শোকবার্তায় তারা প্রয়াত গ্র্যান্ড মুফতির পরিবারসহ সৌদি জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানান।

১ দিন আগে

ফিলিপাইনে আঘাত করে হংকংয়ের দিকে এগোচ্ছে টাইফুন রাগা

সোমবার স্থানীয় সময় বিকেলে ফিলিপাইনের উত্তরাঞ্চলে কাগায়ান প্রদেশের পানুইটান দ্বীপের স্থলভাগে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা। এ সময় ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে। পরিস্থিতিকে সম্ভাব্য ‘বিপর্যয়কর’ অভিহিত করা হয়েছে।

১ দিন আগে