
ডেস্ক, রাজনীতি ডটকম

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ‘অসাধারণ নারী’ হিসেবে অভিহিত করেছেন।
এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে মাচাদো তার নোবেল পুরস্কারের পদকটি ট্রাম্পকে উপহার দেওয়ার পর ট্রাম্পের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া এসেছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘তিনি (মাচাদো) একজন অসাধারণ নারী। যিনি অনেক কিছু সহ্য করে এসেছেন।’
মাচাদোর নোবেল শান্তি পুরস্কারের পদকটি ট্রাম্পের হাতে তুলে দেওয়ার প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি যে কাজ করেছি, তার জন্য তার (মাচাদো) শান্তির নোবেল পদকটি আমাকে উপহার দিয়েছেন মাচাদো। এটি পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন।
নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পের আগ্রহ সর্বজনবিদিত। বিভিন্ন সময় তিনি নিজেকে নোবেল পুরস্কারের যোগ্য বলে দাবি করেছেন। গত বছর তিনি বলেছিলেন, সাতটি যুদ্ধ থামানোর কারণে তাকে সাতটি নোবেল দেওয়া উচিত।
পরে গত বছর শান্তিতে নোবেলজয়ী হিসেবে মাচাদোর নাম ঘোষণা হলে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছিলেন ট্রাম্প। মাচাদো অবশ্য নোবেল পাওয়ার পরই জানিয়েছিল, ট্রাম্পের সঙ্গে তিনি এই পুরস্কার ভাগ করে নেবেন।
এদিকে গত ৩ জানুয়ারি নজিরবিহীন এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প ঘোষণা দেন, তিনিই ভেনেজুয়েলার দায়িত্ব নিয়েছেন।
এ অভিযানের পর ধারণা করা হচ্ছিল, শান্তিতে নোবেল পুরস্কার জয়ের পর তা ট্রাম্পকে উৎসর্গ করা মাচাদো ভেনেজুয়েলার অন্তর্বর্তী রূপান্তরের সময়ে দায়িত্ব পাবেন। ট্রাম্প অবশ্য তাকে সমর্থন জানাননি। বরং মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। ট্রাম্প প্রশাসন তার সঙ্গেই কাজ করছে।

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ‘অসাধারণ নারী’ হিসেবে অভিহিত করেছেন।
এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে মাচাদো তার নোবেল পুরস্কারের পদকটি ট্রাম্পকে উপহার দেওয়ার পর ট্রাম্পের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া এসেছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘তিনি (মাচাদো) একজন অসাধারণ নারী। যিনি অনেক কিছু সহ্য করে এসেছেন।’
মাচাদোর নোবেল শান্তি পুরস্কারের পদকটি ট্রাম্পের হাতে তুলে দেওয়ার প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি যে কাজ করেছি, তার জন্য তার (মাচাদো) শান্তির নোবেল পদকটি আমাকে উপহার দিয়েছেন মাচাদো। এটি পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন।
নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পের আগ্রহ সর্বজনবিদিত। বিভিন্ন সময় তিনি নিজেকে নোবেল পুরস্কারের যোগ্য বলে দাবি করেছেন। গত বছর তিনি বলেছিলেন, সাতটি যুদ্ধ থামানোর কারণে তাকে সাতটি নোবেল দেওয়া উচিত।
পরে গত বছর শান্তিতে নোবেলজয়ী হিসেবে মাচাদোর নাম ঘোষণা হলে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছিলেন ট্রাম্প। মাচাদো অবশ্য নোবেল পাওয়ার পরই জানিয়েছিল, ট্রাম্পের সঙ্গে তিনি এই পুরস্কার ভাগ করে নেবেন।
এদিকে গত ৩ জানুয়ারি নজিরবিহীন এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প ঘোষণা দেন, তিনিই ভেনেজুয়েলার দায়িত্ব নিয়েছেন।
এ অভিযানের পর ধারণা করা হচ্ছিল, শান্তিতে নোবেল পুরস্কার জয়ের পর তা ট্রাম্পকে উৎসর্গ করা মাচাদো ভেনেজুয়েলার অন্তর্বর্তী রূপান্তরের সময়ে দায়িত্ব পাবেন। ট্রাম্প অবশ্য তাকে সমর্থন জানাননি। বরং মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। ট্রাম্প প্রশাসন তার সঙ্গেই কাজ করছে।

দেশজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে তেহরানের এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, অন্যদিকে জি-৭ রাষ্ট্রগুলোর কঠোর নিন্দার মাঝে আকাশসীমা নিয়ন্ত্রণের এই পদক্ষেপ ইরানের বর্তমান নাজুক পর
১ দিন আগে
গত দু’সপ্তাহ ধরে ব্যাপক আকারে সরকারবিরোধী আন্দোলন চলছে ইরানে। দিন যতো গড়াচ্ছে, আন্দোলনের মাত্রাও তত তীব্র হচ্ছে।
১ দিন আগে
ফক্স নিউজের খবরে বলা হয়েছে, এই স্থগিতাদেশ ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং ভিসা প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল বহাল থাকবে।
২ দিন আগে
ইরানে চলমান বিক্ষোভের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার হুমকি দেওয়ার পর আজ বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
২ দিন আগে