আইএইএর সঙ্গে সব সহযোগিতা স্থগিত করল ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৬: ৩৪

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে সব ধরনের সহযোগিতা আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। বুধবার (২ জুলাই) আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘প্রেস টিভি’।

এ বিষয়ে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’ জানায়, সম্প্রতি দেশটির পার্লামেন্টে পাস হওয়া এক আইনে আইএইএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা ছিল। সেই আইন এখন প্রেসিডেন্টের অনুমোদনের মাধ্যমে কার্যকর হয়েছে।

ফলে এখন থেকে আইএইএ-র সঙ্গে সহযোগিতা বন্ধ রাখা ইরান সরকারের জন্য আইনগত বাধ্যবাধকতা।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ ব্যবস্থায় বড় ধরনের সংকট ডেকে আনতে পারে। একইসঙ্গে, তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে বিশ্বের উদ্বেগ আরও বাড়বে বলেও আশঙ্কা করছেন তারা।

সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়ায় ইরান। ১৩ জুন ইসরায়েল ইরানের একটি সামরিক ও পারমাণবিক গবেষণা কেন্দ্রে বিমান হামলা চালায়।

এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিক্রিয়া জানায়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, এবং ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

তবে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় টানা ১২ দিন চলা এই সংঘাত ২৪ জুন একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়।

তবে যুদ্ধবিরতি সত্ত্বেও, আইএইএ-র সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

তাদের মতে, আইএইএ-র অনুপস্থিতিতে ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতা রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সংস্থাটি এতদিন তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছিল।

পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের অভিযোগ, ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।

যদিও তেহরান বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলছে, তাদের কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ফোনকল ফাঁস কাণ্ডে বরখাস্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

এর আগে মে মাসে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষের বিষয়ে নিজের ভূমিকার জন্য দেশের জনতার সমালোচনার মুখোমুখি হন পেতোংতান শিনাওয়াত। এর মধ্যে ১৫ জুন কম্বোডিয়ান সিনেট প্রেসিডেন্ট হুন সেনের সঙ্গে ফোনালাপের সময় শিনাওয়াত থাইল্যান্ডের এক সেনা কমান্ডারের সমালোচনা করেন।

১ দিন আগে

শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করলে ‘মৃত্যুদণ্ড’ দেবে ইরান

ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে এ রকম নতুন একটি আইন অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। পাশাপাশি স্টারলিংকসহ অননুমোদিত ইন্টারনেট ব্যবহারেও শাস্তির বিধান রাখা হয়েছে।

২ দিন আগে

নতুন রাজনৈতিক দল গঠনের হুঁশিয়ারি ইলন মাস্কের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ব্যয় পরিকল্পনার আবারও তীব্র সমালোচনা করেছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।

২ দিন আগে

তেলঙ্গানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৫

জেলা পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ পিটিআইকে বলেন, ধ্বংসাবশেষ সরানোর সময় এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ পাওয়া গেছে। হাসপাতালে মৃত্যু হয়েছে তিনজনের। উদ্ধারকাজ এখনো চলছে।

২ দিন আগে