বিস্ফোরণে উড়ে গেল পহেলগাম হামলায় 'জড়িত' দুজনের বাড়ি

ডেস্ক, রাজনীতি ডটকম
কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর টহল। ছবি: রয়টার্স

কাশ্মিরের পহেলগামে হামলার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত আদিল হুসেন ঠোকের ও আসিফ শেখের বাড়ি বিস্ফোরণে উড়ে গেছে।

ভারতের বার্তা সংস্থা পিটিআই ও এএনআইয়ের খবরে বলা হয়েছে, ওই দুজনের বাড়িতে বৃহস্পতিবার৷ (২৪ এপ্রিল) দিবাগত রাতে বিস্ফোরণ হয়। সেনা সূত্র বলেছে, বাড়িতে বিস্ফোরক ছিল বলে এই বিস্ফোরণ হয়েছে।

ঠোকেরের বাড়ি জম্মু কাশ্মিরের অনন্তনাগে এবং আসিফের বাড়ি পুলওয়ামাতে। ভারতীয় নিরাপত্তা বাহিনী বলছে, পহেলগাম হামলার চক্রান্তে তারা জড়িত ছিল এবং তারাই পথ দেখিয়ে লস্কর সন্ত্রাসীদের নিয়ে এসেছিল।

বৃহস্পতিবার যে চার হামলাকারীর ছবি ভারতীয় নিরাপত্তা বাহিনী প্রকাশ করেছিল, তার মধ্যে ঠোকের ও আসিফের ছবিও ছিল। পুলিশ জানিয়েছে, বাকি দুজন পাকিস্তানের নাগরিক। তাদের সম্পর্কে খবর দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে আদিল ও আসিফ আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে যায় এবং লস্কর তাদের প্রশিক্ষণ দেয়। ২০২৪ সালে তারা আবার কাশ্মীরে ফিরে আসে। স্থানীয় বলে তারা এই এলাকা খুব ভালোভাবে চেনে।

এর আগে বৃহস্পতিবার বিহারের জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, পহেলগাম হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদী ও তাদের সাহায্যকারীদের চিহ্নিত করে, খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।

বান্দিপুরায় গোলাগুলি, বিহত ১

কাশ্মিরের বান্দিপুরায় সেনা ও সন্ত্রাসবাদীদের মধ্যে গোলাগুলিতে লস্কর কম্যান্ডার আলতাফ লাল্লি মারা গেছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। আলতাফ দ্য রেসিট্যান্স ফ্রন্টের সঙ্গেও জড়িত ছিল। এই সংগঠনই পহেলগামের হামলার দায় স্বীকার করেছে।

খবরে বলা হয়, বান্দিপোরায় তল্লাশি চালাচ্ছিল সেনা। তখন সন্ত্রাসীরা গুলি চালাতে শুরু করে। তখন গোলাগুলিতে আলতাফের মৃত্যু হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৫০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে নৌকাটি যাত্রা করেছিল। অবশ্য উত্তর আফ্রিকার উপকূল থেকে প্রায়ই অভিবাসনপ্রত্যাশীরা ঝুঁকিপূর্ণ এমন যাত্রা করে থাকেন।

১৭ ঘণ্টা আগে

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৮০

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ এবং বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত খুব কম ঘটে। কিন্তু জলবায়ু পরিবর্তনের জেরে এই চিত্র পাল্টে যাচ্ছে। গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত রাজধানী জাকার্তা এবং পশ্চিম জাভা, সুমাত্রাসহ বিভিন্ন প্রদেশে ঘন ঘন ভারী বর্ষন ও ঘূ

২ দিন আগে

ফিলিপাইনে ফেরি ডুবি: ১৫ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৩

১১ কোটি ৬০ লাখ মানুষ অধ্যুষিত ফিলিপাইনে ফেরি দুর্ঘটনা বিরল ব্যাপার নয়। এর আগে ২০২৩ সালে দক্ষিণ ফিলিপাইনে একটি ফেরিতে আগুন লেগে ৩০ জন নিহত হয়েছিল।

২ দিন আগে

ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপাক্ষিক বৈঠক ‘গঠনমূলক’, পরের বৈঠক ১ ফেব্রুয়ারি

এদিকে শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মতে, চলতি শীত মৌসুমে এটিই সবচেয়ে বড় হামলা।

৩ দিন আগে