বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২: ২৮

ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায়। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

রণধীর জয়সোয়াল গতকাল প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ইতিবাচক সম্পর্ক গড়তে চায়। ভারত চায় গণতান্ত্রিক, প্রগতিশীল, অন্তর্মুখী, সমৃদ্ধিশালী বাংলাদেশ।’

আরেক প্রশ্নের জবাবে রণধীর বলেন, ‘এটা ঠিক যে ভারত সরকার গত সপ্তাহে ভারতের বন্দর থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানি বন্ধ করেছে। কিন্তু এও দেখা উচিত, আমাদের সিদ্ধান্তের আগে বাংলাদেশ কিছু সিদ্ধান্ত নেয়। এ প্রেক্ষাপটে বিষয়টি দেখা উচিত।’

এ সময় তাঁকে প্রশ্ন করা হয়, ‘বাংলাদেশ সরকার ভারত থেকে তুলা আমদানি বন্ধ করে দেওয়ার জন্য কি এ সিদ্ধান্ত?’ জবাবে মুখপাত্র বলেন, ‘আমরা বলেছি আমাদের ওপর চাপ ছিল। ভারতের বিমানবন্দরে ট্রাফিক সমস্যা দেখা দেওয়ায় ভারতের রপ্তানি ব্যাহত হচ্ছিল।’ তিনি আবারও স্পষ্ট করেন, ‘এর জন্য বাংলাদেশের নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করতে অসুবিধা হচ্ছে না।’

দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর বিষয়ে তিনি বলেন, ‘ভারত এ বিষয়ে নজর রেখে চলেছে। ভারতের ওয়াক্ফ আইনের বিরুদ্ধে বাংলাদেশের কিছু লোক প্রতিবাদ করছে এবং হাইকমিশন ঘেরাও করার হুমকি দিয়েছে। ওয়াক্ফ আইন ভারতের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়। এ আইনের সংশোধন করে অনেক অন্তর্মুখী করা হয়েছে, যাতে উপকারীরা এর দ্বারা লাভবান হতে পারেন।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তেহরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি ইসরায়েলের

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের রাজধানী তেহরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, আমরা তেহরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি। ইরানের এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দিয়েছি। খবর বিবিসির।

৬ ঘণ্টা আগে

ইরান-ইসরায়েল দ্বন্দ্ব: উভই পক্ষের সঙ্গেই সম্পর্ক রাখতে চায় ভারত

ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দেশটির বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারাও রয়েছেন। জবাবে ইরান ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলেও হতাহতের ঘটনা ঘটে।

৮ ঘণ্টা আগে

‘হাত ধরে একসঙ্গে দাঁড়ানোর’ আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট

ন্যায়বিচার চাওয়াকে জনগণের অধিকার হিসেবে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ‘এই আগ্রাসনের মুখে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ন্যায়বিচার চাওয়াটা আমাদের জাতির অধিকার। আমরা আমাদের অবস্থানে অটল থাকব।’

৯ ঘণ্টা আগে

ইসরায়েলি বাহিনী শখ করে শিশু হত্যা করছে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় দেশটির অসংখ্য শিশু নিহত হয়েছে। হামলার লক্ষ্য ছিল তেহরানের হাকিম শিশু হাসপাতালও।

১০ ঘণ্টা আগে