আমন্ত্রণ পেয়েও ভারতের অনুষ্ঠানে যোগ দিচ্ছে না বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের আবহাওয়া ভবনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশকে। কিন্তু সেই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে থেকে কেউ যোগ দিচ্ছে না।

শনিবার (১১ জানুয়ারি) ভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা অনলাইন।

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের আবহাওয়া দফতরের কর্তা জানিয়েছেন, তাদের পক্ষে কোনো প্রতিনিধি ভারতের আমন্ত্রণ রক্ষা করতে যেতে পারছেন না। এই বিদেশ ভ্রমণকে ‘অনাবশ্যক’ বলে মন্তব্য করেছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় আবহাওয়া দফতর মৌসম ভবনের (আইএমডি) ১৫০ বছর উপলক্ষে একটি বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়েছে। তার নাম দেওয়া হয়েছে ‘অবিভক্ত ভারত’।

এ প্রসঙ্গে ভারতের আবহাওয়া দফতরের এক কর্মকর্তা বলেন, ‘আমরা চাই এক সময়ের অবিভক্ত ভারতের অংশ সব দেশের প্রতিনিধি ১৫০ বছর উদযাপনে যোগ দেন।’

ইতোমধ্যে ভারতের ডাকে সাড়া দিয়েছে পাকিস্তান। আলোচনা সভায় তাদের প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ইসলামাবাদ। তবে বাংলাদেশ জানিয়েছে, তারা আসছে না। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের প্রেক্ষিতে যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

মাসখানেক আগে দিল্লি থেকে আমন্ত্রণপত্র পেয়েছেন জানিয়ে বাংলাদেশ আবহাওয়া দফতরের (বিএমডি) কার্যনির্বাহী ডিরেক্টর মোমিনুল ইসলাম বলেন, ‘ভারতের মৌসম ভবন ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমরা দিল্লির সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখছি এবং সহযোগিতা করছি। কিন্তু ওই অনুষ্ঠানে আমরা যাচ্ছি না। কারণ, সরকারি খরচে অনাবশ্যক বিদেশ ভ্রমণে আমাদের এখন কিছু বাধ্যবাধকতা রয়েছে।’

ভারতের আমন্ত্রণে সাড়া না দেওয়ার সঙ্গে দুই দেশের পারস্পরিক সম্পর্কের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছেন বাংলাদেশ আবহাওয়া দফতরের এই কর্মকর্তা।

ভারতের মৌসম ভবনের সঙ্গে বাংলাদেশের মৌসম ভবনের নিয়মিত যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি জানান, ভারতীয় আবহাওয়াবিদদের সঙ্গে দেখা করতে ডিসেম্বরেই দিল্লিতে এসেছিলেন।

এই অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও আমন্ত্রণপত্র পেয়েছে ভুটান, আফগানিস্তান, মায়ানমার, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা। আলাদা করে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকেও।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলিং ভিসায় সাড়ে ২৪ লাখের বেশি কর্মী নেবে মালয়েশিয়া

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কৃষি, বাগান ও খনি খাতসহ মোট ১৩টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে। এর মধ্যে সার্ভিস সেক্টরের হোলসেল এন্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল এন্ড স্ক্রাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁস, লন্ড্রি, কার্গো, এন্ড বিল্ডিং ক্লিনিং খাতে শ্রমিক নিয়

১ দিন আগে

বাংলাদেশে অবাধ নির্বাচন চায় ইইউ

আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা করি। সেপ্টেম্বরে আমাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।

১ দিন আগে

যুক্তরাষ্ট্র থেকে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ইউক্রেন

ট্রাম্পের সঙ্গে সোমবারের এ বৈঠককে এখন পর্যন্ত ‘সেরা বৈঠক’ মন্তব্য করে জেলেনস্কি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র শুধু সমন্বয়ই করবে না, নিরাপত্তা নিশ্চয়তার অংশীদারও হবে- স্পষ্ট এমন ইঙ্গিত দিচ্ছে। এটি বড় একটি অগ্রগতি বলে আমি মনে করি।’

১ দিন আগে

ট্রাম্পের সাথে ইউরোপীয় নেতাদের বৈঠকে যা যা হলো

এই বৈঠকেই গুরুত্ব পায় যুদ্ধবিরতি বা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়টি। ট্রাম্প সেখানে বলেন- যুদ্ধ বন্ধের আলোচনার আগে যুদ্ধবিরতি জরুরি নয়।

১ দিন আগে