পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে প্রেস সচিবের মন্তব্য প্রত্যাখ্যান ভারতের

কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৬: ৩৪
বাংলাদেশ ও ভারতের পতাকা। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সহিংসতা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস সচিবের বক্তব্যকে ‘অবাঞ্ছিত মন্তব্য’ ও ‘কপট আচরণ’ বলে অভিহিত করেছে। বাংলাদেশ বরং নিজেদের দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোনিবেশ করলে ভালো করবে বলেও উল্লেখ করেছে ভারত।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে দিন দশেক আগের সাম্প্রদায়িক সহিংসতায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও দেশটির সরকারি দল বিজেপি ছাড়াও ‘বাংলাদেশি দুষ্কৃতকারী’ জড়িত থাকার অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ওই অভিযোগ উড়িয়ে দেন।

শফিকুল আলম বলেন, ‘মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যেকোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।’ পাশাপাশি ভারতে মুসলিমদের ওপর হামলা ও জানমালের ক্ষতি হওয়ার ঘটনায় বাংলাদেশে নিন্দা করছে বলে জানান। তিনি ভারত ও পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর সম্পূর্ণ সুরক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ নিতেও আহ্বান জানান।

প্রেস সচিবের এমন বক্তব্যে শুক্রবার (১৮ এপ্রিল) তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেন, এ মন্তব্য বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে সমান্তরাল করে দেখানোর একটি ছদ্মবেশী ও ছলনাপূর্ণ প্রয়াস, যেখানে এ ধরনের অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জয়সওয়ালের এমন বক্তব্য তুলে ধরা হয়েছে। জয়সওয়াল আরও বলেন, অপ্রয়োজনীয় মন্তব্য করা ও নীতিবোধের প্রদর্শনীর বদলে বাংলাদেশ বরং তাদের নিজ দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোযোগ দিলেই ভালো করবে।

এদিকে মুর্শিদাবাদে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যপালকে তার উপদ্রুত এলাকা সফর স্থগিত করার জন্য অনুরোধ করেছেন।

রাজ্য সরকারের প্রতিবেদন, গত ৪ এপ্রিল জঙ্গিপুর থানা এলাকা জুড়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয়। কিন্তু ৮ এপ্রিল উমরপুরে পাঁচ হাজার জনতা জাতীয় সড়ক অবরোধ করলে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। পুলিশের ওপর ইট, লোহার রড, ধারালো অস্ত্র ও আগুন বোমা দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। সরকারি যানবাহনকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল।

এদিকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার জন্য ভারত তাদের স্থলবন্দর ও বিমানবন্দরে পণ্য জটের যুক্তি দেখালেও এ সুবিধা বাতিলের পেছনে যে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ দায়ী, সে কথাও স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, আমি মনে করিয়ে দিতে চাই, আমরা ট্রান্সশিপমেন্ট সংক্রান্ত পদক্ষেপ করার আগে বাংলাদেশ কী কী সব পদক্ষেপ করেছিল।

জয়সওয়াল বলেন, ভারতের এ সিদ্ধান্তের অধীনে নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত রাষ্ট্র পড়ছে না। ওই দুই দেশে বাংলাদেশি পণ্য যথারীতি সরবরাহ করা যাবে। ফলে দক্ষিণ এশিয়ায় এর কোনো প্রভাব পড়বে না।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলের ‘হৃদপিণ্ডে’ আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এসব হামলাকে ইসরায়েলের হৃদপিণ্ডে আঘাত হানা হিসেবে অভিহিত করেছে ইসরায়েলের প্রথম সারির রাজনৈতিক বিশ্লেষক ও ধারাভাষ্যকার ওরি গোল্ডবার্গ।

১৫ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে যুদ্ধবিমান, জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন মার্কিন কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানান।

১৬ ঘণ্টা আগে

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছেই। ইরানের ফার্স ও তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, ইরান আবারও নতুন করে ইসরায়েলের ওপর সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

১৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রকে আবারও হুঁশিয়ারি চীনের

যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আবারও হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ বৃহস্পতিবার এক্সে শি জিনপিং লেখেন, ‘চীন জানে যে মহাশক্তিগুলো তাদের যুদ্ধযন্ত্রের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়।’ তিনি পূর্বেকার রাজবংশের ধ্বংসের ইতিহাস স্মরণ করেন।

১৮ ঘণ্টা আগে