ডেস্ক, রাজনীতি ডটকম
ভারত সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকি সাহারানপুরের প্রভাবশালী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেছেন। এ সময় তিনি ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশাবাদ জানিয়েছেন।
দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, আমির খান মুতাকির ভারত সফরকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। কারণ বর্তমানে ভারত ও আফগানিস্তান দুই দেশেরই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উত্তেজনাপূর্ণ, বিশেষ করে সীমান্তপারের সন্ত্রাসবাদসহ নানা ইস্যুতে।
শনিবার (১১ অক্টোবর) দিল্লি থেকে সড়ক পথে প্রতিনিধি দলসহ দেওবন্দ পৌঁছালে মুতাকিকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি ও জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানিসহ দারুল উলুমের কর্মকর্তারা।
শিক্ষার্থীদের শত শত জনতা ও স্থানীয় বাসিন্দারা আফগান পররাষ্ট্রমন্ত্রীকে একনজর দেখতে ও তার সঙ্গে করমর্দন করতে ভিড় জমান। তবে নিরাপত্তার কারণে তাদের থামিয়ে দেওয়া হয়।
মুতাকি বলেন, এত আন্তরিক অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। আমি আশাবাদী, ভারত-আফগানিস্তান সম্পর্ক আরও এগিয়ে যাবে। আমরা নতুন কূটনীতিক পাঠাব এবং আশা করি আপনাদের কেউ কেউও কাবুল সফরে যাবেন। দিল্লিতে যেভাবে আমাকে অভ্যর্থনা জানানো হয়েছে, তাতে আমি ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সম্পর্কের সম্ভাবনা দেখছি। এ ধরনের সফর শিগগিরই আরও ঘন ঘন হতে পারে।
মুহাম্মদ কাসেম নানুতুবি, মাওলানা রশীদ আহমেদ গাঙ্গুহী ও সৈয়দ আবিদ হুসাইনসহ তৎকালীন শীর্ষ আলেমরা ১৮৬৬ সালে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে গড়ে তোলেন দারুল উলুম দেওবন্দ মাদরাসা। সংক্ষেপে দেওবন্দ নামে পরিচিতি পাওয়া এই মাদরাসা থেকেই দেওবন্দি আন্দোলনের সূত্রপাত হয়েছিল।
দ্য হিন্দু জানায়, উচ্চ পর্যায়ের এ সফর ঘিরে দেওবন্দে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দিল্লিতে আফগান দূতাবাসের কর্মকর্তারা আগের দিন শুক্রবার (১০ অক্টোবর) সাহারানপুরে গিয়ে দারুল উলুম প্রশাসনের সঙ্গে প্রস্তুতি পর্যালোচনা করেন।
মুতাকি এর আগে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) ছয় দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছান। তালেবান সরকার ক্ষমতায় আসার চার বছর পর এটিই কোনো সিনিয়র তালেবান মন্ত্রীর প্রথম ভারত সফর। ভারত অবশ্য এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১০ অক্টোবর) মুতাকি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ধাপে ধাপে অগ্রগতির উদ্যোগের অংশ হিসেবে কাবুল খুব শিগগিরই কূটনৈতিক প্রতিনিধিদের ভারতে পাঠাবে। তিনি আরও বলেন, তালেবান সরকার আফগান ভূখণ্ডকে কোনো বিদেশবিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেবে না।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইরানের চাবাহার বন্দরকে নিষেধাজ্ঞার আওতায় আনার পরিপ্রেক্ষিতে ভারত ও আফগানিস্তান একযোগে কাজ করে ওই বন্দরের উন্নয়নে বাধা দূর করতে পারে বলেও জানান মুতাকি।
ভারত সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকি সাহারানপুরের প্রভাবশালী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেছেন। এ সময় তিনি ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশাবাদ জানিয়েছেন।
দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, আমির খান মুতাকির ভারত সফরকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। কারণ বর্তমানে ভারত ও আফগানিস্তান দুই দেশেরই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উত্তেজনাপূর্ণ, বিশেষ করে সীমান্তপারের সন্ত্রাসবাদসহ নানা ইস্যুতে।
শনিবার (১১ অক্টোবর) দিল্লি থেকে সড়ক পথে প্রতিনিধি দলসহ দেওবন্দ পৌঁছালে মুতাকিকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি ও জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানিসহ দারুল উলুমের কর্মকর্তারা।
শিক্ষার্থীদের শত শত জনতা ও স্থানীয় বাসিন্দারা আফগান পররাষ্ট্রমন্ত্রীকে একনজর দেখতে ও তার সঙ্গে করমর্দন করতে ভিড় জমান। তবে নিরাপত্তার কারণে তাদের থামিয়ে দেওয়া হয়।
মুতাকি বলেন, এত আন্তরিক অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। আমি আশাবাদী, ভারত-আফগানিস্তান সম্পর্ক আরও এগিয়ে যাবে। আমরা নতুন কূটনীতিক পাঠাব এবং আশা করি আপনাদের কেউ কেউও কাবুল সফরে যাবেন। দিল্লিতে যেভাবে আমাকে অভ্যর্থনা জানানো হয়েছে, তাতে আমি ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সম্পর্কের সম্ভাবনা দেখছি। এ ধরনের সফর শিগগিরই আরও ঘন ঘন হতে পারে।
মুহাম্মদ কাসেম নানুতুবি, মাওলানা রশীদ আহমেদ গাঙ্গুহী ও সৈয়দ আবিদ হুসাইনসহ তৎকালীন শীর্ষ আলেমরা ১৮৬৬ সালে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে গড়ে তোলেন দারুল উলুম দেওবন্দ মাদরাসা। সংক্ষেপে দেওবন্দ নামে পরিচিতি পাওয়া এই মাদরাসা থেকেই দেওবন্দি আন্দোলনের সূত্রপাত হয়েছিল।
দ্য হিন্দু জানায়, উচ্চ পর্যায়ের এ সফর ঘিরে দেওবন্দে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দিল্লিতে আফগান দূতাবাসের কর্মকর্তারা আগের দিন শুক্রবার (১০ অক্টোবর) সাহারানপুরে গিয়ে দারুল উলুম প্রশাসনের সঙ্গে প্রস্তুতি পর্যালোচনা করেন।
মুতাকি এর আগে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) ছয় দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছান। তালেবান সরকার ক্ষমতায় আসার চার বছর পর এটিই কোনো সিনিয়র তালেবান মন্ত্রীর প্রথম ভারত সফর। ভারত অবশ্য এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১০ অক্টোবর) মুতাকি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ধাপে ধাপে অগ্রগতির উদ্যোগের অংশ হিসেবে কাবুল খুব শিগগিরই কূটনৈতিক প্রতিনিধিদের ভারতে পাঠাবে। তিনি আরও বলেন, তালেবান সরকার আফগান ভূখণ্ডকে কোনো বিদেশবিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেবে না।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইরানের চাবাহার বন্দরকে নিষেধাজ্ঞার আওতায় আনার পরিপ্রেক্ষিতে ভারত ও আফগানিস্তান একযোগে কাজ করে ওই বন্দরের উন্নয়নে বাধা দূর করতে পারে বলেও জানান মুতাকি।
বিস্ফোরণস্থল বিস্ফোরকে বোঝাই থাকায় সেখানে উদ্ধারকারীরা প্রথমে যাননি। তাদের আশঙ্কা ছিল আবারও বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে
১৭ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ও জিম্মি ফেরানোর পরিকল্পনার প্রথম ধাপ ইসরায়েল সরকারের অনুমোদনের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পরবর্তী ধাপগুলো নিয়ে এখনো আলোচনা চলছে।
১৮ ঘণ্টা আগেজার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, কাতার ও সৌদি আরবসহ ইউরোপ ও আরব বিশ্বের বহু নেতা এতে অংশ নেবেন, যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
১৮ ঘণ্টা আগে