দেওবন্দে আফগান পররাষ্ট্রমন্ত্রী, ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত

ডেস্ক, রাজনীতি ডটকম
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকি শনিবার উত্তর প্রদেশের সাহারানপুর জেলায় অবস্থিত দারুল উলুম দেওবন্দ মাদরাসা পরিদর্শন করেন। ছবি: সংগৃহীত

ভারত সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকি সাহারানপুরের প্রভাবশালী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেছেন। এ সময় তিনি ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশাবাদ জানিয়েছেন।

দ‍্য হিন্দুর খবরে বলা হয়েছে, আমির খান মুতাকির ভারত সফরকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। কারণ বর্তমানে ভারত ও আফগানিস্তান দুই দেশেরই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উত্তেজনাপূর্ণ, বিশেষ করে সীমান্তপারের সন্ত্রাসবাদসহ নানা ইস্যুতে।

শনিবার (১১ অক্টোবর) দিল্লি থেকে সড়ক পথে প্রতিনিধি দলসহ দেওবন্দ পৌঁছালে মুতাকিকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি ও জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানিসহ দারুল উলুমের কর্মকর্তারা।

শিক্ষার্থীদের শত শত জনতা ও স্থানীয় বাসিন্দারা আফগান পররাষ্ট্রমন্ত্রীকে একনজর দেখতে ও তার সঙ্গে করমর্দন করতে ভিড় জমান। তবে নিরাপত্তার কারণে তাদের থামিয়ে দেওয়া হয়।

মুতাকি বলেন, এত আন্তরিক অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। আমি আশাবাদী, ভারত-আফগানিস্তান সম্পর্ক আরও এগিয়ে যাবে। আমরা নতুন কূটনীতিক পাঠাব এবং আশা করি আপনাদের কেউ কেউও কাবুল সফরে যাবেন। দিল্লিতে যেভাবে আমাকে অভ্যর্থনা জানানো হয়েছে, তাতে আমি ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সম্পর্কের সম্ভাবনা দেখছি। এ ধরনের সফর শিগগিরই আরও ঘন ঘন হতে পারে।

মুহাম্মদ কাসেম নানুতুবি, মাওলানা রশীদ আহমেদ গাঙ্গুহী ও সৈয়দ আবিদ হুসাইনসহ তৎকালীন শীর্ষ আলেমরা ১৮৬৬ সালে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে গড়ে তোলেন দারুল উলুম দেওবন্দ মাদরাসা। সংক্ষেপে দেওবন্দ নামে পরিচিতি পাওয়া এই মাদরাসা থেকেই দেওবন্দি আন্দোলনের সূত্রপাত হয়েছিল।

দ‍্য হিন্দু জানায়, উচ্চ পর্যায়ের এ সফর ঘিরে দেওবন্দে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দিল্লিতে আফগান দূতাবাসের কর্মকর্তারা আগের দিন শুক্রবার (১০ অক্টোবর) সাহারানপুরে গিয়ে দারুল উলুম প্রশাসনের সঙ্গে প্রস্তুতি পর্যালোচনা করেন।

মুতাকি এর আগে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) ছয় দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছান। তালেবান সরকার ক্ষমতায় আসার চার বছর পর এটিই কোনো সিনিয়র তালেবান মন্ত্রীর প্রথম ভারত সফর। ভারত অবশ্য এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১০ অক্টোবর) মুতাকি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ধাপে ধাপে অগ্রগতির উদ্যোগের অংশ হিসেবে কাবুল খুব শিগগিরই কূটনৈতিক প্রতিনিধিদের ভারতে পাঠাবে। তিনি আরও বলেন, তালেবান সরকার আফগান ভূখণ্ডকে কোনো বিদেশবিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেবে না।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইরানের চাবাহার বন্দরকে নিষেধাজ্ঞার আওতায় আনার পরিপ্রেক্ষিতে ভারত ও আফগানিস্তান একযোগে কাজ করে ওই বন্দরের উন্নয়নে বাধা দূর করতে পারে বলেও জানান মুতাকি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গায়িকা থেকে বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর

নির্বাচনের কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দেন মৈথিলী। তখন তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উন্নয়নমূলক কাজে আমি অনুপ্রাণিত। আমি সমাজের সেবা করতে চাই। বিহারের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’

১ দিন আগে

পাকিস্তানের সেনাপ্রধানকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি

পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী। কখনও কখনও তারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, আবার অনেক সময় পর্দার আড়ালে থেকে কলকাঠি নেড়েছে।

২ দিন আগে

প্যানোরামা সম্পাদনা, বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

বিবিসি জানিয়েছে ২০২১ সালের ৬ই জানুয়ারির বক্তৃতার সম্পাদনা "ভুলবশত এমন ধারণা দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিসংতাকে উসকে দিয়েছেন"। বিবিসি এজন্য দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বলেছে তারা এজন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না।

২ দিন আগে

আফ্রিকায় প্রাণঘাতী ভাইরাস মারবুর্গ, আক্রান্ত ইথিওপিয়া

আল জাজিরা জানিয়েছে, ইথিওপিয়া প্রথমবারের মতো মারবুর্গ ভাইরাস রোগের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। দেশের দক্ষিণাঞ্চলে এই ভাইরাসের মোট ৯ জন রোগী শনাক্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

২ দিন আগে