গণতন্ত্রকে বন্দি করলে কারাগার থেকে গণতন্ত্র চালিয়ে দেখাবো : কেজরিওয়াল

ডেস্ক, রাজনীতি ডটকম

দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছেন, “যদি মোদিজি গণতন্ত্রকে কারাগারে বন্দি করেন, তো আমি কারাগার থেকে গণতন্ত্র চালিয়ে দেখাবো।”

“মোদিজি দেখেছেন, দিল্লিতে আম আদমি পার্টিকে হারানো যাবে না। তিনি ষড়যন্ত্র করলেন, মিথ্যা মামলা করলেন, সবাইকে গ্রেপ্তার করলেন। তাঁর মনে হয়েছিল, গ্রেপ্তার করলে কেজরিওয়ালকে পদ ছাড়তে হবে। আমি ঠিক করেছি, কারাগার থেকেই সরকার চালাবো,” বলেন তিনি।

শুক্রবার মুম্বাইয়ে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন। সূত্র: ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

কেজরিওয়াল বলেন, “আমি ছোট মানুষ। আমার ছোট রাজনৈতিক দল আছে দুটি রাজ্যে—পাঞ্জাব আর দিল্লিতে। আমি ভাবছিলাম মোদিজি আমাকে কেন গ্রেপ্তার করলেন? আমার মতো ছোট মানুষ...ওনি তো কত বড়, এত ওনার অর্জন, এত সম্পদ, আমাকে কেন গ্রেপ্তার করলেন? আমাকে গ্রেপ্তার করেছে কারণ দিল্লির গরিব বাচ্চাদের জন্য আমি ভালো শিক্ষার ব্যবস্থা করেছি। চমৎকার সরকারি স্কুল বানিয়েছি। তিনি চান না গরিব বাচ্চাদের জন্য ভালো স্কুল বানানো হোক।”

“আমি দিল্লির গলিতে গলিতে ক্লিনিক করেছি। সবার চিকিৎসা বিনামূল্যে করেছি, দিল্লি আড়াই কোটি মানুষের জন্য বিনামূল্যে ওষুধ, পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করেছি। মোদিজি এই কাজ বন্ধ করতে চান জন্য আমাকে গ্রেপ্তার করেছেন,” বলেন তিনি।

তিহার জেলে যাওয়ার পরে নরেন্দ্র মোদি ১৫ দিন কেজরিওয়ালকে ইনসুলিন নিতে দেননি বলেও অভিযোগ তোলেন এই নেতা।

“কর্মচারীরা বলেছে, ইনসুলিন দেওয়া যাবে না। উপরের আদেশ আছে,” বলেন তিনি।

আবারও তাকে জেলে যেতে হবে কি না সেটি জনগণের হাতে উল্লেখ করে কেজরিওয়াল বলেন, “রাশিয়ার পুতিন যত বিরোধী নেতা ছিল সবাইকে কারাবন্দি করেছেন বা মেরে ফেলেছেন। তারপর নির্বাচন করেছেন। ৮৭ শতাংশ ভোট পেয়েছেন; প্রতিদ্বন্দ্বিতাকারী না থাকলে সব ভোট আপনিই পাবেন!”

তিনি বলেন, বাংলাদেশের সম্প্রতি এ রকম হয়েছে। সব বিরোধী নেতাদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়; শেখ হাসিনা জিতে গেছেন। পাকিস্তানেও তাই হয়েছে, ইমরান খানকে জেলে ঢুকিয়ে দিয়েছে, দল কেড়ে নিয়েছে, ওনার প্রতীক কেড়ে নিয়েছে—জিতে গেছে! মোদি আমাদের দেশকে বাংলাদেশ-পাকিস্তান বানাতে চাচ্ছেন।”

তিনি বলেন, “এই কাজ মোদিজি আমাদের দেশে করছেন। সব বিরোধীদের খতম করে ফেলো। উনি আমাকে গ্রেপ্তার করেছেন, কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন নির্বাচনের এক মাস আগে। এখন আম আদমি পার্টির অ্যাকাউন্ট ফ্রিজ করতে যাচ্ছেন। শিবসেনা, এনসিপি দুই ভাগ করে ফেলেছেন, স্ট্যালিনের অনেক মন্ত্রী, মমতা দিদির কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করেছেন; সব বিরোধীদের বিধ্বস্ত করার পরে মোদিজি বলছেন, আসো নির্বাচন করি! এভাবে কাপুরুষ বলে।”

কেজরিওয়াল বলেন, “এখন মোদিজি মারাত্মক উদ্দেশ্য নিয়ে কাজ করছেন—ওয়ান নেশন, ওয়ান লিডার। এ জন্য উনি দুই স্তরে কাজ করছেন। প্রথম স্তরে সব বিরোধী নেতাদের কারাবন্দি করছেন; তিনি জিতে গেলে সবাইকে কারাবন্দি করবেন। দ্বিতীয় স্তরে, বিজেপির যত নেতা আছেন, সবার রাজনীতি শেষ করে দিয়েছেন।”

তিনি আরও বলেন, “২০১৪ সালে মোদিজি যখন প্রধানমন্ত্রী হন, তখন বিজেপির জন্য একটি নিয়ম তৈরি করেন। বিজেপি যে নেতার বয়স ৭৫ বছর হয়ে যাবে, তাঁকে অবসরে যেতে হবে, পদ ছেড়ে দিতে হবে। এভাবে অনেক কে অবসরে পাঠিয়েছেন। এ বছরের ১৭ সেপ্টেম্বর মোদিজির বয়স ৭৫ বছর হবে। তিনি ঠিক করেছেন, পরবর্তী প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ। এবার তিনি নিজের জন্য ভোট চাচ্ছেন না, র জন্য ভোট চাচ্ছেন।”

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে তাসনিম জারার গোপনীয় বৈঠক

নর্থইস্ট নিউজের প্রতিবেদন অনুসারে, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে সকালে নাস্তা করেন। এই বৈঠক দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে। যার পর আরও একটি বৈঠক হয় বলে ধারণা করা হচ্ছে। যদিও তাদের আলোচনা

১৮ ঘণ্টা আগে

ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ, মার্কিন নিষেধাজ্ঞায় আইসিসির ৪ কর্মকর্তা

গত বছর নভেম্বরে গাজায় ইসরায়েলি অভিযান নিয়ে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এর জের ধরেই ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

১ দিন আগে

ভয়ংকর 'মেগা সুনামি'র ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, নিশ্চিহ্ন হতে পারে উপকূলীয় এলাকা

গবেষণায় বলা হয়েছে, আগামী ৫০ বছরের মধ্যে ওই ফল্টলাইনে ৮ মাত্রা বা তার বেশি শক্তির ভূমিকম্প হওয়ার আশঙ্কা প্রায় ১৫ শতাংশ। এতে উপকূলীয় ভূমি সাড়ে ৬ ফুট পর্যন্ত ধসে যেতে পারে।

১ দিন আগে

লিবিয়া থেকে ১৭৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

বাংলাদেশ দূতাবাস (লিবিয়া) বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

১ দিন আগে