মার্কিন সরকারে শাটডাউনে ৩৭ দিনেও হয়নি সুরাহা

ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন সরকারে শাটডাউন নিরসনে ৩৭ দিনেও হয়নি কোনো সুরাহা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দীর্ঘ বৈঠক শেষেও রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একমত হতে পারেননি। এমনকি রিপাবলিকানরা সরকারি সংস্থা পুনরায় চালুর অংশ হিসেবে ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহালের প্রস্তাব দিলেও ডেমোক্র্যাটরা তা প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রিপাবলিকানদের দখলে সিনেটে ৫৩টি আসন থাকলেও সরকার পুরোপুরি কার্যকর করতে ৬০টি ভোট প্রয়োজন। এক রিপাবলিকান সদস্য প্রস্তাবের বিরোধিতা করায় এখন অন্তত আটজন ডেমোক্র্যাটকে দলীয় অবস্থানের বিপরীতে ভোট দিতে হবে। এখন পর্যন্ত কেবল দুই ডেমোক্র্যাট ও একজন স্বতন্ত্র সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

শাটডাউন নিরসনে এখন পর্যন্ত ১৪টি আলোচনা ব্যর্থ হলো। সিনেটের তরফে শুক্রবার একটি স্বল্পমেয়াদি বাজেট প্রস্তাবে ভোট হতে যাচ্ছে। পরিকল্পনা হলো, এই বিলটি পরবর্তী সময়ে সংশোধন করে দ্বি-দলীয়ভাবে ফেডারেল সংস্থাগুলো পুনরায় চালু ও কিছু কর্মসূচির পূর্ণ বরাদ্দ অনুমোদন করা হবে।

রিপাবলিকানরা জানিয়েছে, তারা একটি স্বল্পমেয়াদি বাজেট এবং পূর্ণ বর্ষের বরাদ্দ প্যাকেজের সমন্বয়ে সরকার পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে। এতে কৃষি খাতের খাদ্য সহায়তা, সামরিক নির্মাণ, সাবেক সেনা বিষয়ক বিভাগ এবং আইনসভার খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

সিনেটর জন থুন সাংবাদিকদের বলেন, আমার আশা এবং প্রত্যাশা, যথেষ্টসংখ্যক ডেমোক্র্যাট প্রস্তাবের পক্ষে ভোট দেবেন।

ডেমোক্র্যাট নেতা চাক শুমার বৈঠককে ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। তবে সিনেটর জন ফেটারম্যান বলেন, আমি জানি না, ওই বৈঠক কতটা ফলপ্রসূ ছিল। ফেটারম্যান তিন ডেমোক্র্যাট সদস্যের একজন, যিনি স্বল্পমেয়াদি তহবিল বিলের পক্ষে ছিলেন।

এবারের শাটডাউন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে চলছে। এতে প্রায় সাড়ে সাত লাখ সরকারি কর্মী বেতন ছাড়া কাজ করতে বা ছুটিতে থাকতে বাধ্য হয়েছেন, লাখো শিশু সরকারি খাদ্য সহায়তা বঞ্চিত হচ্ছে।

এদিকে বেতন না পাওয়ায় ফ্লাইট নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত চুক্তিভিত্তিক কর্মীরা বিকল্প চাকরি সন্ধান করছেন। ফলে যুক্তরাষ্ট্রের প্রধান বিমানবন্দরগুলোয় ফ্লাইট সংখ্যা ১০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রাশিয়ার তেল কিনতে ট্রাম্পের ‘ছাড়’ পেল ইউরোপের একটি দেশ

বিবিসি ও সিএনএনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি জানান, হাঙ্গেরিই ইউরোপের একমাত্র দেশ, যারা কি না রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে এবং এর জন্য তাদের কোনো ‘শাস্তি’র মুখোমুখি হতে হবে না।

১ দিন আগে

জম্মু-কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ‘সন্ত্রাসী’

এক বিবৃতিতে চিনার কোর জানিয়েছে, সতর্ক সেনারা সীমান্তের কাছে সন্দেহজনক ঘোরাফেরা শনাক্ত করে। এ সময় সেনারা অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ করলে তারা নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। প্রাণ বাঁচাতে সেনারাও পালটা গুলি করতে বাধ্য হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রে শাটডাউনে বিপর্যস্ত শিডিউল, ফ্লাইট বাতিল-দেরিতে ভোগান্তি

আমেরিকান, সাউথওয়েস্ট ও ডেলটার মতো বড় বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে। এসব এয়ারলাইন্স বিবৃতিতে বলেছে, তারা যাত্রীদের অসুবিধার কারণে অর্থ ফেরত ও বিনা মূল্যে ফ্লাইট বদলের সুযোগ দিচ্ছে।

১ দিন আগে

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের

ইস্তাম্বুলের প্রসিকিউটর অফিস গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩৭ জনের সবার নাম প্রকাশ করেনি। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরও গ্রেপ্তারি পরোয়ানার তালিকাভুক্ত ৩৭ জনের মধ্যে রয়েছেন।

১ দিন আগে