ট্রাম্পের বিরুদ্ধে তিন ভারতীয় ও দুই চীনা শিক্ষার্থীর মামলা

ডেস্ক, রাজনীতি ডটকম

বেশ কয়েকজন আন্তর্জাতিক শিক্ষার্থীর এফ-১ ভিসা বাতিলের ঘটনায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তিন ভারতীয় ও দুই চীনা শিক্ষার্থী মামলা করেছেন। একই অভিযোগে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং অন্যান্য অভিবাসন কর্মকর্তাদেরও মামলার আসামি করা হয়েছে।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) শিক্ষার্থীদের পক্ষে নিউ হ্যাম্পশায়ারের মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা করেছে। মামলায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘একতরফাভাবে হাজার হাজার না হলেও অন্তত শত শত আন্তর্জাতিক শিক্ষার্থীর এফ-১ শিক্ষার্থীর মর্যাদা বাতিল করার’ অভিযোগ আনা হয়েছে।

মামলায় যা বলা হয়েছে

মামলায় অভিযোগ করা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা শুধু প্রত্যাবাসন বা ভিসা বাতিলের হুমকিই নয়, বরং ‘গুরুতর আর্থিক ও শিক্ষাগত সমস্যার’ সম্মুখীন হচ্ছেন। বিদেশি শিক্ষার্থীদের আইনি মর্যাদা বাতিল করার আগে সরকার প্রয়োজনীয় নোটিশ দেয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন চীনা নাগরিক হাংরুই ঝাং ও হাওয়াং আন এবং ভারতীয় নাগরিক লিংকিত বাবু গোরেলা, থানুজ কুমার গুম্মাডাভেলি ও মানিকান্ত পাসুলা।

হাংরুইয়ের এফ-১ ভিসা মর্যাদা বাতিলের কারণে তার গবেষণা সহকারীর পদ বাতিল হয়ে গেছে। হাওয়াং এরই মধ্যে প্রায় সোয়া তিন লাখ ডলার পড়াশোনার পেছনে খরচ করার পরও তার ডিগ্রি ত্যাগ করতে হতে পারে।

২০ মে গোরেলার ডিগ্রি শেষ করার কথা। কিন্তু বৈধ এফ-১ ভিসা ছাড়া তিনি তা করতে পারবেন না বা অতিরিক্ত প্রশিক্ষণের কর্মসূচিতেও অংশ নিতে পারবেন না। ডিগ্রি পেতে গুম্মাডাভেলি ও পাসুলার আরো এক সেমিস্টার বাকি।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীরা উদ্বিগ্ন

ট্রাম্প প্রশাসন শিক্ষার্থীদের জন্য ভিসানীতি কঠোর করার ফলে আন্তর্জাতিক শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ও অ্যাডভোকেসি গ্রুপগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি বড় অংশ চীনা ও ভারতীয় শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের বিবৃতি ও স্কুল কর্মকর্তাদের সঙ্গে আদান-প্রদান করা চিঠিপত্রের পর্যালোচনা অনুসারে, মার্চের শেষের দিক থেকে মার্কিন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে এক হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে, অথবা তাদের আইনি মর্যাদা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দি অ্যাসোসিয়েটেড প্রেস।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

অন্ধ্রপ্রদেশে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাওবাদী নেতাসহ নিহত ৭

অন্ধ্রপ্রদেশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ইন্টেলিজেন্স) মহেশ চন্দ্র লাড্ডা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, সংঘর্ষে সাতজন মাওবাদীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। নিহতদের মধ্যে একজন মেট্টুরি জোগা রাও। তিনি টেক শঙ্কর নামে পরিচিত।

১ দিন আগে

জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৭০ ভবন

সংস্থাটি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ওইতা শহরের সাগানোসেকি এলাকায় আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে অন্তত ১৭৫ বাসিন্দাকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

২ দিন আগে

লেবাননে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৩

লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানায়, মঙ্গলবার উপকূলীয় শহর সাইদার কাছে আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে একটি মসজিদের পার্কিং লটে থাকা গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় কমপক্ষে আরও চারজন আহত হন এবং অ্যাম্বুলেন্সে করে আরও আহতদের আশপাশের হাসপাতালে নেওয়া হচ্ছে।

২ দিন আগে

ট্রাম্পের শুল্ক, তবু যুক্তরাষ্ট্রে ১৪ শতাংশ রপ্তানি বেড়েছে ভারতের

ভারতের ওপর আগস্টের শেষ দিকে ৫০ শতাংশ শুল্ক আরোপ করছিলেন ট্রাম্প। এর মধ্যে রাশিয়ান তেল কেনার জন্য ২৫ শতাংশ জরিমানাও ছিল। এরপর ভারতের বৃহত্তম বিদেশি বাজারটিতে রপ্তানি অনেকটা কমে গিয়েছিল।

২ দিন আগে