ইরানে সরকার পরিবর্তনের চিন্তা অকল্পনীয়, খামেনিকে হত্যা ‘প্যান্ডোরার বক্স’ : রাশিয়া

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানে সরকার পরিবর্তন বা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা—এই ধরনের কোনো পরিকল্পনা রাশিয়ার দৃষ্টিতে ‘অকল্পনীয় ও অগ্রহণযোগ্য’। এমনটি ঘটলে তা গোটা অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো।

শুক্রবার (২০ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘‘খামেনিকে হত্যার মতো ঘটনা ঘটলে তা হবে প্যান্ডোরার বাক্স খুলে দেওয়ার মতো। এর ফল ভয়াবহ হবে।’’ তিনি সরাসরি ইসরায়েলকে ইঙ্গিত করে বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় যদি তেহরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে এমন কোনো চেষ্টা হয়, তাহলে রাশিয়ার প্রতিক্রিয়া হবে ‘খুবই নেতিবাচক’।

পেসকভ বলেন, ‘‘আমরা এই ধরনের পরিকল্পনার ঘোর বিরোধী। এতে শুধু ইরানের অভ্যন্তরে নয়, পুরো মধ্যপ্রাচ্যজুড়েই চরমপন্থার উত্থান ঘটবে।’’

তিনি আরও বলেন, যারা ইরানে সরকার পরিবর্তনের চিন্তা করছে বা খামেনিকে হত্যার কথা ভাবছে, তাদের বুঝতে হবে—এই ধরনের পদক্ষেপ কী পরিণতি বয়ে আনতে পারে।

রাশিয়ার পক্ষ থেকে ইরান-ইসরায়েল উত্তেজনা ইস্যুতে এটি এখন পর্যন্ত সবচেয়ে কঠোর ভাষায় প্রকাশিত প্রতিক্রিয়া বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

উল্লেখ্য, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর ইরান-রাশিয়ার সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে ইরানের তৈরি শাহেদ ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে রুশ বাহিনী।

এদিকে ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার (১৯ জুন) এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্ট ট্রাম্প আরও দুই সপ্তাহ সময় নিতে চান।

ট্রাম্প বলেন, ‘‘ইরানের সঙ্গে আলোচনার একটি সম্ভাবনা রয়েছে, যা হতে পারে আবার নাও হতে পারে। এই পরিস্থিতিতে আমি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবো।’’

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করে, প্রেসিডেন্ট ট্রাম্প গোপনে ইরানে সামরিক হামলার প্রাথমিক পরিকল্পনায় সম্মতি দিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা জারি হয়নি।

সূত্র: সিএনএন, স্কাই নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে ভোট শুরু

মিয়ানমারের নির্বাচন কমিশনের এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ জান্তানিয়ন্ত্রিত সব শহর ও গ্রামাঞ্চলে আজ রোববার স্থানীয় সময় সকাল ৬ টা (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০মিনিট) থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। জাতীয় পার্লামেন্ট ও প্র

২ দিন আগে

গৃহযুদ্ধ ও মানবিক সংকটের মধ্যেই রোববার থেকে ভোটে যাচ্ছে মিয়ানমার

আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) প্রথম ধাপের ভোট শুরু হবে মিয়ানমারে, দ্বিতীয় ধাপের ভোট শুরু হবে ১১ জানুয়ারি। এই দুই ধাপে দেশের ৩৩০টি প্রশাসনিক এলাকার মধ্যে ২০২টিতে ভোট নেওয়া হবে। আগামী বছর ২৫ জানুয়ারি তৃতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হবে।

৩ দিন আগে

ফ্লোরিডায় ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, চূড়ান্ত হতে পারে শান্তি প্রস্তাব

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনার পর জেলেনস্কি জানান, এই সংলাপে ‘নতুন কিছু ধারণা’ উঠে এসেছে যা সত্যিকারের শান্তির কাছাকাছি যেতে সহায়ক হতে পারে।

৩ দিন আগে

বাংলাদেশে হিন্দু যুবকের হত্যাকাণ্ড নিয়ে যা বললেন জয়সওয়াল

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধসহ সংখ্যালঘুদের বিরুদ্ধে যে নিরবচ্ছিন্ন বিদ্বেষ চলছে, তা গভীর উদ্বেগের বিষয়। আমরা ময়মনসিংহে এক হিন্দু যুবকের সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রত্যাশা করি।’

৪ দিন আগে