
অরুণাভ বিশ্বাস

বিশ্ব রাজনীতির ও অর্থনীতির মঞ্চে এককালের প্রাধান্য ছিল পশ্চিমা ধনসম্পন্ন রাষ্ট্রগুলোর। বিশেষ করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের মতো গোষ্ঠীগুলোর অর্থনৈতিক আধিপত্য প্রশ্নাতীত ছিল। কিন্তু ২১ শতকের শুরুতে এই প্রথাগত বৈশ্বিক ক্ষমতা কাঠামোতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। উদীয়মান অর্থনীতির কয়েকটি শক্তিধর দেশ নিজেদের স্বার্থ ও উন্নয়নের উদ্দেশ্যে একত্রিত হয়ে গড়ে তোলে একটি নতুন জোট—ব্রিকস (BRICS)। ব্রিকস জোটের পেছনে যে ইতিহাস, লক্ষ্য ও দর্শন রয়েছে, তা শুধুমাত্র অর্থনীতির নয়—এটি একধরনের ভূরাজনৈতিক বার্তাও বহন করে। এই ফিচারে আমরা সহজ ভাষায় জানব ব্রিকসের গঠনের ইতিহাস, এর উদ্দেশ্য এবং বিশ্বের গবেষকরা কী বলছেন এই জোট নিয়ে।
ব্রিকস শব্দটি মূলত পাঁচটি দেশের নামের আদ্যক্ষর নিয়ে তৈরি—ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। শুরুতে এটি ছিল শুধু "BRIC"—যেখানে দক্ষিণ আফ্রিকা ছিল না। এই ধারণার সূত্রপাত ঘটে ২০০১ সালে, ব্রিটিশ বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স-এর একজন প্রধান অর্থনীতিবিদ জিম ও'নীল-এর একটি গবেষণায়। তিনি বলেন, “ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়নার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্ভাবনা এতটাই বিশাল যে, এরা অদূর ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” জিম ও’নীল-এর এই ধারণাই একপ্রকার ‘ব্রিক’ শব্দটির জনক।
তবে এই ধারণা গবেষণাগারে থেমে থাকেনি। ২০০৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ব্রিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একত্রিত হয়ে আনুষ্ঠানিকভাবে একটি সহযোগিতামূলক সম্পর্কের সূচনা করেন। এরপর ২০০৯ সালে রাশিয়ার একাতেরিনবুর্গ শহরে প্রথমবারের মতো ব্রিক দেশের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করা হলে এটি “ব্রিকস” (BRICS) নামে পরিচিত হয়। তখন থেকেই এই জোট একটি প্রতিষ্ঠানিক কাঠামোতে রূপ নেয় এবং প্রতি বছর নিয়মিত সম্মেলন শুরু করে।
ব্রিকসের প্রধান লক্ষ্য হচ্ছে একটি বহুপাক্ষিক, ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার পক্ষে কাজ করা। সদস্য দেশগুলোর বিশ্বাস, পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রিত বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর মতো প্রতিষ্ঠানগুলোর বিকল্প প্রয়োজন, যেখানে উন্নয়নশীল দেশের কণ্ঠস্বর বেশি গুরুত্ব পাবে। এই উদ্দেশ্যে ২০১৪ সালে ব্রিকস নিজস্ব একটি উন্নয়ন ব্যাংক গঠন করে, যার নাম—“নিউ ডেভেলপমেন্ট ব্যাংক” (এনডিবি)। এই ব্যাংক উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়নের কাজ করে।
চীন এই জোটে সবচেয়ে বড় অর্থনীতির দেশ। অনেক বিশ্লেষকের মতে, ব্রিকসের মাধ্যমে চীন তার ভূরাজনৈতিক প্রভাব বাড়াতে চায়। কিন্তু ব্রাজিল ও ভারত বরাবরই একটি ভারসাম্যপূর্ণ নেতৃত্বের পক্ষে, যাতে চীনের আধিপত্য না হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়লে ব্রিকস তার কাছে একধরনের বিকল্প প্ল্যাটফর্ম হয়ে ওঠে। দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের প্রতিনিধিত্ব করে এই জোটে, যা ব্রিকসকে এক বৈশ্বিক মাত্রা দিয়েছে।
এই জোটের মূল আকর্ষণ শুধু সদস্য রাষ্ট্রগুলোই নয়, বরং যারা এর সঙ্গে যুক্ত হতে চায় তারাও। ২০২৩ সালে ব্রিকস ঘোষণা দেয়, নতুন সদস্যপদ উন্মুক্ত করা হবে। এরপর ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও ইথিওপিয়াকে আমন্ত্রণ জানানো হয়। গবেষকরা বলছেন, এ এক বিরাট পদক্ষেপ, কারণ এটি ব্রিকসকে আরও শক্তিশালী ও বহুমাত্রিক বানাবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ড. কার্লোস লরেন্স বলেন, “ব্রিকসের সম্ভাবনা বিশাল, তবে অভ্যন্তরীণ মতপার্থক্য ও ভূরাজনৈতিক স্বার্থের সংঘর্ষ এটির সামনে বড় চ্যালেঞ্জ।” তিনি আরও বলেন, “চীন ও ভারতের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব, কিংবা রাশিয়া ও ব্রাজিলের কূটনৈতিক অবস্থান ব্রিকসের একক কণ্ঠস্বর গঠনে বাধা হতে পারে।” এই কথা সত্য যে, একমতে আসা সবসময় সহজ নয়, কিন্তু এত ভিন্নমতের দেশ এক প্ল্যাটফর্মে থেকে আলোচনার মাধ্যমে পথ খুঁজে নেয়া নিজেই এক বড় অর্জন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতি বিভাগের অধ্যাপক ড. সুজান মেয়ার মন্তব্য করেন, “ব্রিকস একধরনের প্রতীকী জোটও—এটি দেখায়, বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্য পরিবর্তনশীল এবং পশ্চিমা আধিপত্যের বাইরেও বিশ্ব আছে।”
ব্রিকসের সামনে এখন একাধিক লক্ষ্য রয়েছে—নিজস্ব মুদ্রায় বাণিজ্য, ডলার নির্ভরতা কমানো, প্রযুক্তি বিনিময়, শিক্ষা ও স্বাস্থ্য খাতে যৌথ উদ্যোগ, এবং সর্বোপরি এক নতুন বিশ্বব্যবস্থার দাবিদার হয়ে ওঠা। যদিও এসব উদ্দেশ্য পূরণের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, তবে এই জোট ইতিমধ্যেই বিশ্বব্যবস্থার গতিপথে একটি বিকল্প কণ্ঠস্বর তৈরি করতে পেরেছে।
সর্বশেষ, এই কথাটাই বলা যায়—ব্রিকস শুধু একটি অর্থনৈতিক জোট নয়, এটি একটি ভাবনার প্ল্যাটফর্ম। যেখানে উন্নয়নশীল বিশ্ব নিজেদের প্রয়োজন ও স্বপ্নের কথা বলে। পশ্চিমা প্রভাবমুক্ত এক ন্যায্য, টেকসই ও বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলার জন্য ব্রিকস এক সাহসী পদক্ষেপ, যার ভবিষ্যৎ নির্ভর করছে এর সদস্যদের সংহতি ও কৌশলগত দূরদর্শিতার ওপর।

বিশ্ব রাজনীতির ও অর্থনীতির মঞ্চে এককালের প্রাধান্য ছিল পশ্চিমা ধনসম্পন্ন রাষ্ট্রগুলোর। বিশেষ করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের মতো গোষ্ঠীগুলোর অর্থনৈতিক আধিপত্য প্রশ্নাতীত ছিল। কিন্তু ২১ শতকের শুরুতে এই প্রথাগত বৈশ্বিক ক্ষমতা কাঠামোতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। উদীয়মান অর্থনীতির কয়েকটি শক্তিধর দেশ নিজেদের স্বার্থ ও উন্নয়নের উদ্দেশ্যে একত্রিত হয়ে গড়ে তোলে একটি নতুন জোট—ব্রিকস (BRICS)। ব্রিকস জোটের পেছনে যে ইতিহাস, লক্ষ্য ও দর্শন রয়েছে, তা শুধুমাত্র অর্থনীতির নয়—এটি একধরনের ভূরাজনৈতিক বার্তাও বহন করে। এই ফিচারে আমরা সহজ ভাষায় জানব ব্রিকসের গঠনের ইতিহাস, এর উদ্দেশ্য এবং বিশ্বের গবেষকরা কী বলছেন এই জোট নিয়ে।
ব্রিকস শব্দটি মূলত পাঁচটি দেশের নামের আদ্যক্ষর নিয়ে তৈরি—ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। শুরুতে এটি ছিল শুধু "BRIC"—যেখানে দক্ষিণ আফ্রিকা ছিল না। এই ধারণার সূত্রপাত ঘটে ২০০১ সালে, ব্রিটিশ বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স-এর একজন প্রধান অর্থনীতিবিদ জিম ও'নীল-এর একটি গবেষণায়। তিনি বলেন, “ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়নার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্ভাবনা এতটাই বিশাল যে, এরা অদূর ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” জিম ও’নীল-এর এই ধারণাই একপ্রকার ‘ব্রিক’ শব্দটির জনক।
তবে এই ধারণা গবেষণাগারে থেমে থাকেনি। ২০০৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ব্রিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একত্রিত হয়ে আনুষ্ঠানিকভাবে একটি সহযোগিতামূলক সম্পর্কের সূচনা করেন। এরপর ২০০৯ সালে রাশিয়ার একাতেরিনবুর্গ শহরে প্রথমবারের মতো ব্রিক দেশের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করা হলে এটি “ব্রিকস” (BRICS) নামে পরিচিত হয়। তখন থেকেই এই জোট একটি প্রতিষ্ঠানিক কাঠামোতে রূপ নেয় এবং প্রতি বছর নিয়মিত সম্মেলন শুরু করে।
ব্রিকসের প্রধান লক্ষ্য হচ্ছে একটি বহুপাক্ষিক, ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার পক্ষে কাজ করা। সদস্য দেশগুলোর বিশ্বাস, পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রিত বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর মতো প্রতিষ্ঠানগুলোর বিকল্প প্রয়োজন, যেখানে উন্নয়নশীল দেশের কণ্ঠস্বর বেশি গুরুত্ব পাবে। এই উদ্দেশ্যে ২০১৪ সালে ব্রিকস নিজস্ব একটি উন্নয়ন ব্যাংক গঠন করে, যার নাম—“নিউ ডেভেলপমেন্ট ব্যাংক” (এনডিবি)। এই ব্যাংক উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়নের কাজ করে।
চীন এই জোটে সবচেয়ে বড় অর্থনীতির দেশ। অনেক বিশ্লেষকের মতে, ব্রিকসের মাধ্যমে চীন তার ভূরাজনৈতিক প্রভাব বাড়াতে চায়। কিন্তু ব্রাজিল ও ভারত বরাবরই একটি ভারসাম্যপূর্ণ নেতৃত্বের পক্ষে, যাতে চীনের আধিপত্য না হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়লে ব্রিকস তার কাছে একধরনের বিকল্প প্ল্যাটফর্ম হয়ে ওঠে। দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের প্রতিনিধিত্ব করে এই জোটে, যা ব্রিকসকে এক বৈশ্বিক মাত্রা দিয়েছে।
এই জোটের মূল আকর্ষণ শুধু সদস্য রাষ্ট্রগুলোই নয়, বরং যারা এর সঙ্গে যুক্ত হতে চায় তারাও। ২০২৩ সালে ব্রিকস ঘোষণা দেয়, নতুন সদস্যপদ উন্মুক্ত করা হবে। এরপর ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও ইথিওপিয়াকে আমন্ত্রণ জানানো হয়। গবেষকরা বলছেন, এ এক বিরাট পদক্ষেপ, কারণ এটি ব্রিকসকে আরও শক্তিশালী ও বহুমাত্রিক বানাবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ড. কার্লোস লরেন্স বলেন, “ব্রিকসের সম্ভাবনা বিশাল, তবে অভ্যন্তরীণ মতপার্থক্য ও ভূরাজনৈতিক স্বার্থের সংঘর্ষ এটির সামনে বড় চ্যালেঞ্জ।” তিনি আরও বলেন, “চীন ও ভারতের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব, কিংবা রাশিয়া ও ব্রাজিলের কূটনৈতিক অবস্থান ব্রিকসের একক কণ্ঠস্বর গঠনে বাধা হতে পারে।” এই কথা সত্য যে, একমতে আসা সবসময় সহজ নয়, কিন্তু এত ভিন্নমতের দেশ এক প্ল্যাটফর্মে থেকে আলোচনার মাধ্যমে পথ খুঁজে নেয়া নিজেই এক বড় অর্জন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতি বিভাগের অধ্যাপক ড. সুজান মেয়ার মন্তব্য করেন, “ব্রিকস একধরনের প্রতীকী জোটও—এটি দেখায়, বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্য পরিবর্তনশীল এবং পশ্চিমা আধিপত্যের বাইরেও বিশ্ব আছে।”
ব্রিকসের সামনে এখন একাধিক লক্ষ্য রয়েছে—নিজস্ব মুদ্রায় বাণিজ্য, ডলার নির্ভরতা কমানো, প্রযুক্তি বিনিময়, শিক্ষা ও স্বাস্থ্য খাতে যৌথ উদ্যোগ, এবং সর্বোপরি এক নতুন বিশ্বব্যবস্থার দাবিদার হয়ে ওঠা। যদিও এসব উদ্দেশ্য পূরণের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, তবে এই জোট ইতিমধ্যেই বিশ্বব্যবস্থার গতিপথে একটি বিকল্প কণ্ঠস্বর তৈরি করতে পেরেছে।
সর্বশেষ, এই কথাটাই বলা যায়—ব্রিকস শুধু একটি অর্থনৈতিক জোট নয়, এটি একটি ভাবনার প্ল্যাটফর্ম। যেখানে উন্নয়নশীল বিশ্ব নিজেদের প্রয়োজন ও স্বপ্নের কথা বলে। পশ্চিমা প্রভাবমুক্ত এক ন্যায্য, টেকসই ও বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলার জন্য ব্রিকস এক সাহসী পদক্ষেপ, যার ভবিষ্যৎ নির্ভর করছে এর সদস্যদের সংহতি ও কৌশলগত দূরদর্শিতার ওপর।

ইসরায়েলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে ইরান মন্তব্য করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ না করে এবং ইসরায়েলকে দেওয়া সমর্থন ত্যাগ না করে, তবে তেহরান তাদের সঙ্গে কোনো সহযোগিতা করবে না।
২ দিন আগে
এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল গাজায় প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। নাসের মেডিকেল কমপ্লেক্সের এক সূত্র আল জাজিরাকে জানায়, সোমবার দক্ষিণ গাজার রাফাহর উত্তরে ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২ দিন আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, চীন ও রাশিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা মোকাবিলা করতে পরীক্ষামূলক কর্মসূচি চালানো জরুরি।
২ দিন আগে
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে, সামাঙ্গান প্রদেশের খোলম শহরের নিকটে। খোলমে প্রায় ৬৫ হাজার এবং মাজার-ই-শরিফে প্রায় ৫ লাখ ২৩ হাজার মানুষ বসবাস করেন।
৩ দিন আগে