অজি কিশোর-কিশোরীদের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ শুরু করেছে মেটা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৫: ২৬
অজি কিশোর-কিশোরীদের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ শুরু করেছে মেটা। ছবি: সংগৃহীত

ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস থেকে অস্ট্রেলিয়ার ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করেছে মেটা। দেশটিতে প্রথমবারের মতো অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার নতুন আইন কার্যকর হওয়ার আগেই এ পদক্ষেপ নিয়েছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়া আগামী ১০ ডিসেম্বরের মধ্যে টিকটক ও ইউটিউবসহ প্রধান অনলাইন প্ল্যাটফর্মগুলোকে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের ব্লক করার নির্দেশ দিয়েছে। এ আইন মানতে ব্যর্থ হলে কোম্পানিগুলোকে চার কোটি ৯৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার (তিন কোটি ২০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৪০০ কোটি টাকা) জরিমানা দিতে হবে।

গত মাসে মেটা জানিয়েছিল, ১৩ থেকে ১৫ বছর বয়সী যেসব ব্যবহারকারী ফেসবুক বা ইনস্টাগ্রামে সক্রিয়, তাদের ৪ ডিসেম্বর থেকে অ্যাকাউন্ট বন্ধের নোটিশ পাঠানো হবে। বিবিসির খবরে বলা হয়েছে, ফেসবুকের প্রায় দেড় লাখ ও ইনস্টাগ্রামের প্রায় সাড়ে তিন লাখ অ্যাকাউন্ট এ প্রক্রিয়ার আওতায় পড়বে। থ্রেডস ব্যবহার করতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রয়োজন হওয়ায় সেটিও প্রভাবিত হবে বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে মেটার একজন মুখপাত্র বলেন, “আইন মেনে চলা একটি দীর্ঘমেয়াদি ও বহুস্তরীয় প্রক্রিয়া হবে।” তিনি আরও জানান, যদিও মেটা আইন মানতে প্রতিশ্রুতিবদ্ধ, তবু আরও ‘কার্যকর, মানসম্মত ও গোপনীয়তা-সুরক্ষিত পদ্ধতি’ প্রয়োজন।

মেটার প্রস্তাব, অ্যাপ ডাউনলোড করার সময় বয়স যাচাইয়ের দায়িত্ব অ্যাপ স্টোরগুলোর হওয়া উচিত এবং ১৬ বছরের নিচে হলে অভিভাবকের অনুমতি নিতে হবে। এতে কিশোর-কিশোরীদের বিভিন্ন অ্যাপে বারবার বয়স যাচাই করতে হবে না।

গত মাসে মেটা জানায়, যেসব ব্যবহারকারীকে ১৬ বছরের নিচে হিসেবে শনাক্ত করা হয়েছে, তারা অ্যাকাউন্ট বন্ধ হওয়ার আগে নিজেদের পোস্ট, ছবি, ভিডিও ও বার্তা ডাউনলোড করে রাখতে পারবে। যদি কেউ মনে করে তাকে ভুলভাবে অপ্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাহলে ‘ভিডিও সেলফি’ জমা দিয়ে বয়স যাচাইয়ের আবেদন করতে পারবে। চাইলে ড্রাইভিং লাইসেন্স বা সরকারি পরিচয়পত্রও দেওয়া যাবে।

মেটার তিন প্ল্যাটফর্ম ছাড়াও ইউটিউব, এক্স, টিকটক, স্ন্যাপচ্যাট, রেডিট, কিক ও টুইচও অস্ট্রেলিয়া সরকারের নিষেধাজ্ঞার আওতায় এসেছে।

অস্ট্রেলীয় সরকারের দাবি, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতি থেকে রক্ষা করতেই এ আইন। তবে সমালোচকেরা বলছেন, এতে অনেক কিশোর–কিশোরী সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এবং আরও নিয়ন্ত্রণহীন প্ল্যাটফর্মে ঝুঁকে যেতে পারে।

অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস বুধবার বলেন, নিষেধাজ্ঞার প্রথম কয়েক দিন কিছু চ্যালেঞ্জ থাকলেও লক্ষ্য হচ্ছে ‘জেনারেশন আলফা’ বা ১৫ বছরের কম বয়সী শিশুদের রক্ষা করা। তার ভাষায়, “একটি আইনই ভবিষ্যৎ প্রজন্মকে এমন অ্যালগরিদমিক ফাঁদ থেকে বাঁচাতে পারে, যেগুলোকে প্রযুক্তির উদ্ভাবকেরাই আচরণগত কোকেন বলে তুলনা করেন।”

আনিকা আরও বলেন, শিশুরা স্মার্টফোন পাওয়ার মুহূর্ত থেকেই যেন ‘ডোপামিননির্ভর’ এক ধারাবাহিকতার মধ্যে পড়ে যায়।

প্রথমে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেয়েছিল ইউটিউব। পরে তারাও এর অন্তর্ভুক্ত হয়। তবে এ আইনের সমালোচনা করে ইউটিউব বলেছে, শিশুদের অ্যাকাউন্ট নিষিদ্ধ করলে প্ল্যাটফর্মটি ‘বরং কম নিরাপদ’ হয়ে উঠবে।

বছরের শুরুর দিকে অস্ট্রেলীয় সরকারের এক গবেষণায় দেখা গেছে, ১০ থেকে ১৫ বছর বয়সী অস্ট্রেলীয় শিশুদের ৯৬ শতাংশই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে। তাদের সাতজনের মধ্যে ছয়জনই নারীবিদ্বেষী ও সহিংস কনটেন্টসহ খাদ্যাভ্যাসজনিত রোগ বা আত্মহত্যা-প্ররোচনামূলক কনটেন্টের মতো ক্ষতিকর বিষয়বস্তুর মুখোমুখি হয়েছে।

অস্ট্রেলিয়ার এ কঠোর পদক্ষেপ কার্যকর হয় কি না, তা নিয়ে বিশ্ব জুড়ে সামাজিক মাধ্যমের ঝুঁকি নিয়ে কাজ করা সংস্থাগুলোর ব্যাপক আগ্রহ রয়েছে। তারা মনে করছে, অস্ট্রেলিয়া সরকারের এ নিষেধাজ্ঞা কার্যকর হলে অন্য আরও দেশ তাদের অনুসরণ করতে পারে।

এদিকে মালয়েশিয়াও আগামী বছর থেকে ১৬ বছরের কমবয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ নিষিদ্ধ করার কথা ভাবছে। নিউজিল্যান্ডও একই ধরনের নিষেধাজ্ঞা আনতে চলেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে মার্কিন আলোচকদের বৈঠক

১ দিন আগে

১৯ দেশের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

ওয়াশিংটনে হামলার ঘটনায় আফগান নাগরিককে গ্রেপ্তারের পর নিরাপত্তাজনিত শঙ্কা বেড়ে যাওয়ায় এই নীতি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নীতি কঠোর করার এটি একটি নতুন আগ্রাসী উদ্যোগ।

১ দিন আগে

যুদ্ধবিরতি লঙ্ঘন, গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

টিআরটি ওয়ার্ল্ডের বরাতে জানা যায়, ইসরায়েলি ট্যাংক ও ড্রোন থেকে চালানো এই লাগাতার হামলা বারবার যুদ্ধবিরতি চুক্তিকে লঙ্ঘন করছে।

১ দিন আগে

২ দফা হামলা চলে ভেনেজুয়েলার নৌ যানে, জানাল হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌ যানে দ্বিতীয় দফায় হামলার নির্দেশ দিয়েছিলেন। হোয়াইট হাউজ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এ নির্দেশ ওই কমান্ডার আইনের মধ্যে থেকেই দিয়েছিলেন।

২ দিন আগে