শতবর্ষী মাহাথিরও রাজপথে

প্রধানমন্ত্রী আনোয়ারের পদত্যাগ দাবিতে উত্তাল মালয়েশিয়া

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১০: ৫৩
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী শতবর্ষী মাহাথির মোহাম্মদও সমাবেশে যোগ দিয়ে ভাষণ দেন। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। বিশাল সমাবেশে অংশ নিয়ে ‘তুরুন আনোয়ার' (সরে যাও আনোয়ার) স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গতকাল শনিবার (২৬ জুলাই) দেশটির রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নেন শতবর্ষে পা দেওয়া দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও।

দেশটির পুলিশ জানায়, বিক্ষোভে প্রায় ১৮ হাজার মানুষ অংশ নিয়েছেন। অধিকাংশ বিক্ষোভকারী কালো টি-শার্ট পরে ও কপালে ‘তুরুন আনোয়ার’ লেখা পট্টি বেঁধে সমাবেশে অংশ নেয়। রাজধানীর কেন্দ্রস্থল মেরদেকা বা স্বাধীনতা স্কয়ারে তারা জড়ো হয়ে মিছিল করেন এবং সেখানে বিরোধী দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ২০২২ সালের নভেম্বরে সংস্কারের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসেন। তবে সম্প্রতি তার সরকার রাজস্ব বাড়াতে বিক্রয় ও সেবা কর (এসএসটি) বৃদ্ধি এবং বিভিন্ন ভর্তুকি পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়। এতে সাধারণ মানুষের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়। এই চাপ সামাল দিতে আনোয়ার সরকার চলতি সপ্তাহেই কিছু সহায়তা কর্মসূচি ঘোষণা করে। এর মধ্যে রয়েছে দরিদ্রদের জন্য নগদ সহায়তা, অতিরিক্ত ভর্তুকি ও জ্বালানি তেলের দাম কমানোর প্রতিশ্রুতি।

তবে বিক্ষোভকারীদের মতে, সরকারের এসব উদ্যোগ যথেষ্ট নয়। ইসলামি ছাত্র সংগঠনের ২৩ বছর বয়সী সদস্য নুর শাহিরাহ লেমান বলেন, নতুন কর ও বড় ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর বিদ্যুৎ শুল্ক বাড়ানোর বোঝা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ঘাড়েই যাবে। এই কর উৎপাদকদের ওপর চাপালেও তার প্রভাব সরাসরি খাবারের দাম বাড়াবে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে বিচার বিভাগে হস্তক্ষেপ ও দুর্নীতিবিরোধী অবস্থান থেকে সরে আসারও অভিযোগ উঠেছে। সম্প্রতি সরকারঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। সেই সঙ্গে শীর্ষ বিচারপতি নিয়োগেও দীর্ঘসূত্রতা দেখা দেয়। এসব নিয়ে সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। যদিও তিনি এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

এদিকে শনিবারের বিক্ষোভে অংশ নিয়েছেন মাহাথির মোহাম্মদ। তিনি আনোয়ারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষদের হয়রানিমূলক মামলায় জড়ানোর অভিযোগ তোলেন। জনতার উদ্দেশে মাহাথির বলেন, নির্দোষদের বিরুদ্ধে মামলা চলছে, আর অপরাধীরা ছাড়া পাচ্ছে।

মাহাথির ও আনোয়ারের দ্বন্দ্ব মালয়েশিয়ার রাজনীতিতে কয়েক দশক ধরে আলোচিত বিষয়। এক সময় আনোয়ার ছিলেন মাহাথিরের ঘনিষ্ঠ শিষ্য। তবে নব্বইয়ের দশকে তাদের সম্পর্কের অবনতি ঘটে। পরে ২০১৮ সালে বারিসান ন্যাশনাল জোটকে ক্ষমতাচ্যুত করতে তারা আবারও জোট করেন। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলের কারণে সেই জোট দুই বছরের কম সময়ে ভেঙে যায়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কম্বোডিয়া-থাইল্যান্ড সংঘাত: নিহতের সংখ্যা বেড়ে ৩২

সীমান্ত বিরোধ নিয়ে থাইল্যান্ডের সঙ্গে চলমান সংঘর্ষে কম্বোডিয়ায় আরও ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

১ দিন আগে

খানুয়ার যুদ্ধ: ভারতবর্ষের রাজনৈতিক ভাগ্য গড়ে দিয়েছিল

খানুয়ার যুদ্ধ হয়েছিল আগ্রার কাছে খানুয়া নামের এক সমতল অঞ্চলে। এই অঞ্চল ছিল বাবরের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি দিল্লি ও আগ্রার মাঝামাঝি এবং রানা সাঙার আগমন পথের কাছাকাছি।খানুয়ার যুদ্ধ হয়েছিল আগ্রার কাছে খানুয়া নামের এক সমতল অঞ্চলে। এই অঞ্চল ছিল বাবরের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি

১ দিন আগে

শর্তহীন যুদ্ধবিরতির আহবান কম্বোডিয়ার

প্রতিবেশী দেশ থাইল্যান্ডের সঙ্গে সীমান্তে তুমুল লড়াইয়ের মধ্যে ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আহবান জানিয়েছে কম্বোডিয়া।

১ দিন আগে

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ২২১ এমপির চিঠি

এবার অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে খোলা চিঠি লিখেছেন দেশটির ২০০ জনেরও বেশি সংসদ সদস্য।

১ দিন আগে