বিদেশি শিক্ষার্থী কমিয়ে আনার ঘোষণা কানাডার

ডেস্ক, রাজনীতি ডটকম

আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য পরিষেবার ওপর চাপ সামাল দিতে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে কানাডা।

শুক্রবার (২৫ জানুয়ারি) কানাডার অভিবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতি একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য পরিষেবার ওপর চাপ সামাল দিতে দ্বিতীয় বছরের মতো ২০২৫ সালে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমিয়ে আনা হবে।

কানাডার অভিবাসন মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে চলতি বছর চার লাখ ৩৭ হাজার শিক্ষার্থীকে পড়াশোনার অনুমতি দেবে। যা গত বছরের তুলনায় ১০ শতাংশ কম।

সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত জনসংখ্যা বাড়তে থাকায় কানাডায় আবাসন সংকট তৈরি হয়। এ চাপ সামাল দিতে গত বছর বিদেশি শিক্ষার্থীদের স্টাডি পারমিটের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে দেশটির সরকার।

কানাডা সরকারের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে অনুমতি পাওয়া বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে ছয় লাখ। এতে দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায়, যা গত ১০ বছর আগের সংখ্যার চেয়ে তিন গুণ বেশি। ফলে দেশটিতে আবাসন খরচ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ অন্যান্য পরিষেবায় চাপ বেড়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আফ্রিকায় প্রাণঘাতী ভাইরাস মারবুর্গ, আক্রান্ত ইথিওপিয়া

আল জাজিরা জানিয়েছে, ইথিওপিয়া প্রথমবারের মতো মারবুর্গ ভাইরাস রোগের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। দেশের দক্ষিণাঞ্চলে এই ভাইরাসের মোট ৯ জন রোগী শনাক্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

১ দিন আগে

এইচ-১বি ভিসা পুরোপুরি বন্ধের পথে ট্রাম্প প্রশাসন

ভিসা ফি শতগুণ বাড়ানোর পর এবার কর্মসূচিটি বাতিলের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে জমা করা হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও অন্যান্য শিল্পখাতে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে।

১ দিন আগে

বিহারে এনডিএ জোটের জয়

পশ্চিমবঙ্গের অন্যতম প্রতিবেশী রাজ্য বিহারের বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩টি। এর মধ্যে, গত ৬ নভেম্বর প্রথম দফায় ১২১টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দফার এই নির্বাচনে ৬৫ শতাংশেরও বেশি ভোট পড়েছিল।

১ দিন আগে

কাশ্মিরে থানায় বিস্ফোরণ, নিহত ৭

নিহতদের বেশিরভাগ পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের সদস্য। তারা বিস্ফোরক পরীক্ষা-নিরীক্ষার সময় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা রয়েছেন।

১ দিন আগে